নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যদি থাকো পাশে তুমি=

১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৩



©কাজী ফাতেমা ছবি
দুপুর রোদ্দুর, শুকনো পাতার পাহাড়-মর্মর সুর তুলে খুব হাঁটতে ইচ্ছে
যদি থাকো পাশে, খাঁখা বেলা হয়ে উঠে নরম পেঁজাতুলো মেঘ যেমন
সারি সারি বৃক্ষ, তরুলতার ফাঁক ফোঁকরে দুপুর রোদ্দুর ঝরে অঝোরে
ঠিক তখনো বিতৃষ্ণারা এসে ছুঁতে পারে না অল্প, যদি থাকো পাশে।

হোক না সে পথ দূর বহুদূর,
বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ মন ছুটে যায় সুর তোলে হাঁটি হাঁটি পা পা করে
অনুভূতিগুলো বুকের বামে সুখ গুঞ্জন তুলে, ধূলো উড়া পথ হয়ে উঠে
মুগ্ধতার রঙে মাখানো, মৃদু হাওয়ার হিল্লোলে আমি হয়ে উঠি
কল্লোলিনী, যদি তুমি থাকো পাশে।

ভালোবাসার প্রহরগুলো বড্ড অল্প, তবুও এক সেকেন্ডের সুখে
আমি হই সুখি, ভুলি মনের যত অবষাদ, দুঃখ ব্যথা আর নৈরাশা
আমার মন হয় চড়ুই পাখি, ঘুরি তোমার মনের শাখে শাখে
মনের অলিগলি, অনুভব করি সেখানে কী আদৌ মুগ্ধতা আছে
যদি অনুভূতিতে জাগে প্রেম তোমায় নিয়ে, আমি যেনো প্রজাপতি
যদি থাকো পাশে তুমি।

ছায়াঘেরা পথে তুমি আমি, পথের ধূলো উড়িয়ে হাঁটছি বিরামহীন
ক্লান্তির ছায়া পড়েনি ঠিক তখনো মুখোচ্ছবিতে, আমি ঠাঁয় তাকিয়ে
তোমার মুখপানে, যদি দেখি আলতো হাসি ঠোঁটে, মুখের উপর
মুগ্ধতার প্রতিচ্ছবি-আমি হয়ে যাই ইচ্ছে ঘুড়ি, নাটাই দিয়ে তোমার হাতে
ভালোলাগায় ভরপুর সময়-যদি থাকো পাশে আমার।

এই যে জীবন ক্ষয়ে যায় ক্ষণে ক্ষণে, তাতে কী দু'দন্ড শান্তি বুকের বামে
কিছু মুগ্ধতা চোখের কোণে, কিছু সুখ ঠোঁটজুড়ে আর কিছু প্রশান্তি দেহজুড়ে
অল্প স্বস্তি গড়িয়ে পড়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে, আর যত ভ্রান্তি উড়ে যায়
ধূলো উড়া পথের ধূলোয়, মিশে যায় হাওয়ায় ক্লান্তিগুলো;
আমি ভুলে যাই কখনো ছিলাম অসুখী, বিতৃষ্ণায়, খেয়েছিলাম
কষ্ট সমুদ্দুরে হাবুডুবু, সব ভুলি এক নিমেষে যদি থাকো পাশে তুমি।
(১৬-০৭-২০১৯)


মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Gay

২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: গে হতে যাবে কেন । এরা অবশ্যই বন্ধু। বন্ধুরা কী বন্ধুদের কাঁধে হাত রাখে না?

২| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নয়া পাঠক বলেছেন: হৃদয়ের একান্ত চাওয়া।

২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ নয়া পাঠক
ভালো থাকুন

৩| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

জটিল ভাই বলেছেন:
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Gay

কি বুঝাতে চাইলেন ভাই? একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন কি???

২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি ছবির মাঝে দুইটি ছেলেকে বুঝিয়েছেন হয়তো
আমি ঠিক জানি না

ধন্যবাদ

৪| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা—— তীরের মতো, বর্শার ফলার মতো, কাঁটার মতো; ফুলের মতো নয়;

- এখন থেকে ফেলে দাও মন ভোলাবার ছলাকলা ছন্দোবন্ধ, মন কেড়ে নিতে হবে যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল। মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায় তবুও তাকে যেতেই হবে।

২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.