নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফুলের মত সুন্দর স্বচ্ছ রাখুন মন= (ছB Bloগ)

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৮

০১।


=ভাইবোনেরা বন্ধু ও সখিরা=
এসো আড্ডা বসাই, গা ছুঁয়ে রই, ঝুমকো ফুলের মত
গল্প করি মেয়েবেলার, সুখ যা হয়েছে গত
এসো কাছে ও সখীরা, কোথায় তোমরা আছো,
একলা একা বিষণ্ণতা তাই নিয়ে কী বাঁচো?

০২। =এই বসন্তে দেবে আমায় পলাশ রাঙা শাড়ী=
মন নদীতে ঢেউ উঠেছে বন্ধু এসে থামাও
ঢেউয়ে ভাসি ঢেউয়ে ডুবি, ধরে ডাঙায় নামাও!
মনের শাখে পলাশ ফুল'রা পাপড়ি মেলে ফুটে;
পলাশ রঙা শাড়ী না দাও মন যাবে যে টুটে।



০৩। =সকালের আলোও তো হয় হলুদ রঙা=
এই তুমি হলুদ রঙ ভালোবাসো? যেমন গাঁধা;
পূর্বাশার মিহি আলো কী তোমার চোখে লাগায় সুখ ধাঁধা;
ফযর পড়েই তুমি কী আকাশ দেখো? নিস্তেজ সূর্য!
গাছে গাছে পাখিদের কলকাকলীর সুর আহা
মনের তারে বাজে কী সুখ তূর্য?



০৪। =গোলাপের ঘ্রাণ মাখানো প্রহর দিলাম তোমায়=
বুক পকেটে গুঁজে রেখো, ঘ্রাণ পাবে, মন হবে ভালো,
বাড়বে কাজের গতি, মনের বাড়ী হবে সুখেতে আলো;
হালকা সবুজ ফতোয়া পরেছো কী?
নাকি শার্ট প্যান্টে বাবু আছো সেজে?
এমন ড্রেসে কী করে দেই একটা গোলাপ গুঁজে?



০৫। =কানে গুঁজে দাও হলুদ করবি=
চাই না হেমের দুল
চাই না রঙিন ফিতায় সাজাও চুল,
কানে গুঁজে দাও এক গুচ্ছ হলুদ করবি ফুল,
ভালোবেসে পাগল করে দেব, বুঝো না ভুল।



০৬। =মিষ্টি রঙের গোলাপ দেব=
গোলাপ বেলী গাঁদা দেব, মনটা তোমার দেবে নাকি?
গোলাপ নিয়ে হাতে বন্ধু দেবে নাতো আমায় ফাঁকি;
মনদানিতে রেখে দিয়ো, ভালোবাসার জলও দিয়ো;
তোমায় তবে ডাকবো গোলা তুমি আমার ওগো প্রিয়।



০৭। ©কাজী ফাতেমা ছবি
=মন বসন্ত রঙে সেজেছে আজ=
সবুজ জামায় গাঁদা রঙ ফুল, মন যেন বসন্ত;
রঙের ছোঁয়ায় উড়াল পাখি আজ এ মনতো,
গাঁদার পাপড়ি ছুঁয়েছে মন, মনে জমা ফাগুন রঙ
মন জমিনে প্রকৃতি বসালো সুখের আড়ং।



০৮। =চন্দ্রমল্লিকার পাপড়িতে কী মুগ্ধতা=
হে মহান রব, তোমার সৃষ্টির সৌন্দর্য এই ফুল;
তোমার দয়াতেই সে পাপড়ির ডানা মেলে, ভুল নাই এক চুল;
হে মহান প্রভু, দৃষ্টিতে দিয়েছো তোমার নূরের আলো;
তোমার সৃষ্টি এই দুনিয়া, ফুল ফল দেখি লাগে ভালো।



০৯। =ঝরা পাতার গল্প অথবা ঝরা ফুল=
একদিন ঝরে যেতেই হয়, আয়ূ ফুরালে;
পাতাদের রঙ কমলা হয়, বয়সের রঙ কী তবে?
বয়স ফুরালে জরাজীর্ণ মুখোচ্ছবি আর
পাতারা নেয় রঙবাহারী রূপ!



