নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চলছে দাঙা হাঙ্গামা, তাতে কী=

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬



সমাবেশ, মহা সমাবেশ, চলছে পুলিশের লাঠিপেটা
কেউ চায় ক্ষমতা, কেউ চায় চুকে যাক ক্ষমতার লেটা,
আমরা চায়ে ঠোঁট ডুবিয়ে টিভি চ্যানেলে রাখি চোখ,
কখন কী ঘটে যায়,দেখতে অপেক্ষায় হয়ে আছি উন্মুখ!

দাঙ্গা হাঙ্গামা সে চলবেই ক্ষমতা মুঠোয় রাখার জন্য;
কেউ ক্ষমতা টিকাতে হয়ে ওঠে বন্য
কেউ গা বাঁচিয়ে হেঁটে যায় নিজ স্বার্থ মনে রেখে;
কেউ মন্দ কান্ড ঘটিয়ে
ক্ষমতার চাদরে নিজকে রাখবে ঢেকে।

এই তো সমাজ, এইতো ক্ষমতার লড়াই
শাসন, শোষন, মঞ্চ সভায় মানুষের ঠোঁট যেন জ্বলন্ত কড়াই
জ্বলবে আগুন ঘরে ঘরে মিছিল মিটিং
চড়াই উৎরাই পার হয়ে কেউ কেউ হয়ে উঠে ক্ষমতায় কিং।

আমরা দেখি এসব
বসিয়ে চায়ের উৎসব
আলোচনা সমালোচনায় আসর করে তুলি মূখর
চার দেয়ালে বন্দি রাখি প্রতিবাদী চেতনা;
আমাদের জানের ডর।

সময় চলে যায়, রোদে ঘেমে নেয়ে মানুষ'রা ফিরে যাবে নীড়ে
কেউ পাবে কিছু কড়ি, কারো ক্ষমতার লোভ ধরবে ঘিরে
যে যার চিন্তায় মশগোল;
সেই চিন্তা চেতনা শেষে রাজপথে বাঁধাবে ফের গন্ডগোল।

এবেলা চা খাই, ছুটির সময়গুলো করে তুলি চাঙা
টিভিতে চোখ রেখে দেখে যাই রাজপথের দাঙা
থেমে যাবে সব বিকেল নেমে আসলেই, কেউ হবে সফল,
সমাবেশের ছায়ায় এসে হয়তো ক্ষমতা টিকাতে
বেড়ে যাবে কারো মনোবল।
©কাজী ফাতেমা ছবি
(২৮-১০-২০২৩)


গত বছর এই সময়ে কী দুযোর্গটাই না গেল। মানুষ ভয় পেত। কথা বলতো না। কেবল দেখে যেত। আমরাও চুপচাপ দেখতাম।

ঢাকার আকাশ কালো হয়ে গিয়েছিল।

https://fb.watch/vv83-x-NqJ/

চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৯

মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর লেখা ।

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মায়া।

গত বছর এমন ঘটনা ঘটেছিল

২| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৮

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ নয়।

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জটিল ভাইয়া

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.