নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ক্বাযা আদায়ের ক্ষমতা দাও ধৈর্য্য দাও মাবুদ=

০২ রা জুন, ২০২৪ রাত ১১:১৮



©কাজী ফাতেমা ছবি

বিকেলের আলোয় চোখ রেখেই ভাবি, বেলা পড়ে এলো,
অন্ধকার ঘনিয়ে আসার সময় বুঝি এই;
তবুও আকাশের সোনালী লাল বেনারসী মেঘে মন রেখে বলি
না অন্ধকারের পরেই আলোরা আসে ধেয়ে।

আলো আর অন্ধকারের খেলায় একদিন হয়তো হেরে যাবো,
সে হারিয়ে যাওয়ায় আফসোস থাকবে না;
থাকবে না অলীক অন্ধকারের ভয়,
অন্ধকারে তলিয়ে যেতে যেতে অনন্ত ঘুমে আচ্ছন্ন আমি,
হারাবো আলোর দিশা,
আলোর প্রয়োজন কী সেদিনও বয়ে বেড়াবো মন গলিতে?

সকালের আলোয় মন উজ্জীবিত,
আর সন্ধ্যের আলো ফুরিয়ে যাওয়ার গল্প বলে
একটি দিন ঝরে পড়ে রাতের বুকে, একটি রাত অপেক্ষায় রয়
একটি আলোর ভোর দেখবে বলে,
অথচ জীবন পাতা এক এক করে ঝরে পড়ে সন্ধ্যের আলোয়,
রাত এলেই ভাবি জেগে উঠবো তো!

আল্লাহ সুবহানুতাআলার অপার মহিমায় নিঃশ্বাসে নিঃশ্বাসে
সুখে বেঁচে থাকার স্বাদ ছুঁয়ে আছি, ঝরতে হবে সে অমোঘ সত্য,
তবুও বুক কেঁপে উঠে একেকটি বিকেল এলেই;
কত পাপে ভরা জীবন, কত ভুল ভ্রান্তি রয়ে গেলো অতীত হয়ে;
কত ক্বাযা রয়ে গেলো তাঁর ইবাদত, যিনি পাঠিয়েছেন
তাঁর ইবাদতের তরে, উফ্।

আলসেমী ক্ষণ আলস্য ঘিরে ধরে দেহ, কত অকাজে যায় বেলা,
ইবাদতে মন রাখলেই দু'চোখে বেয়ে নেমে আসে ঘুম সমুদ্দুর,
শুধু প্রার্থনা এই, দাও হেদায়েত আরও ও মাবুদ;
মার্জনা করো যত ভুল ছিলো, ভুলে পা রাখতে গেলেই সতর্ক
করে দাও আমায় এবেলা।
(০২/০৬/২০২০)

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:৫৫

মায়াস্পর্শ বলেছেন: আল্লাহ মাফ করুক। কত কাযা আর কাফফারা যে সঞ্চিত হয়ে আছে :||

০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সে সব ক্বাযা আদায়ের তৌফিক দান করুন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

২| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ১২:০৭

এম ডি মুসা বলেছেন: সৃষ্টিকর্তাকে তো ফাঁকি দেয়ার সুযোগ নেই। আদায় করা উচিত

০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: করতেছি এক এক করে। আল্লাহ সব ক্বাযা আদায়ের তৌফিক দান করুন। জাজাাকাল্লাহ খইর

৩| ০৩ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২২

করুণাধারা বলেছেন: প্রার্থনা মূলক কবিতা ভালো হয়েছে।

০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন

৪| ০৩ রা জুন, ২০২৪ রাত ৮:১৫

মনিরা সুলতানা বলেছেন: বেশ কবিতা।

০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থেকো অনেক অনেক :)

৫| ০৪ ঠা জুন, ২০২৪ ভোর ৫:১২

সোহানী বলেছেন: ওকে।

০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু

৬| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমিন।

০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

জাজাকাল্লাহ খইর ভালো থাকুন

৭| ১৩ ই জুন, ২০২৪ দুপুর ১:১৭

কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: আপনার কবিতাটি গভীরভাবে স্পর্শকাতর এবং জীবনের সূক্ষ্ম দিকগুলোকে তুলে ধরে। এটি আলোর ও অন্ধকারের খেলার মধ্য দিয়ে জীবনের বিভিন্ন পর্যায়গুলোকে চিত্রিত করে, এবং একটি আধ্যাত্মিক দিকও তুলে ধরে। আপনি আপনার পাঠকদের জন্য যে মর্মস্পর্শী ও চিন্তা-উদ্রেককারী লেখা উপহার দিয়েছেন, তা নিঃসন্দেহে অনেককে প্রভাবিত করবে এবং তাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলো নিয়ে ভাবতে বাধ্য করবে।

আপনার কবিতার প্রতিটি স্তবকে যে অনুভূতি ও ভাবনার প্রকাশ ঘটেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জীবনের আলো-অন্ধকারের খেলা এবং আল্লাহর মহিমার প্রতি আপনার বিশ্বাস এবং তাঁর কাছে হেদায়েত প্রার্থনা আপনার লেখায় সুন্দরভাবে ফুটে উঠেছে।

এমন সৃজনশীলতা ও আত্মদর্শন মূলক লেখার জন্য আপনাকে অভিনন্দন জানাই এবং আশা করি আপনার আরও অনেক লেখা পাঠকদের মনকে আলোড়িত করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.