১০। =শুনো, এদিকে এসো=
মন উঠোনে রুয়ে দিয়ো
ও প্রিয়
কিছু নয়নতারা, কিছু পাতাবাহার,
চাই বুনে দাও সবুজের পাহাড়!

একটি মেহেদি গাছ, পাতায় পাতায় ভরা,
কিছু সন্ধ্যা মালতি, দিয়ো প্রেম রোদ্দুর
বুনে দিয়ো ও প্রিয়.... কিছু বেলীর চারা ত্বরা,
মন করে দিয়ো প্রিয় উচ্ছলতার সমুদ্দুর।




মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৩

মায়াস্পর্শ বলেছেন: আপু, ফুলের মতো স্বচ্ছ কিভাবে রাখবো ? ফুল নিজেই তো স্বচ্ছ নয় , রঙিন। B-)
আমাদের পরিবেশের যে অবস্থা তাতে আপনি চাইলেও মনকে ফুলের মতো সুন্দর আর রঙিন রাখতে পারবেননা।
আপনার লেখা এবং ছবি তোলা দুটোই দুর্দান্ত।

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ তাইতো। তবে পরিচ্ছন্নতাই স্বচ্ছতা। মন যাদের পরিচ্ছন্ন তারা ভালো মানুষ। সুন্দর রাখা যায় না মানুষের লাইজ্ঞা

থ্যাংকিউ সো মাচ। অনেক ভালো থাকুন

২| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সব সুন্দর কিন্তু গন্ধ পাচ্ছি না
ভাল থাকবেন---------

৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: গন্ধ পাবেন ফুলের বাগানে যান এখন

৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৭

জুল ভার্ন বলেছেন: ফুলেল কবিতার জন্য ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন

৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সাইফুলসাইফসাই বলেছেন: পড়তে পড়তে ফুলে মত রঙিন হয়ে গেছে মন

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফূল ভাই
ভালো থাকুন

৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

শায়মা বলেছেন: এত সুন্দর সুন্দর ফুলের ছবি।

তবে একে তাকে এনে দাও এনে দাও বলে চাও কেনো আপুনি কবি??


নিজে নিজেই নিজেকে দিয়ে দাও ফুল
আর ন করো হ্যারে ত্যারে কাছে চাইয়া ভুল। :)

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা কথার কথা.... এসব আমি নিজের জন্য নিজেই আনি, নিজেকে উপহার দিই

থ্যংকিউ সো মাচ
ভালো থাকো আপুনি

৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা ও ছবি :)

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মনিরাপি
ভালো থাকুন অনেক অনেক

৭| ২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম প্রিয় আপা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।
মাশায়াল্লাহ কতো সুন্দর সুন্দর ফুল। সবার মন যদি ফুলের মতো সুন্দর আর স্বচ্ছ হয়, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে।
নয়নতারা ফুলটা এখনও আমাদের উঠোন বাগানে আছে। এটা আমাদের এলাকায় আঞ্চলিক নাম বিস্কুট ফুল। :D

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। জাজাকাল্লাহ খইর

বিস্কুট ফুল এই প্রথম শুনলাম। মজাদার নাম
ভালো থাকুন ভাইয়া

৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর হয়েছে।

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাসু মামা
ভালো থাকুন অনেক অনেক

৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছবি ব্লগ ভালো হয়েছে। আমি কিছু ছবি সংগ্রহ করার চেষ্টা করছি, ছবিগুলো সংগ্রহ সম্পূর্ণ হলে আমি ব্লগে পোস্ট দিয়ে দিবো। আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন বোন। আপনিও ভালো থাকুন।

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাইয়া অনেক ভালো থাকুন। ব্লগ পোস্টের অপেক্ষায় রইলাম
ফি আমানিল্লাহ। অনেক দোয়া রইল

আল্লাহ সুস্থ রাখুন স্বপরিবারে

১০| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৫৬

জটিল ভাই বলেছেন:
ছবির চেয়ে সুন্দর নয় :)

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবে ফাতেমার চেয়ে সুন্দর

থ্যাংকিউ সো মাচ

১১| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবির চেয়ে সুন্দর নয় :)

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস । ছবি অনেক সুন্দর

থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.