নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফুলের ছB=

২৭ শে মে, ২০২৪ বিকাল ৪:১০

০১।


=মনটা হোক ফুলের মত=
ফুল দেখে যেমন মন হয় পবিত্র, সুন্দর
ফুলের মতই শুদ্ধ হউক হৃদ বন্দর;
ফুলের রঙ দেখে সুখের মোহ চোখে লাগায় ধাঁধা
মন যেন সদা থাকে শুদ্ধতার সুতায় বাঁধা।

বিভিন্ন সময়ে তোলা কিছু ফুলের ছবি। আশা করি ভালো লাগবে। এগুলো এস নাইন প্লাস দিয়ে তোলা।

০২। =গোলাপী মশরোজে বসে না প্রজাপতি=
রোদে পুড়ে মশরোজ
দেখি তারে রোজ
তার বুকে প্রেম প্রজাপতি বসে না উড়ে এসে
তুই কী বিরহে পুড়িস মশ? তুইও কী রোজ যাস বিষাদে ভেসে?



০৩। =বিরহের রঙ নীল=
এসো তোমায় রঙ শেখাই, বিরহের রঙ কী বলো দেখি
-সবুজ,
ধ্যত কিছুই জানো না একি
তুমি কী অবুঝ;
বিরহের রঙ নীল, বিষাদের রঙও নীল
তুমি বিরহ দাও, নীল রঙে ভাসিয়ে বিষে ভরো দিল।



০৪। =হৃদয় যেন রক্তজবা রঙ=
অবহেলার রক্তক্ষরণ হৃদয়ে জমা হয় ধীরে;
তুমি রক্তজবা চিনো অথচ রক্ত ক্ষরণের রঙ চিনো না;
তুমি কী জানো কষ্টের রঙ যে লাল?
তুমি এক নিরামিষ প্রেমি......মনে তোমার ভরা গোলমাল।



০৫। =আমায় হিমু রঙ শাড়ী দিয়ো=
একদিন জৈষ্ঠ্যের আম পাকা রোদে তুমি আমি
করবো এমন একটা পাগলামি
এই শুনো না তুমি হিমু রঙ ফতোয়া পরে নিয়ো
আমি পরবো হিমু রঙ শাড়ি.......
বাহিরে বেরোলেই হাতে একটা হিমু রঙ গোলাপ দিয়ো।
দেবে?



০৬। =চোখ ঘুরিয়ে দুনিয়াটা দেখো বন্ধু=
এই যে যাচ্ছো আর যাচ্ছো, পথেই ফুটে আছে বুনোফুল
আমার চোখ পড়তে যে হয় না ভুল
আমি তাকিয়ে দেখি বুনোফুলের রূপ
তুমি সম্মুখে তাকিয়ে হাঁটো, থাকো নিরব চুপ।



০৭। =বৃষ্টিতে ভিজলো না রঙ্গন=
বৃষ্টি আসলো ভিজলো না রঙ্গন ফুল
দেখেছো তার রূপ অতুল
ঝরে গেল সে, আর বৃষ্টি এলো;
দেখলে না, বিগত দিনে তার উপর কতই না রোদ এলো গেলো।



০৮। =হলুদ ফুল কী ভালোবাসো=
তোমায় দেব সন্ধ্যা মালতি, হলুদ রঙ ফুল
কী সুঘ্রাণ, হাতে নিয়ে দেখো হারাবে সুখের কূল;
তোমায় দেব হিমু রঙ ফুল
মান অভিমান আর ভেঙ্গে যাবে বিগত ভুল।



০৯। =মন আমার গোলাপী রঙ ফুলের মত=
কেমন যেন আহ্লাদী আবেগী এই মন, যেন গোলাপী ফুল
মন বুঝতে তোমারাই ভুল;
অথচ এই নরম মনের কোলে মনটা পারতে দিতে সঁপে
তুমি হিসাবী মানুষ, বলো, করো, হাঁটো......সবই মেপে মেপে।



