নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যদি মন তোমার হয় বিষণ্ণ, তুমি এসো প্রকৃতির মাঝে=

২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৮



©কাজী ফাতেমা ছবি
যদি মন তোমার সহসা বিষাদে হয় পূর্ণ
যদি বুকে উঠে মুহুর্মুহু দীর্ঘশ্বাস,
যদি কষ্টগুলো নিত্য তোমার চারপাশে হয় ঘূর্ণ
যদি কখনো সময়গুলো হয় কষ্ট হাঁসফাঁস.....

যদি তুমি নীল বেদনায় পুড়ে পুড়ে হও ছাই,
যদি কোথাও যাওয়ার থাকে না জা'গা;
যদি দেখো বুকে তোমার সুর উঠেছে নাই নাই,
যদি কখনো দুনিয়া তোমাকে দেয় দাগা......

যদি ভাবো কিছু কষ্ট কথন, বুকে তোমার জমা,
যদি বুঝো কেউ নেই তোমার কাছে;
যদি না পারো নিজকে করতে ক্ষমা...
যদি ভাবো তুমি, কাউকে কিছু বলার আছে..

যদি মন তোমার বিতৃষ্ণার খরায় যায় পুড়ে,
যদি ব্যথার সাগরে কভু খাও হাবুডুবু,
অথবা যদি থাকো সন্ধ্যা সাঁঝে, কষ্ট ঘোরে
যদি চোখ খুললেই আঁধার হয় বুকের বিঁভু.....

তুমি চলে এসো, বিকেলে গা ছুঁয়ে প্রকৃতির পাশে
দীর্ঘশ্বাসের দিতে পারো এবার ছুটি,
নিঃশ্বাসে বুনোফুলের ঘ্রাণ, রঙবাহারী ফুল যেথায় হাসে
তুমি চলে এসো,
দেখবে এসো, সুখরা সেথায় খায় লুটোপুটি।

চোখের পাতা মেললেই আঁধার কেটে যাবে নিমেষে,
চারিপাশে চোখ বুলালেই তুমি হবে মুগ্ধ
কষ্ট ভুলে যাবে মায়াবী সুখ আবেশে..
দেখবে এসো প্রকৃতির গা ছুঁয়ে, ওরা কতটা স্নিগ্ধ।

মুছে যাবে সব যন্ত্রণা, যদি রাখো চোখ রঙবাহারী ফুলে
নীল বেদনারা মুখ লুকাবে আকাশের নীলে
তুমি ঠিক তখনি কিছু সুখ, মুগ্ধতা আর বিশ্বাস রেখো
বুক পকেটে তুলে....
উচ্ছ্বাস পাবে, ভালোলাগার আবেশে হবে পাগল
কবি হবে তুমি, ঠোঁটে আওড়াবে ছন্দ.....
দেখে নিয়ো কী যে সুখের বাজনা বাজে
তোমার অথৈ দিলে।
২১/০৮/২০১৯

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫২

জটিল ভাই বলেছেন:
হুম। এটাই প্রকৃত সুখের মন্ত্র ♥

২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

২| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

নতুন নকিব বলেছেন:



চমৎকার। মুগ্ধতা।

২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন সব সময়

৩| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১১

ফেনা বলেছেন: আমার অথৈ দিলে
ভালবাসা দিলে
দিলে তুমে "যদি"-র বন্যা ভাসিয়ে।

সেই বন্যায় আমি ভেসে গেলে-
কাঁদবে না-ত তুমি নিজের
মনের অন্তরালে??

২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে মন্তব্য কাব্যটা। থ্যাঙকিউ সো মাচ ফেনা।

৪| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: এই বাদলা দিলে বেশ রোমান্টিক কবি আপা
ভাল থাকবেন----------------

২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: চারিদিকে বন্যা । আল্লাহ সবাইকে হিফাজত করুন। ধন্যবাদ লিটন ভাইয়া

৫| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্। মুগ্ধতা রেখে গেলাম কবিতায়।

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন সব সময়
শুভকামনা

৬| ২১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

কামাল১৮ বলেছেন: প্রকৃতি মানুষের মনের উপর বিরাট প্রভাব ফেলে।

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি কামাল ভাই
ধন্যবাদ ভালো থাকুন

৭| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩

ঊণকৌটী বলেছেন: খুবই ভালো ,আপনি আরো লিখুন

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন অনেক অনেক ।

৮| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা। মুগ্ধতা একরাশ।

২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ অনেক ভালো থাকুন। ফি আমানিল্লাহ

৯| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৬

জুল ভার্ন বলেছেন: চমতকার!

২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ভাইয়া জি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.