নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৮(আকাশ ভালোবেসে)=

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০০

০১। সন্ধ্যার আকাশ (সদরঘাট)


=একেকটি গোধূলী কত রং নিয়ে হয় হাজির=
কোনো এক গোধূলী বেলায় দাঁড়িয়ে,
মনকে বলি যা সুখে হারিয়ে,
চারিদিকে গন্তব্যে ফেরা মানুষের হুলস্থুল,
মানুষ যাচ্ছে আসছে একূল হতে ওকূল।

০২। =স্বচ্ছ পানিতে আকাশ পড়েছে নেমে=
দুপুর গড়িয়ে বিকেলের কোলে মাথা রাখে আকাশ,
আমি কান পেতে শুনি প্রকৃতির দীর্ঘশ্বাস,
আঁধারে ছেয়ে যাবে দুনিয়া, প্রকৃতির বুক জুড়ে আঁধার কালো,
যদি অমাবস্যা হয় তবে রাতের বুকে থাকে না আর আলো।



০৩। =মায়াময় রাত=
শুভ্র মেঘেরা রাতের আঁধারে আকাশে উড়ে এলোমেলো,
এখন হেমন্ত ঋতু, জমিনে উড়ে ধূলো,
সহসা শুভ্র মেঘের ফাঁকে রূপালী চাঁদ মারে উঁকি,
আকাশের বুকে হয়ে যায় মেঘ আর আলোর মনোহারী আঁকিবুঁকি।



০৪। =ইট পাথরের শহরেও আকাশ থাকে সুখে উচ্ছল=
ইট পাথরের শহরে প্রাসাদের ফাঁকেও আকাশ মারে উঁকি,
পেরেশানির দীর্ঘশ্বাস ছেড়ে যদি হই কখনো উর্ধ্বমূখী;
সব ক্লান্তি উড়ে যায় হাওয়ায়,
শুভ্র মেঘ পালকের নরম ছোঁয়া এসে লাগে মনের দাওয়ায়।



০৫। =সূর্য অস্ত গেলেই নদীতে নেমে আসে সন্ধ্যা=
নদীর ওপারে সূর্য যায় ধীরে অস্ত
এপারে আঁধার আসে নেমে, এই আঁধারে পথ পাড়ি
দিতেই মানুষ অভ্যস্ত,
দিনের মানুষ রাতে পাড়ি দেয় দূর হতে দূরান্তে,
নদীর বুকে লঞ্চ, লঞ্চের বুকে বসে মানুষ যায়
এ প্রান্ত হতে অন্য প্রান্তে।



০৬। = তোমার বুক আকাশের মেঘ হতে পারতাম=
তুমি যেন কাঁটায় ঘেরা জঙ্গল,
ঢেকে রাখো শুভ্র মেঘের মত মন আমার
নারী আমি বুক আকাশে তোমার,
এক টুকরো সাদা মেঘ হতে পারতাম।



০৭। =ঠিক সন্ধ্যা নামার আগে=
সন্ধ্যার আকাশ কালো মেঘে ঢাকা, আর আমি
পুষে রাখি কারো জন্য অভিশাপ কালো,
অভিশাপ! সে কী দিতে হয়?
মন কষ্টে যেন চৈত্রের খরা;
তখন কারো জন্য বুকে পুষি গ্রীষ্ম।



০৮। =কালো পাহাড় ঠেলে মানুষগুলো পার হয় খাল=
শহরের নদী নালা খাল, কালো পানিতে করে থই থই,
ঢাকা শহরে জ্যাম, কালো ধোঁয়া শান্তি তবে কই!
গিঞ্জি শহরের বুকে যন্ত্র দানবে'রা চলে ছুটে,
ঢাকার জল কেন তবে অন্ধকার বিদঘুটে।



০৯। =সূর্যটা ডুবে যায় ঐ=
সূর্যটা ক্লান্তি গায়ে নিয়ে চলে যায় পশ্চিমে, ডুবে যাবে,
খানিক বাদে এই প্রকৃতিও তার রূপ বদলাবে,
সূর্য নীড়ে ফিরে যায়, আঁধার দেবে ঢেলে
নীড়ে ফেরা পাখি'রা উড়ছে নীলে ডানা মেলে।



১০। =বিষণ্ণ নীল সন্ধ্যায়=
নীলে পুড়ে ছাই অন্তর কখনো, কখনো নীল ছুঁই ইচ্ছে
কখনো ব্যথার ভারে নুয়ে পড়ে চোখে দেখি নীল সরষে ফুল,
কিছুক্ষণ চোখে জল ঝরালেই বিষাদগুলো হয় শান্ত,
তখন নীল মেঘে চোখ রাখি, দেখি নীল আকাশ আরও নীল
আমার বিষাদে আকাশ পুড়ে হয় ছাই।



নীল আকাশের প্রান্ত ছুঁয়ে (আকাশ ভালোবেসে)-১
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)
আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৭(আকাশ ভালোবেসে)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৮

জুল ভার্ন বলেছেন: ছবির ছবি, ছবির ক্যাপশন এবং লেখা অনবদ্য!

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

জটিল ভাই বলেছেন:
মন হারানো পোস্ট ♥♥♥

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জটিল ভাইয়া
ভালো থাকুন

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪২

Salina Alam বলেছেন: মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি ❤️

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপু
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.