নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
মুখে মুখোশ হাতে মুখোশ
মনে মুখোশ আর রেখো না,
খাঁটি থাকো, ন্যায়ের পথে
সত্য মিথ্যেয় আর ঢেকো না!
দুর্নীতিতে মন রেখো না,
মন্দ কাজে হাত দিয়ো না,
ফাইলের কাজে অফিসের বস
কারো থেকে ঘুষ নিয়ো না।
মনে মুখোশ আর এঁটো না
মনরে রাখো সাদাসিধে,
তোমার কথায় কারো বুকে
কাটা যেন আর না বিঁধে।
সহজ সরল থাকো ধরায়
মনের মাঝে প্যাঁচ রেখো না,
সত্যের সাথে থেকো সদা
দুর্নীতির রঙ আর মেখো না!
অন্যের ক্ষতি করবে বলে
আর রেখো না ইচ্ছে মনে;
উপকার না করতে পারলে
অপকার নয় কারো সনে।
যেমন আছো থাকো তেমন
ভ্রান্তির পথে আর হেঁটো না,
নিজের স্বার্থের জন্য তুমি
পাপের পথটি আর ঘেটো না।
২৫/০৮/২০২০
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকুন
২| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২০
জটিল ভাই বলেছেন:
সবার সে সৎ সাহস হোক,
সত্য নিশান অটুট রোক!
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩১
এম এ কাশেম বলেছেন: সময়ের কথা
ভালো লেগেছে।
শুভ কামনা।