১০। =মন উদাস হয়ে যায় যখন=
মন যখন মন্দ, কত যে দ্বিধাদ্বন্দ্ব
মান অভিমান আর কষ্ট পুষি মনে
হারাই জীবনে সুখের ছন্দ
তুমি ফুল দিয়ো, কিছুটা ক্ষণ থেকো আমার সনে।



১১। =এক ঝাঁক ফুল ভালোবাসা তোমায় দিলাম=
নেবে ফুল, নাকি নেবে মন?
এসো ফুলে ফুলে দিই সাজিয়ে মন উঠোন;
এসো বসো পাশে, শুনো ভ্রমনের সুর গুঞ্জরণ
এই যদি বলি ভালোবাসি, মনে জাগে সুখ শিহরণ?



১২। =বেগুনী রঙ ভালোবাসা আমায় দিয়ো=
দিয়ো জারুল ফুল, অথবা শিমুল
দিয়ো কৃষ্ণচূড়া অথবা বকুল
দিতে পারো বেলী, চম্পা চামেলী
তুমি ভালোবাসি বললেই, আমি সুখে ডানা মেলি।



১৩। =হলুদ রঙ প্রিয় আমার=
যেমন দুপুর রোদ্দুর প্রিয়, হলুদ রঙও প্রিয়
তুমি পারলে হলুদ ফুল দিয়ো
দিতে পারো শাপলা অথবা পদ্ম একশত দুই
ইচ্ছে করে মন বাড়িয়ে মনটা তোমার ছুঁই।



১৪। =এই যে কোথায় তুমি=
দেখে যাও মনের শাখে ফুটেছে ফুল
মেলেছে পাপড়ির ডানা
না এসে করো না ভুল
এই তুমি কী জীবনেও ভালোবাসি বলবে না?



১৫। =মনের প্রেম যেন শুকনো ফুল=
শুকিয়ে গেলো মন, তুমি ছুঁয়ে দেখলে না
মনের পটে প্রেম আর আঁকলে না;
মনে প্রেমের পাপড়ির হাজার ডানা;
তুমি সে পাপড়ি না ছুঁইলে মনে শান্তি মিলবে না।



মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৪ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১, ৫, ৬, ৮ ও ১১ ভালো লেগেছে।

২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোহেন ভাইয়া
ভালো থাকুন

২| ২৭ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

বিষাদ সময় বলেছেন: সুন্দর। যাক আপনার ফুলগুলোর গায়ে রিমালের কোন আঘাত লাগেনি।

২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এনেছে বর্তমানে।এগুলা আগের ছবি
আমার বারান্দার গাছ যাচ্ছে তাই অবস্থা হয়েছে :(

ধন্যবাদ আপনাকে

৩| ২৭ শে মে, ২০২৪ রাত ৮:২২

সাইফুলসাইফসাই বলেছেন: সত্যি মন ভালো হয়ে গেছে- চমৎকার সবগুলো

২৯ শে মে, ২০২৪ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাই ভালো থাকুন

৪| ২৮ শে মে, ২০২৪ রাত ১২:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন যেন সদা থাকে শুদ্ধতার সুতায় বাঁধা।
.................................................................
আহা এমন যদি হতো .............................
ভাই বোনের অটুট বন্ধন
পিতা মাতার বৃদ্ধকালীন জীবন
অফি স আদালতে মানুষে র শদ্ধুতা
জীবনটা হতো সার্থক,
শতো কোটি সালাম ছB আপাকে !!!

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৫| ২৮ শে মে, ২০২৪ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিগুলো চোখে শান্তি এনে দিল।

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন

৬| ২৮ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৭| ২৮ শে মে, ২০২৪ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধণ্যবাদ সেলিম ভাইয়া

৮| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার সব ছবি আপা...

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া
ভালো থাকুন

৯| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৪:৪৩

দীপ্ত একাত্তর বলেছেন: কবিতা আর ছবি ভালো লেগেছে

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ অনেক ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.