নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
=ভালোবাসা ভেজা গোলাপের মত=
ভালো এমনই, যেমন গোলাপের উপর বৃষ্টির জল
খুব স্নিগ্ধ, ভালোবাসায় মন আচ্ছন্ন হলেই ফুরফুরে মন
মন যেন গোলাপের পাপড়ি, আর প্রেম বৃষ্টির ফোঁটা
টলমলে জল মন,
বিরহের আঁচ পেলেই ঝরে পড়ে আলগোছে ধুলায়।
০২। =কখনো যদি ভালোবাসো গোলাপ দিয়ো=
চাই না অন্য কিছু, রূপা হীরা হেম
আমার মাঝে খুঁজো যদি প্রেম
কখনো ভালোবাসো যদি, গোলাপ দিয়ো
হয়ে যেয়ো তুমি, সুজন প্রিয়।
০৩। =আমি ফুল তুমি কাঁটা=
তুমি কাঁটামুকুট বৃক্ষ, আমি তার ফুল
আমায় আঘাত করতে আসাটাই তোমার ভুল;
তুমি পাতা হতে পারতে, হয়ে গেলে কাঁটা,
তুমি পাথর হলে, কান পেতে শুনলে না কান্না বুক ফাটা।
০৪। =মন তো সাদা ছিল=
সাদা মনের কিনারে পুতে রাখলে বিষ কাঁটা
চেয়েছি জীবন থাকুক সাদামাটা
কিন্তু তুমি তো অন্য মানুষ, থাকো অন্যমনা
ভালোবাসি তোমায়, মুখ ফুটে আর বলবো না।
মন আমার ছিল বেলী, ঘ্রাণ ছড়ানো বেলা দেয়ার ইচ্ছে ছিল
কী বিষ কথন উফ্, সব করে দিলে এলোমেলো।
০৫। =মন মরা আমার, তাতে জল দিয়েও লাভ নেই=
চুপসে যাওয়া ফুল আমি, মন আর হবে না জীবন্ত
আর পাবে না আমার হতে তুমি বসন্ত
ফাগুন ছিল মন ভর্তি, তুমি বিরহ দিলে
মনের পাপড়ি মরে গেল, সু সময়গুলো খেলে গিলে;
ভালোবাসা প্রেম এসব সময়ে হয়;
০৬। =মাঝে মাঝে হতে হয় কাঁটামুকুটের মত=
ভিতরে ফুল ফুল নরম ভাব, বাহিরে কাঁটার মত তীক্ষ্ণ বুদ্ধি
শাসনে রাখতে হয় মন, তবেই না হয় আত্মশুদ্ধি;
তুমি কাঁটা হতে থাকো, আমি ফুলই হবো;
ভালোবাসতে বারণ জেনে রাখ্ মন,
কল্প লোকেই তোমার সনে কথা কবো।
০৭। =স্নিগ্ধ প্রহরগুলো আমার হয়ে থাক=
তুমি পাথর সময় নিয়ে কাজ করো, হোক অথৈ টাকা কড়ি
এই স্নিগ্ধ প্রহর, বৃষ্টি ভেজা ফুল, এসব আমার সুখের বড়ি
তুমি টাকার ঘ্রাণ শুকো, আমি নিই ফুলের ঘ্রাণ;
তুমি চুপসে যাওয়া পাতা,আমি বৃষ্টি ভেজা ফুল, সদা উচ্ছল প্রাণ।
০৮। =জলের স্নিগ্ধতা সেজে আছে বেলী=
এই দেখো না, কী স্নিগ্ধ, বৃষ্টিতে ভিজে আছে বেলী
ছুঁয়ে দিলেই কী সুখ মনের অলিগলি;
আমার মনও এমন স্নিগ্ধ উচ্ছল, তুমি দেবে ছুঁয়ে
রাখবে প্রেমের চারা মন উঠোনে রুয়ে?
০৯। =হাতে তুলে দাও একটি বেলী=
দাও যদি হাতে তুলে
একটি বেলী বেভোলে ভুলে
মন দেব নিলাম তোমার নামে আজ
শুনো না, এসো দাঁড়াই খোলা ছাদে রেখে
বেহিসেবী কাজ।
১০। =পিংক গোলাপের মতই সাজিয়ে দাও মন=
তুমি নীলে আচ্ছন্ন, আমি গোলাপী রঙ
তোমার মনে কী আছে জানি না
আমার মনে বসেছে ভালোবাসার আড়ং
মন কিনবে? বেলী দিয়ে মন কিনো....
