নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তুমি গাংচিল আমার কবিতার শিরোনাম=

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯



©কাজী ফাতেমা ছবি
অতঃপর তুমি আসলে....
গাং চিল হয়ে উড়ে
আমি বালিতে বসে দেখছি সূর্যাস্ত
অস্তাভার আলোয় তুমি ডানা মেলে এলে খুব কাছে
কাছে আসলে বসলে... ছিলে যদিও দূরে
আর আমি হই অথির....
অতএব করলে আচম্বিতে মন অভ্যাহার
অভ্রম ভুলে তোমার নরম পালকের আশ্রয়ে নিজেকে দিলাম সঁপে।

তুমি ছিলে প্রেমের চুরাবালি...
ছন্দের ঝড় তুললে মনে,
ভিতর বাড়ির ভিত নাড়িয়ে দিলে
চোরাবালি থিরথির করে জায়গা করে দেয় তোমায় আমায়
আমি তুমি তলিয়ে যাই মন্থর
শিহরিত প্রেমের আঘাতে
তুমি আমি ধৃয়মান....
ঘোরে কেটে যায় শত সহস্র যুগ...

সহসা ডানা ঝাপ্টিয়ে এলো এলবেট্রস
ডানার শীতল হাওয়ায় কোমা থেকে উঠি জেগে
মনের দেউড়ি খুলে দেখি তুমি নেই
আমার ভালোবাসার গাংচিল!

শুধু চোখের পাতা ছুঁয়ে ছিল এক খসে পড়া পালক..
আর বালিতে গড়াগড়ি খাচ্ছিল একশত দুইটি নীল সরোজ
আর একটি নীল বোতাম!
ঊষসীর আলোয় আঁচলে কুঁড়িয়ে নেই সন্তর্পণে।

তুমি চলে গেলে, মন সমুদ্র নিথর, ঢেউ হল নিবর্ত
নিবাত বুকের বামে চিনচিন ব্যথায় আমি ডুবে যাই ফের
উচ্ছ্বল ঢেউয়ের সেই কবিতা নদীতে
আর তুমি গাংচিল হয়ে যাও
আমার কবিতার শিরোনাম।
এসো না, দূরেই থাক আমার ছন্দের গাংচিল
কবিতার শিরোনাম হয়েই থাকো তবে।
(০৮/০৯/২০১৬)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

জুল ভার্ন বলেছেন: গল্পের মতো কবিতা! বেশ কয়েকটা দাঁতভাংগা কঠিন শব্দ ব্যবহার করেছেন- বুঝতে আমার একটু সময় লেগেছে। 'চুরাবালি' শব্দটা কি "চোরাবালি" নয়?

ভালো লেগেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী চোরাবালি। থ্যাঙকিউ সো মাচ। ২০১৬ সালে লিখছিলাম।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৬

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ নয় ♥♥♥

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া জি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.