নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=না যেয়ো না=

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২১



যাচ্ছ কোথায় আমায় ফেলে
একটুখানি দাঁড়াও তুমি
রাগ করেছো, না অভিমান?
বিষাদ ভরা মনের জমি?

ডাকছি পিছু, শুনো কথা
মান অভিমান থাকবে সেতো
বলতে যদি খুলে সেসব
প্রেমে নতুন মাত্রা পেত।

চুপটি করে যাচ্ছো চলে
দাঁড়াও বন্ধু ডাকছি পিছু
রাগ করো না, যাও না শুনে
ভালোবাসার কথা কিছু।

কোথায় যাবে ফেলে আমায়
পিছু আসছি দেখো চেয়ে
হেঁটে না হয় পাশাপাশি
জীবনের গান যাব গেয়ে।

কথা কেন বলছো না কো
খুব বিরক্ত আমার উপর?
দাঁড়াও একটু দিই পরিয়ে
আজকে মাথায় প্রেমের টোপর।

হাঁটছো একা, পাচ্ছো না ভয়
পেত্নি তোমায় ফেলবে খেয়ে
ভূত'রা এসে ভয় দেখাবে
পথে তোমায় একা পেয়ে।

এই শুনো না দাঁড়াও বলছি
রাগ করে না লক্ষী সোনা
আজকে না হয় আমায় নিয়ে
মনেতে হোক স্বপ্ন বোনা।
©কাজী ফাতেমা ছবি
৩০-১০-২০২৩

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯

নিলঞ্জনা বলেছেন: অসাধারন।

৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ নীলাঞ্জনা আপু
ভালো থাকুন

২| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৮

সাইফুলসাইফসাই বলেছেন: অতিশয় সুন্দর মনের দোলা

৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৭

আজব লিংকন বলেছেন:
"হাঁটছো একা, পাচ্ছো না ভয়
পেত্নি তোমায় ফেলবে খেয়ে " হা হা হা... ছবি আপা এইসব পেত্নীর হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে?
কবিতাটা অনেক ভালো হয়েছে।। পড়ে অনেক আনন্দ পেয়েছি।।

৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: পেত্নির মনের খোঁজ নিতে হবে। তাকে ভালোবাসতে হবে। তার কথার মূল্য দিতে হবে :)

থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন ভাইয়া

৪| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৪

এম ডি মুসা বলেছেন: যাচ্ছ কোথায়/ আমায় ফেলে/
একটুখানি /দাঁড়াও তুমি/
রাগ করেছো,/ না অভিমান?/
বিষাদ ভরা /মনের জমি?

ডাকছি পিছু, /শুনো কথা/
মান অভিমান/ থাকবে সেতো/
বলতে যদি/ খুলে সেসব/
প্রেমে নতুন /মাত্রা পেত।

চুপটি করে /যাচ্ছো চলে
দাঁড়াও বন্ধু /ডাকছি পিছু
রাগ করো না, /যাও না শুনে
ভালোবাসার /কথা কিছু।

কোথায় যাবে /ফেলে আমায়
পিছু আসছি /দেখো চেয়ে
হেঁটে না হয় /পাশাপাশি
জীবনের গান /যাব গেয়ে
অনেক দিন পরে ৪ মাত্রার স্বরবৃত্তের
আধুনিক নতুন ধারার কবিতা পড়লাম।

ভালো লেগেছে যতটুকু তারচেয়ে ভালো লেগেছিল, কবিতার ছন্দ

৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

Salina Alam বলেছেন: মাশাআল্লাহ, বারকাল্লাহ ফি

০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর
ভালো থাকুন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.