নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
যতদিন না তুমি আইনের প্রতি সম্মান দেখাচ্ছো
ততদিন তোমার দেশ সুশৃঙ্খল হবে না;
যতদিন না তুমি নিজেকে ঠিক রাখছো, আইনকে সম্মান দেখিয়ে,
ততদিন তুমি দেশের উন্নয়ন আশা করতে পারো না।
যতদিন তুমি ফুটপাতকে প্রাক্কালন কেন্দ্র হিসেবে ব্যবহার করছো,
ততদিন তোমার দেশের উন্নয়নের সু হাওয়া বইবে না।
যতদিন তুমি নিজ স্বাধীনতায় মোটো যান ফুটপাতে উঠিয়ে দিয়েছো,
ততদিন তুমি আইন ভঙ্গকারী অপরাধী হয়ে ইতিহাসের পাতায়
কলংকজনক অধ্যায় হিসেবে অমর হবে।
তুমি মনে প্রাণে চাও, যে তোমার দেশ হবে সবুজের আখড়া
তুমি চাও তোমার দেশ থাকুক পরিচ্ছন্ন
তুমি চাও তোমার শহর নগর থাকুক আলোর ঝলমলানি!
তুমি চাও মানুষ আইন মানুক, নীতিপথে হাঁটুক;
ঘুস দুর্নীতি হোক বন্ধ, টেন্ডারবাজি, সিন্ডিকেট মুক্ত দেশ হোক!
তুমি চাও মেধার হোক মূল্যায়ন,
আরও চাও তোমার দেশের নাম হোক বিশ্বজোড়া!
তুমি চাও কেউ না দেখাক ক্ষমতার দাপট,
এ'ও চাইছো, এখানো না হোক ধর্ষণ, খুনাখুনি
রাহাজানি ছিনতাই কিংবা গুম!
তুমি চাও রাজপথে থাকুক সুশৃঙ্খল যন্ত্র গাড়ির সারি!
গাড়ির চালকের চোখ দর্পনে থাকুক কেবল সম্মুখের পথ
না করুক কেউ ওভারটেক,
এও কী চাইছো না চাহিবা মাত্র চালক দেখিয়ে নিক লাইসেন্স;
নাবালক চালক তুমি চাও না অথবা মদখোর চালক।
চালকে চালকে রেষারেষি অথবা মুঠোফোন কানে থাকা চালক!
আর কী কী চাও তুমি হু!!
তুমি চাইছো ছেঁড়া পলিথিন না উড়ুক আর হাওয়ায়
সিগারেটের প্যাকেটটা সবাই রেখে দিক ঠিকঠাক ডাস্টবিনে,
চিপস খেয়ে ওরা যেনো না ফেলে দেয় ড্রেনে কিংবা পথে পথে।
নিজের বুকে হাত দিয়ে বলতো, কোন আইনটা তুমি ভঙ্গ করোনি!
অথবা কোন আইন মেনে তুমি এই শহরে ফেলছো অগণিত পা?
থুথু ফেলার সময় কী মনে হয়নি এ শহর আমার
ফুটপাত কিংবা যত্রতত্র নিলর্জ্জের মত
লজ্জাস্থান দেখিয়ে কী তুমি বসে পড়ো নি অবলীলায়?
তবে তুমি কীভাবে সুন্দর একটি দেশ চাও
কী করে চাও দেশ হোক উন্নয়নের ভাগাড়?
না না হবে না কিছুই হবে না, তুমি তোমাকে আগে ঠিক করে নাও,
তুমি তোমাকে আইনের মন্ত্রে বশ করে নাও
তুমি তোমাকে বুঝাও এ করবো না ও করবো না -এ অন্যায়
ন্যায়ের পথে তুমি একবার হেঁটে দেখো,
সারি সারি মানুষ হাঁটছে ন্যায় মাথায় নিয়ে।
তবেই না দেশ হবে সুন্দর পরিচ্ছন্ন, ঘুষ টেন্ডার
সিন্ডিকেটমুক্ত সোনার বাংলাদেশ।
(১৫/০৮/২০১৮)
২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
২| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১১
সোনাগাজী বলেছেন:
কবিতা লেখা বন্ধ করেন; আপনার কবিতার কারণে আপনাকে অনেকেই ভালোবাসবে; ইসলামের অবমাননা হচ্ছে।
৩| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
বাকপ্রবাস বলেছেন: ছাত্ররা আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়ে গেল শিখিয়ে দিয়ে গেল। সোনাগাজী দাদার কমেন্ট আর আপনার কবিতার মাঝে তালগোল পাচ্ছিনা
২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
উনার উল্টাপাল্টা কমেন্টের জন্যই ব্যান খান
৪| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
সোনাগাজী বলেছেন:
@বাকপ্রবাস ,
ছাত্রদের পেছনে পাকিস্তানী মিলিটারীর টাকা ও আরবদের টাকা আছে; ওরা বাংলাদেশে বসে কোটী কোটী টাকা পাচ্ছে, আপনাকে আরবদের কাজ করতে ও আপনার বউ বাংলাদেশে থাকে, এই হচ্ছে পার্থক্য
৫| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা আমি ২০১৮তে লিখছিলাম
৬| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০২
করুণাধারা বলেছেন: ২০১৮ তে লেখা কবিতা এখনো প্রাসঙ্গিক। ভালো হয়েছে। তবে খুবই বিরক্ত লাগছে সোনাগাজীর মন্তব্য দেখে।
২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন
এজন্যই এখন কমেন্ট ব্যান
৭| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৪
সোনাগাজী বলেছেন:
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা আমি ২০১৮তে লিখছিলাম
-আমাদের কোমলমতিরা কবিতা ভালোবাসন না; ইসলামও কবিতা পছন্দ করে না
৮| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৬
জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ হয়নি আভী ♥♥♥
২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ জটিল ভাই
৯| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২০
এম ডি মুসা বলেছেন: Nice
২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন ভাইয়া
১০| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: সোনাগাজীভাইয়ার মাথায় কি এক্কেবারেই গোলমাল হয়ে গেলো!!!
২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাথা নষ্ট উনার
কোমলমতিদের দেখতে পারছেন না কেন জানি
১১| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৯
জুল ভার্ন বলেছেন: বদলে যেতে হলে আমাদের প্রত্যেকের নিজ নিজ থেকেই বদলাতে হবে। তা নাহলে সমাজ বদলাবেনা।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম খাঁটি কথা। কিন্তু অনেকেই বদলাতে চায় না
ধন্যবাদ আপনাকে ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
সোনাগাজী বলেছেন:
কোরানের আইন মেনে চলেন, আপনি চাকুরী ছেড়ে দেন, আপনি পর পুরুষের সামনে দিয়ে হাঁটছেন, তাদের সাথে কাজ করছেন; কোমলমতিরা উহা পছন্দ করবে না।