নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মানবতার ফুল ফুটুক=

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪০



ন্যায়ের পাল্লা ভারী হোক, অন্যায় পড়ুক মুখ থুবড়ে,
বিচার হোক আবরারের হত্যাকারীদের,
বিচার হোক সেই ধর্ষকদের যারা কেড়ে নিয়েছে প্রাণ
তনু মিতু তানিয়াদের!
বিচার হোক গুম খুন হত্যাকারীদের।

ফাঁসির আদেশ যেমন হয়েছে মিন্নির,
তেমন আদেশই শুনতে চাই, সিলেট কলেজের সেই ধর্ষকদের,
বিচার হোক রাজন হত্যার;
ন্যায়পরায়নতা মুখ তুলে দাঁড়াক স্বাধীন পতাকার ছায়াতলে।

মানবতা পিছু ফিরে দেখুক দেশটিকে আমার
যেভাবে গলা টিপে ধরেছিলো ধর্ষক সেই ধর্ষিতার,
তেমন করে সু আইন গলা টিপে ধরুক ধর্ষকদের,
তড়পিয়ে মারুক যেমনটি অন্যকে কষ্ট দিয়ে মেরেছিলো খুনি।

আর নয় ধর্ষণ, আর নয় গুম খুন, রাহাজানি, দাঙা হাঙামা,
বিচার হোক, সুবিচার, যে বিচারের রায়ে হেসে উঠবে আপামর জনতা,
দেশ আমার হেলাফেলার নয়, রক্তে কেনা স্বাধীনতা,
সে স্বাধীনতায় ছায়ায় অপরাধী না লুকাতে পারুক আর মুখ।

ভেজাল মিশিয়ে যারা হয় নিরব ঘাতক,
তাদেরও আনা হোক বিচারের আওতায়,
ফাঁসির চেয়েও অতি কষ্টের শান্তি তাদের জন্য হোক নির্ধারিত,
লোক টকিয়ে যারা উঁচু প্রাসাদে করে বসবাস,
বিচার হোক তাদের,
বিচার হোক টেন্ডারবাজদের, বিচার হোক ঘুষখুরদের ।

ন্যায়ের নায়ে ভাসুক দেশ আমার,
মানবতার ফুল ফুটুকু দেশের আনাচে কানাচে অলিগলিতে,
যুদ্ধ নয় শান্তি, অন্যায় নয় ন্যায়, মিথ্যে নয় সত্য,
দ্বন্দ্ব নয় সমঝোতা, মন্দ নয় ভালোর সাথে হেঁটে যাক
রক্তের দামে কেনা আমার সোনার বাংলাদেশ।
©কাজী ফাতেমা ছবি
(০৭-১০-২০২০)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মশিউর ভাইয়া
ভালো থাকুন

২| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৮

ছোট কাগজ কথিকা বলেছেন: এই কবিতায় সমাজে ন্যায়বিচার, মানবতা, এবং অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের আহ্বান স্পষ্ট। কবি অত্যাচার, গুম, ধর্ষণ, এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা চেয়েছেন। হৃদয়স্পর্শী এই কবিতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছে।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন

৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৯

আজব লিংকন বলেছেন: নিরপেক্ষ শাসন ব্যবস্থা চাই।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের দেশে এ হওয়ার নয়
স্বার্থপরে ভরা দেশ

ধন্যবাদ আপনাকে

৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:




আপনি ও সেলিম আনোয়ারের মতো লোকজন সরকারী চাকুরীতে থাকায়, দেশের মানুষের ১২টা বাজছে।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেমনে বাজছে। কার বারোটা বাজাইছি কইছাইন দেহি

৫| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৬

ডার্ক ম্যান বলেছেন: বইন, এখন কিছুদিন ইসলামিক কবিতা লিখেন ।

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই তো লিখি। আমার মন মন যা চায় তাই লিখি

৬| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৮

ডার্ক ম্যান বলেছেন: সাংবাদিক ঝর্ণা রায় তাঁর স্বামী ও পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে খাচ্ছিলেন। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ‘মাথায় কাপড় না দিয়ে বেহায়ার মতো রাস্তার পাশে বসে খাচ্ছে, লজ্জা শরম নেই’ বলতে বলতে চলে যান।

ঝর্ণা রায় ফেসবুকের এক পোস্টে এ কথা উল্লেখ করে লিখেছেন, ‘মাথায় কাপড় না দেওয়ায় যা বললেন, তা নাহয় আর না–ই বললাম। কী খাব চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছিল খাবারে।’ গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে রাজধানীর ওয়ারীতে এ ঘটনা ঘটে।
ওড়না নেই কেন, মাথায় কাপড় নেই কেন

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পোস্টের সাথে এই মন্তব্য বুঝলাম না

মেলাতে পারছি না

৭| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৩

ডার্ক ম্যান বলেছেন:

২য় কমেন্ট এর কারণ হল, আপনার কবিতা পড়ার সময় প্রথম আলোর এই নিউজ চোখে পড়লো।
আপনার কবিতায় আপনি মানবতা খুঁজে বেড়াচ্ছেন মানুষকে মানবিক হতে বলছেন। কিন্তু বর্তমানে তা ঘটছে তার উল্টো তাও ভয়ানক ভাবে।

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের ভয়ানকের চেয়ে অনেক কম হচ্ছে। আর যা হচ্ছে সেগুলো লীগ ভাইয়ের সংশ্লিষ্ট থাকেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.