নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=হয়তো আবার হারিয়ে যাবো=

০৯ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৮



©কাজী ফাতেমা ছবি
=তেমনই রয়ে গেলে=

সময়ের চাকায় পিষ্ট তুমি আমি, নিয়ম করে ভুলে যাই;
নিত্য নৈমিত্তিক কাজের ফাঁকে কখনো উঁকি দিয়ে যাও
আবার ভুলে যাই; খুঁজিনি তোমায়, প্রয়োজনহীন তুমি
অথবা তোমার কাছে আমি প্রয়োজনহীন;
কেবল ব্যস্ততার নায়ে পা রেখে আমরা আগাই সম্মুখে।

স্মৃতিঘরে কত স্মৃতিই ভাঁজ করে সাজিয়ে রেখেছিলাম
কত কথার সুর ঝংকার কত আকুতি
কত ভালোবাসায় মুড়ানো সময়গুলো বয়ে যায়
সময়ের স্রোতে, কে-বা পড়ে থাকে স্মৃতি আঁকড়ে!

হয়তো তোমার স্মৃতিঘর ফাঁকা পড়ে আছে
তুমি ঝাড়পোছ দিয়ে মুছে দিয়েছো
আমাদের প্রজাপতি সময়গুলোর সুখ রোমন্থন ক্ষণ।

আজ আমার বিষণ্ণ ক্ষণ, ঘুণে খাওয়া মন,
ঔদাসিন্যতার বুকে মাথা রেখে ভাবছি কেবল তোমাকেই,
আর ঘুরে ফিরে স্মৃতিগুলোর ভাঁজ খুলে নিচ্ছি ঘ্রাণ;
পুরোনো স্মৃতির ঘ্রাণ তুমি কী কখনো নাকে টেনেছিলে?

আহ্ নাক টেনে ভেসে যাই সুখের হাওয়া ।
কেমন করে জানি তোমাকে এবেলা কাছে পেয়ে যাই
সেই আগের তুমি, যেমন ছিলে ঠিক তেমনই রয়ে গেলে
গোয়ার্তমি একঘেঁয়েমী স্বভাব,
আমার পাশে আজও কাউকে সহ্য নয় তোমার,
স্বার্থপর ভালোবাসা আমাকে কাছে টেনে নেয় ফের।

কত বায়না ধরতে তখন, এখনো ঠিক তাই....
সময় বড় অচেনা আজ,, তুমি তোমার জায়গায় স্থির
আমি আমার জায়গায় অস্থির, বুকে স্মৃতির ঢেউ থেমে গেলে
ভুলে যাবো ফের তোমায়, তুমিও ভুলবে আমায়;
মোহাবিষ্ট ক্ষণ থাকে না বেশীক্ষণ ছুঁয়ে।

মায়াজালে আবদ্ধ নাইবা হলাম আর, টুটে যাক বাঁধন সব
মায়াজাল ভেদ করে শুদ্ধতার উর্ধ্বে উঠি চলো...
সোপানে সোপানে থাকবে না কোনো কাঁটা
চলো সময়ের হাত ধরে আবার আমরা হারিয়ে যাই
যে যার মত করে দূরে কোথাও
কেউ যেনো আর খুঁজে না পাই আর কাউকে।
অনুভূতিগুলো পুড়াক আমাদের, তবেই বুঝবো ভালোবাসি।
(০৯-০৬-২০১৯)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৪ রাত ৯:৪৮

চ্যাটজিপিটি বলেছেন: ছবি,

তোমার কবিতা পড়ার পর মনে হলো, তুমি শুধু শব্দে নয়, অনুভূতির গভীরতায়ও এক বিশেষ স্থান অধিকার করেছো। তোমার প্রতিটি পংক্তি যেন আমার হৃদয়ে স্পর্শ করেছে। সেই প্রজাপতি সময়গুলোর স্মৃতি কি এখনও তোমার মনকে আন্দোলিত করে? আমি নিশ্চিত, তোমার শব্দের মায়াজালে হারিয়ে যেতে চাইবে যে কেউ।

শুভেচ্ছান্তে,
[আপনার নাম]

১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চ্যাটজিপিটি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম আপনি আমার পোস্টে আসছেন।

২| ১০ ই জুন, ২০২৪ দুপুর ১:০০

কালো যাদুকর বলেছেন: সময়ের হাত ধরে এরকম চলতে পারলে খুব মজা হত। সুন্দর।

১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। ধন্যবাদ যাদুকর ভালো থাকুন

৩| ১০ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৭

এম ডি মুসা বলেছেন: ❤️❤️

১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাই
ভালো থাকুন

৪| ১০ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৮

এম ডি মুসা বলেছেন: আমি একটু ডিপ্রেশনে আছি তাই লাইনে কম আসি। ব্লগ কবিতা পড়া হয়না।

১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওমা একি। হঠাৎ ডিপ্রেশনে কেন। কবিতা লিখেন। আর প্রকৃতি ঘুরে দেখেন ইংশাআল্লহ ঠিক হয়ে যাবে।

৫| ১০ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৯

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর একটি কবিতা সময়ের চাকায় পিষ্ট তুমি।

১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার মন ভালো করে দিন

৬| ১১ ই জুন, ২০২৪ ভোর ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:




কবিতার সাথে সুন্দর একখান ছবি
এটা দেখে মনে বাজল কিছু কথা
সিলট বিশেষ করে হাউর এলাকা
ফি বছরেই বন্যার পানিতে তলায়।

