নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ঘুম ভাঙ্গিয়ে দিলে সহসা=

০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫০



কার্তিকের সকাল, হিমাবেশ, ঘুমে বেঘোর
নিস্তব্ধ পরিবেশ, এই কাক ডাকা ভোর,
দখিন বারান্দার পর্দা দিলে সহসা খুলে,
দিলে তো বাপু ঘুম থেকে তুলে!
এবার চা করো দেখি!

ছুটির আরাম চোখের পাতায়, আমি নিঝুম পুরীতে
ঘুমের বাজালে বারো, যেন এক থুড়িতে,
চা না করলে পান এবেলা,
চোখ আলোয় যাচ্ছে না মেলা,
চা দাও, এ আবদার নয় মেকি।

বিছানা ছেড়ে না উঠার বাহানায় মন দাও
নইলে চা দাও, ঘুম করো চোখের উধাও,
সময় করে দাও ফুরফুরে,
এই সকালে গজল ছেড়ে দাও মিহি সুরে
অথবা চা চাই,এছাড়া শান্তি নেই এক সিকি!

বারান্দায় চেয়ার পেতে দুজন, চা হাতে,
দেখি দৃষ্টি মেলে কে জেগেছে এই প্রাতে,
দেখি পাখিরা মেলেছে কী না ডানা,
রক্তিম আভা আকাশে দিয়েছে কী না হানা
এসো মনের খাতায় মুগ্ধতার গল্প লিখি।

শরীরে উষ্ণতা নিয়ে চলো মনে আরাম পুষি,
এই সকালে তোমা হতে কিনি এক কাপ খুশি,
দেবে চা করে তৈরি
নইলে মনের হাওয়া বৈরী,
চুপ তুমি একি!

©কাজী ফাতেমা ছবি
(০৫/১১/২০২২)

চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
চায়ের কাপে টুংটাং সুর-৩

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮

কালো যাদুকর বলেছেন: স্বামীরা এমনি হয়, কথা শোনা না। :) চমৎকার চায়ের কবিতা পড়ে, চায়ের তৃষ্ণা হছে।

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কথা শুনে। খালি সেবা চায়। সেবা তো দিতে চায় না। বদের বদ

থ্যাংকিউ সো মাচ ভাইয়া

২| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৮

জুল ভার্ন বলেছেন: স্বামীর আর এক নাম "দোষ মিয়া"!

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বদ মিয়া বললে আরও ভালো হইতো :)

থ্যাংকিউ সো মাচ

৩| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৯

কিরকুট বলেছেন: শেষ ছয় লাইন অপ্রাসঙ্গিক । ছয় লাইন বাদে বাকি কবিতা সুন্দর হইছে ।

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাদ দিছি
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩

সাইফুলসাইফসাই বলেছেন: দারুণ

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা সেই সংগে চা'র রং দেখে বড্ড পান করতে ইচ্ছে করছে।





একটা কথা হলো কী, দুনিয়ার তামাম স্ত্রীদের কাছে স্বামী একটা অপদার্থ! :D

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপদার্থ ঠিক না বদ বেডা। সেবা চায় । সেবা দিতে চায় না। বউয়ের মনের খোঁজ নেয় না।

এই চা টা খুব মজা হইছিল।

ধন্যবাদ আপনাকে

৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৭| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৬

জিনাত নাজিয়া বলেছেন: আপু,চা টা খেতে কেমন হয়েছে সেটা তো বললেনা। সুন্দর কবিতা, ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক মজা হইছিল। তাছাড়া আমি দুধ চা কড়া লিকার দিয়ে বানাই খেতে মজা হয়।

ধন্যবাদ আপুন। ভালো থাকুন

৮| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৭

আজব লিংকন বলেছেন: কি কাকতালীয় ঘটনা। লেখাটা যখন পড়ছি আমার হাতে চায়ের পেয়ালা।
আপা ভাইজান চা কেমন বানান?

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাহলে তো ভালোই হলো।

ভাইজান জীবনে এক দিন চা খাওয়াইছিল। জ্বর ছিল আমার। মোটামুটি ভালো হইছে রং চা

থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.