নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তুমি রহিম, তুমি রহমান=

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩



মহান আল্লাহ তা'লা,তুমি রহমান
পৃথিবীতে যত প্রাণ,আছে বহমান
গুনগান গায় প্রভু,সবে নিরবধি
এই পাহাড় পর্বত,সাগর ও নদী।
বিশ্বজাহানের প্রভু,তুমি অধিপতি
করেছো দান মোদের,দুই চোখে জ্যোতি
সৃষ্টির মহিমা চোখে,দেখি অবিরত
বৃক্ষতরুলতা সব, প্রভু ধ্যানে রত।

তুমি মহান আল্লাহ,ধরার মালিক
যা আছে ধরার মাঝে,সবের খালিক
ইশারাতে চলে ধরা,যখন যাহা চাও
পাপে শাস্তি দুনিয়ায়,ইচ্ছে যদি দাও।

গুনাহগার যে আমি, চোখে দাও আলো
করুণা দিয়ো আমায়, রেখো তুমি ভালো।

©কাজী ফাতেমা ছবি
১০/১১/২০১৬

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১

জটিল ভাই বলেছেন:
প্লিজ আপা.... নতুনের জয়গান চাই.....

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা দেখি কী করা যায়। থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

২| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬

জুল ভার্ন বলেছেন: প্রার্থনা কবুল হোক।

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ভাইয়া

৩| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন পাশেই থাকুন

৪| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

আমি সাজিদ বলেছেন: চমৎকার

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক।

৫| ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৬

আহরণ বলেছেন: জীঁ............. বাংলাদেশ, উত্তর আফ্রিকা ও পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ-লক্ষ শিশু না খেয়ে মরছে। আর আপনার রহমান/বহমান ঘুমাচ্ছেন। এই তো? ইমোশন বাদ দিয়ে be logical, please!!

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে ঠিকাছে আচ্ছা ইয়েস
:)

৬| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: সুন্দর লিখেছেন। আমিন।

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন । জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন

৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪০

ডঃ এম এ আলী বলেছেন:




"তুমি রহিম তুমি রহমান" কবিতাটিতে আল্লাহর গুণ ও তাঁর করুণা এবং দয়ার কথা সুন্দরভাবে তুলে ধরেছেন।
কবিতায় আল্লাহকে রহিম ও রহমান নামে সম্বোধন করা হয়েছে, যা কুরআনে আল্লাহর অন্যতম গুণবাচক নাম
হিসেবে বর্ণিত। আল্লাহর এ দুটি গুরুত্বপূর্ণ গুণ ইসলামের মূলমন্ত্রের সাথে সংগতিপূর্ণ।

কবিতায় আল্লাহর প্রতি বিশ্বাস এবং গভীর প্রেমের প্রকাশ ঘটিয়েছেন। কবিতায় "তুমি" শব্দের ব্যবহার আল্লাহর সাথে
এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সূচক। এটি আল্লাহর প্রতি গভীর আত্মসমর্পণ এবং শ্রদ্ধার পরিচয় বহন করে। আপনি
আল্লাহকে এতটাই কাছের করে দেখেছেন যে, পাঠকের মনেও এক অন্তর্গত ভক্তির সঞ্চার করেছেন।

এই কবিতার ভাষা ও ছন্দ অত্যন্ত সহজ এবং সুরেলা, যা পাঠককে এক ধ্যানমগ্ন অবস্থায় পৌঁছে দেয় বলেই মনে করি ।
প্রতিটি শব্দ গভীর অর্থবহ, এবং এতে ভক্তির এমন এক প্রবল প্রকাশ আছে যা পাঠককে ভাবতে বাধ্য করে আল্লাহর
অনন্ত দয়া এবং ভালোবাসা সম্পর্কে।

কবিতাটির মূল বার্তাই হলো, আল্লাহর রহিম এবং রহমান গুণাবলি আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত হয়।
আল্লাহ সর্বদা তাঁর সৃষ্টির প্রতি সদয় ও করুণাময়। এ কবিতা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা
এবং তাঁর দয়া ও ক্ষমার প্রতি আস্থা রাখার বার্তা দেয়।

এই কবিতার মাধ্যমে আপনি আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা, ভক্তি এবং আত্মসমর্পণের অনুভূতি জাগিয়ে
তোলেছেন। কবিতায় বারবার আল্লাহর গুণাবলি স্মরণ করিয়ে দেয়, যা একধরনের আধ্যাত্মিক প্রশান্তির অনুভূতিও
প্রদান করে।

উপসংহারে বলতে পারি "তুমি রহিম, তুমি রহমান" কবিতাটি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আনুগত্যের নিদর্শন।
এটি কেবল একটি কবিতা নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিনম্রতা প্রকাশের মাধ্যম। আল্লাহর রহিম
এবং রহমান গুণাবলি অনুধাবন করে আমরা আমাদের জীবনকে আরো অর্থবহ ও সুন্দর করে তুলতে পারি।

দোয়া করি আল্লাহ আপনাকে কবিতাটির জন্য উত্তম প্রতিদান দিন – আমীন






১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করুন
জাজাকাল্লাহ খইর
আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।

ভালো থাকুন স্বপরিবারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.