নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=গোলাপী পাপড়িতে লিখে রাখি আল্লাহর নাম=

০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১



আমি মুগ্ধতায় হই বিভোর,
তাঁর দয়াতেই দেখি নিত্য আলো ফুটা ভোর,
আমি স্নিগ্ধ আবেশ গায়ে মেখে মুখে নিই আল্লাহর নাম,
কী সুন্দর সৃষ্টি তাঁর, কত নিয়ামতে ভরা এই ধরাধাম।

ফুল ভালোবাসি, জলে ভাসা শাপলা পদ্ম,
অনুভূতিতে জাগিয়ে রাখি আল্লাহর প্রেম, মানুষ নই আমি ছদ্ম;
ভালোবাসি স্বচ্ছ জল পুকুর, ভালোবাসি বিল ঝিল,
ভালোবাসি সূর্যের আলো জলের আয়নায় ঝিলমিল।

রবের সৃষ্টি এই সুন্দর দুনিয়া,
তাঁর সৃষ্টির সৌন্দর্য দেখে মন জমিনে যাই স্বপ্ন বুনিয়া,
এই আকাশ নক্ষত্র গ্রহ আসমান জমিন, পাহার সমুদ্দুর
ভালোবাসি দিনের বুকে তার দেয়া রহমতের রোদ্দুর।

সবুজ সমারোহ দুনিয়ার বুকে, তাঁর হুকুমে নড়ে স্থির বৃক্ষ তরু,
পাপের সীমা বেড়ে গেলে তিনি দুনিয়ার বুকে দেন নামিয়ে সহসা মরু;
তাঁর নিয়ামত ভুলে গেলেই হন ভীষণ ক্ষুব্ধ
দুনিয়ায় নামিয়ে দেন মহামারী, আমাদের হয় না এ শাস্তি উপলব্ধ।

তিনি তুষ্ট হলে, জীবনজুড়ে দেন দয়া ঢেলে,
তাঁর দেয়া জীবন নিয়ে আমরা মোহ আকাশে উড়ি ডানা মেলে,
ভুলে যাই রহমত নিয়ামত তাঁর
ভুলি দয়া প্রভুর, পাপের নদীতে নিরিবিলি কাটি সাঁতার।

জীবন নদীতে যখন উঠে অসুখের ঢেউ,
কী অনুতাপ! মন যায় পুড়ে, সে অনুতাপ তিনি দেখেন, জানে না কেউ;
ক্ষমা চাইলেই যে তিনি খুশি,
অসুখের বেলা আমরা রবের নামই বুকে পুষি।
©কাজী ফাতেমা ছবি
(২৬-১০-২০২১)

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৩

কথামৃত বলেছেন: দুনিয়ায় নামিয়ে দেন মহামারী, আমাদের হয় না এ শাস্তি উপলব্ধ
খুবই সুন্দর লেখা।

আপনার লেখা অনেক দিন পরে দেখলাম, ভালো লাগলো।

১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মৃত। ভালো থাকুন

আবার আসবেন ব্লগে।

২| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



মানুষের টাকায় বেতন পান, মানুষের কথা লিখেন; আল্লাহ আপনার বে্তন দেন না।

১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহই আমারে বেতন দেন । আপনের কোনো অসুবিধা?

৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

সাইফুলসাইফসাই বলেছেন: সকল প্রশংসা আল্লাহর- খুব সুন্দর লেখা বোন

১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সাইফ ভাইয়া সবাইকে নিয়ে।

৪| ১০ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৪

আমি সাজিদ বলেছেন: চুনারুঘাট আর যান নাই? চা বাগানের কয়েকটা ছবি দিতেন। ভাই কেমন আছেন?

১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গিয়েছিলাম কয়েকদিন আগে। ওরে বাপরে কী গরমটাই না পড়েছিল। আব্বার চোখের ছানি অপারেশন করার জন্য গিয়েছিলাম। তাই চা বাগানে যাওয়া হয়নি। তবে ছবি আছে। দেয়া হয়নি এখনো।

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।

৫| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর লিখেছেন!

১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক অনেক

৬| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৫

ফেনা বলেছেন: আসসালামু আলাইকুম ওয় রাহমাতুল্লাহ

অসাধারণ গুণ এবং আল্লাহর রহমতের বর্ণনা।
কেমন আছেন?

১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
জাজাকাল্লাহ খইর।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি
আপনি কেমন আছেন ভাইয়া?

৭| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

Salina Alam বলেছেন: মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফি।

১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.