তখন সেখানে যদি ধান ক্ষেতের উপর
এই ছবির মতন বাড়ী ঘর থাকত
তাহলে জামিলা খাতুনদের মত
এমন করে কাওকে বলতে হতোনা
‘প্রথমে হাওর জুড়িয়া পানি আইলো,
হুরাহুরি করিয়া হগলে গিয়া ধান কাটল।
এখন গেল দুই দিনের বৃষ্টিতে ঘরেও
পানি আইয়া কাটা ধান নষ্ট করি দিল।
এখন এই ভিজা ধান কিলান কিতা করতাম
বুঝিয়া উঠতে পাররাম না।’

তিন দিন ধরি ধানগুলো পানিত ভিজেছে
আজ রোদ ওঠায় রাস্তার নিয়ে শুকাচ্ছি।
ধান বেচলে এই টাকা দিয়া সংসার
কয়দিনইবা চলবে কিতা করতাম
চিন্তায় চিন্তায় হগলের মাথাটাও
ডুবে গেছে নতুন বন্যার ভা্বনায়।

কামনা করি সিলট হাওর এলাকায়
সকলেই তাদের ধান ক্ষেতের উপর
নির্মাণ করুক মাচার উপর সুন্দর ঘর
খেয়ে পড়ে নিশ্চিন্তে থাকুক সারা বছর।

শুভেচ্ছা রইল

১১ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ এটা করতে পারে। আইডিয়াটা মন্দ না। এবারও বন্যা হতে পারে। অনেক বৃষ্টি নাকি সিলেটে হচ্ছে।

আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ আলী ভাইয়া ভালো থাকুন

৭| ১৩ ই জুন, ২০২৪ দুপুর ১:০৯

কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: আপনার লেখার প্রতিটি শব্দ যেন হৃদয়ে গভীরভাবে বাজছে। সময়ের অনন্ত প্রবাহে হারিয়ে যাওয়া স্মৃতি ও অনুভূতিগুলোর মাঝে আমরা যেন কতবার হারিয়ে যাই, আবার ফিরে আসি। আপনার এই অনুভূতিপূর্ণ লেখাটি আমাকে অনেক কিছু ভাবিয়ে তুলছে। আমরা সবাই ব্যস্ততার নায়ে চড়ে এগিয়ে যাই, কিন্তু স্মৃতিরা কখনো ভুলে যায় না, তারা আমাদের সঙ্গেই থাকে।

আপনার স্মৃতিঘরের প্রতিটি কোণে যে ভালোবাসার সুর ঝংকার, সে সুর যেন কখনো থামে না। আমরা যেভাবে জীবনের পথে হাঁটি, সেই পথে পুরোনো স্মৃতির ঘ্রাণ মিশে থাকে, যা আমাদের আবারও ফিরিয়ে নিয়ে যায় সেই সময়গুলোতে।

আপনার যেভাবে প্রেম, স্মৃতি আর বিচ্ছেদের লিখেছেন, তা সত্যিই অনবদ্য। আমাদের ভালোবাসার অনুভূতিগুলো যখন পুড়তে পুড়তে পরিশুদ্ধ হয়, তখনই হয়তো আমরা সত্যিকারের ভালোবাসার অর্থ বুঝতে পারি। এই লেখাটি পড়ে মনে হলো, যেন আমরা সবাই এক অদৃশ্য বন্ধনে বাঁধা, যা কখনো ছিঁড়তে পারে না। আপনি যেভাবে আমাদের অনুভূতিগুলো তুলে ধরেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। ধন্যবাদ আপনার এই অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার জন্য। আশা করি, আমরা সবাই এই অনুভূতিগুলো থেকে কিছু না কিছু শিখতে পারব।

১৯ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন

৮| ১৬ ই জুন, ২০২৪ রাত ১২:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৯ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মুবারক কেমন আছেন

থ্যাংকস এ লট
ভালো থাকুন

৯| ২৪ শে জুন, ২০২৪ সকাল ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা পড়লাম। কবিতায় যাপিত জীবনের নানারকমের অভিজ্ঞতার কথা ফুটে উঠেছে। এখানে যেমন আছে দয়িতের অবহেলা আর উদাসীনতার কথা, তেমনি আছে ভালোবাসায় তাকে কাছে টেনে নেয়ার তীব্র আকুতি। যেমন আছে "প্রজাপতি সময়গুলোর" স্মৃতি রোমন্থনের কথা, তেমনি আছে স্মৃতি ভুলে থাকার কথাও।
ছবিটা ভালো লেগেছে। ছবিতে কবি'র চেয়ে ছবিকে বেশি স্মার্ট লাগছে।
ছবিটা দেখে ডঃ এম এ আলী এর প্রতিক্রিয়া হিসেবে তাৎক্ষণিক লেখা কবিতা ও পরামর্শটাও ভালো লেগেছে। +

"সময়ের স্রোতে, কে-বা পড়ে থাকে স্মৃতি আকড়ে" - থাকে, অনেকেই থাকে।
"অনুভূতিগুলো পড়াক আমাদের, তবেই বুঝবো ভালোবাসি" - চমৎকার!

২৭ শে জুন, ২০২৪ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাইয়া
জীবন এমনই, অনেক অ্প্রাপ্তি আর কিছু প্রাপ্তিতে কেটে যায় ।

স্মৃতি না থাকলে বুঝাই যেত না কষ্ট পেলে সুখের ক্ষণ কেমন ছিল

ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.