নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ক্লান্তি অনুভব হলেই সবুজের কাছে ফিরে যাই=

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২



©কাজী ফাতেমা ছবি
যখনই ক্লান্তি ছুঁয়ে যায় চোখ, চোখের কিনারে ঝাপসা আলো
সবুজের কাছে যাই, যেখানে কেবল সবুজের হাতছানি,
সকল ভ্রান্তি মুছে যায়, লাগে বড় ভালো,
মিহি হাওয়ায় সুখে হয় উতলা মনখানি।

যখনই বিষাদ ছুঁয়ে যায় মন, সবুজের কাছে যাই,
শুকনো মাটির পথে হাঁটি আনমনা বহুদূর,
পাতায় পাতায় আঙ্গুল ছুঁইয়ে দিলেই মনে বড় শান্তি পাই,
হাওয়ার তোড়ে পাতার ঢেউ, আহা চোখজুড়ে মুগ্ধতা
চারিদিকে সবুজ সমুদ্দুর।

যখনই বুক জমিনে ভর করে গ্রীষ্ম অথবা চৈত্রের খরা,
সবুজ ছুঁতে হই মরিয়া, যেতে চাই ত্বরা সবুজের কাছাকাছি
সকল ব্যর্থতা পিছনে ঠেলে হাঁটি দূর্বাঘাসের পথে, সুখ তো নয় আর অধরা
আমি আর সবুজ অরণ্য দুঃখবেলা খেলি সুখের কানামাছি।

যখনই বিষণ্ণতার আগুনে মন পুড়ে হয় ছাই,
নিঃশ্বাসে শুদ্ধ হাওয়া টানতে ছটফট করি, যাই সবুজের কাছে,
যেখানে কেবল সবুজের আস্ফালন, সবুজ পাতাদের মেলা
কেবল কষ্ট বেলা সবুজের বুকে নিই ঠাঁই;
চারিদিকে সবুজ আমি দাঁড়াই মধ্যিখানে, মন তখন খঞ্জন হয়ে নাচে।

যখনই পাহাড় সম অভিমান আটকে থাকে বুকের খাঁচায়
ছুটে যাই, যেখানে সবুজ বৃক্ষ সারি সারি দাঁড়িয়ে,
ধূলোবালির পথ মাড়িয়ে আমি সে পথেই হাঁটি,
কত পাখ-পাখালি মোহ সুর তুরে বুকের মাচায়,
দুঃখ বিষাদ যন্ত্রণা ভুলে আমি সুখের তরে যাই হারিয়ে।

যখনই দীর্ঘশ্বাসের লহর উঠে মুহুর্মূহু বুকের বাড়িতে অকস্মাৎ,
যদি কখনো বুঝে ফেলি মন ভালো নেই আমার অল্প,
চাই শুধু বুকে জমানো নীল ব্যথাগুলো হোক ধুলিসাৎ
ঘরের বাইরে পা রাখি ঠিক তখনি, সবুজের ছায়ায়
নিজেকে সঁপে দেই, পাতাদের সাথে হয় আমার বেদনার গল্প,
অদ্ভুত আদরে সবুজ জড়িয়ে নেয় আমায়, কী যে এক মোহ মায়ায়,
ক্লান্তি ভ্রান্তি বিষাদ বিষণ্ণতা দীর্ঘশ্বাস সবই সবুজের কাছে নস্যাৎ।

(১৫/০৯/২০১৯)

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমার সারা জীবনের স্বপ্ন ছিল সবুজের সাথে তথা চা বাগানের মাঝে থাকার সাথে সাথে সেখানে কাজ করার । কিন্তু নানা কারনে তা হয়ে উঠেনি। এখন আপনার লেখার ছবি এবং কবিতা দেখে আমার পুরনো সেই ইচছা আবার মাথা চাড়া দিয়েছে।

বোন ফাতেমা, আপনি পরেরবার যখন প্রকৃতির মাঝে যাবেন তখন আমাকে সাথে করে নিয়ে সবুজ প্রকতির মাঝে ছেড়ে দেয়া যায় কিনা ভেবে দেখার অনুরোধ রইলো। :((

অফটপিক - এ শুধু মজা করে বলিনি । এ সত্যি আমার চাওয়া । আমি এখনো আশাবাদী জীবনের কোন একসময় চা বাগানে কাজ করা ও প্রকৃতির মাঝে থাকার। আপনার সাথে এই জন্য আমার মনের ইচছা শেয়ার করলাম - আমার কেন যেন মনে হচছে আপনি চা বাগানের কাছাকাছির কেউ। যেখানে আপনি জন্মেছেন-বেড়ে উঠেছেন এবং জীবন অতিবাহিত করছেন এবং যিনি আমার এ চাওয়াকে পূরণ করতে সহযোগীতা করতে পারেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এক সময় আমারও স্বপ্ন ছিল চা বাগানে চাকুরী করুম। যে সুযোগ সুবিধা । কাজের মানুষেরও অভাব নাই। আর কী সুন্দর প্রকৃতি। একবার চা বাগানের চাকুরীর পরীক্ষা দিতে গেছি, তারা বলেছিল কম্পিউটার টাইপ, সেখানে গিয়ে দেখি টাইপ মেশিনের টাইপ। টাইপ মেশিনে টাইপ করতে পারিনি তাই ফেল করছি।

একদিন আমাদের বাড়ীতে আসুন । আমাদের জেলাতে অনেক চা বাগান আছে।

ইংশাআল্লাহ সহযোগিতা করবো।

ধন্যবাদ ভাইয়া

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম আপা।
সবসময় সুন্দর।
অনেক অনেক দোয়া রইলো।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ্ওয়ালাইকুম আস সালাম ভাইয়া
জাজাকাল্লাহ খইর

অনেক ভালো থাকুন

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৬

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ নয়......

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩০

শায়মা বলেছেন: সবুজ সুন্দর!!! :)

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
কেমন আছো?

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সেলিম ভাইয়া

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৩

অস্বাধীন মানুষ বলেছেন: চমৎকার হয়েছে কাব্য।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মানুষ
ভালো থাকুন

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩০

আজব লিংকন বলেছেন: সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ লিংকন ভালো থাকুন

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই সবুজে ঘেরা বাংলা আমাদের আরো সবুজ হউক। আপনার কবিতাও ছবিটি ভীষণ ভাবে টানে আমায়।

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালা থাকুন সবাইকে নিয়ে ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.