তোমার কী ভালো লাগে প্রেম বীনা?
১১। =একটি জবা দিয়ো, রক্ত জবা=
কানের ঝুমকো বানাবো, দিয়ো জবা ফুল
রক্ত রঙ যার, যার রূপ অতুল
রক্ত জবা তুলে দিয়ো চুলে,
দাঁড়িয়ো পিছন কিছুক্ষণ, ব্যস্ততা ভুলে।
১২। =দুধ সাদা ফুলে ছড়ানো শুদ্ধতা=
দোয়া করো আমার জন্য
মন যেন হয় সবুজ অরণ্য
মন যেন হয় দুধ সাদা ফুল
ফুল যেন হয়ে যায় বিগত যা ভুল।
১৩। =গোলাপী রঙ পছন্দ আমার=
হাট থেকে কিনে এনো গোলাপী রঙ শাড়ী
সঙ্গে এনো একটি গোলাপী জবা, আর হলুদ চুড়ি
ইচ্ছে হয় এমন, অতীতের মত হউক ভালোবাসার দিন
কিছুই নেই বর্তমানে, চারিদিকে কেবল দুর্দিন।
১৪। =মন তো সবুজ পাতা ছিল=
তুমি পোকা হয়ে ঢুকেছো মনের গহীন
মন তো সবুজ পাতা ছিল, কুট কুট করে খেয়ে
বাজালে মনের তারে ব্যথার বীণ
কেউ সুখী নই যেন, কেউ কাউকে কাছে পেয়ে।
১৫। =তুমি আমি ফুটে আছি ডালে=
হলুদ রঙা ফুল তুমি আমি
একটি শাখে ফুটে থাকি রোজ
তুমি সয়ে নাও যত পাগলামি
আমি রাখি রোজ তোমার খোঁজ।
ভালোবাসায় মাখামাখি সময়, বাক বিতন্ডাও হয় মাঝে মাঝে
অভিমান ভেঙ্গে গেলে.....ফের ভালোবাসা ঘুরে বুকের ভাঁজে।
১৬। =তুমি আমি জারবেরা ফুল=
মনে আমাদের বারোবাসি ফাগুন
মনের বনে লেগে থাকে আগুন
আগুন ফুল ফুটে রোজ, আহা রঙবাহারী মন
সুখে দুঃখে পাশাপাশি, একে অন্যের ব্যথা করি হরণ।
২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যভাদ সৌরভ ভাইয়া
ভালো থাকুন
২| ২৩ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবিতা ।
২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট সেলিম ভাইয়া
ভালো থাকুন
৩| ২৩ শে জুন, ২০২৪ রাত ৯:৫২
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম প্রিয় আপা।
মাশায়াল্লাহ। দারুণ।
২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম । আলহামদুলিল্লাহ
শুনে ভালো লাগলো। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া।
৪| ২৩ শে জুন, ২০২৪ রাত ১০:৪৯
হাসান জামাল গোলাপ বলেছেন: অসম্ভব মমতায় ভরা লেখা, প্রতিটি ফুলের সাথে টুকরো কবিতা!
২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর গোলাপ ভাইয়া
ভালো থাকুন সব সময়
৫| ২৪ শে জুন, ২০২৪ সকাল ১১:৪০
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: এই পোস্টটি সত্যিই খুব সুন্দর এবং মর্মস্পর্শী। প্রতিটি কবিতা আলাদা আলাদা অনুভূতি এবং ভালোবাসার রঙ ফুটিয়ে তুলেছে। বৃষ্টিতে ভেজা ফুলের সাথে ভালোবাসার অনুভূতিকে এত সুন্দরভাবে তুলনা করা সত্যিই অসাধারণ।
২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো
অনেক ভালো থাকুন
সবাইকে নিয়ে
৬| ২৪ শে জুন, ২০২৪ বিকাল ৩:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: পুঁই পাতার ছবিটা না দিলেই ভাল হতো। সুন্দর, স্নিগ্ধ ফুল দেখে মন ভরে গেলো।
২৭ শে জুন, ২০২৪ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৭| ২৫ শে জুন, ২০২৪ রাত ১২:৫৬
জটিল ভাই বলেছেন:
ছবিগুলো আপনার মতোই। আর কবিতা বরাবরের মতোই সাধারণ নয় আভী
২৭ শে জুন, ২০২৪ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো। ধন্যবাদ
যাবেন না কিন্তু
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। কি সিন্গ্ধতা !