নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
=মনটা এমন চাই=
এমন চাই মন, যেমন ফুটে থাকে ফুল
উচ্ছল, ফুরফুরে, রঙিন, থাকুক বুক জুড়ে কিছু ভুল;
এমন চাই মন, হাসি খুশি আর মুগ্ধতায় আক্রান্ত
থাকুক প্রজাপতি, উড়ুক চড়ুই, সজীবতায় পূর্ণ
থাকুক মনের শুরু হতে প্রান্ত।
বিভিন্ন সময়ে তোলা কিছু ফুলের ছবি। ছবিগুলো এস নাইন প্লাস দিয়ে তোলা। আশাকরি ভালো লাগবে।
০২। =মন ঘাসফুল না লিলিয়ামের মত হউক=
মন কেন ঘাসফুল হবে, পদতলে থাকবে সে
মন হোক লিলিয়াম এর মতন, উঁচুতে দাঁড়িয়ে যে থাকে হেসে
বড় পাপড়ি, বড় দিল
আমার সাথে লিলিয়ামের খুব মিল।
০৩। =গোলাপী রঙে মিশে আছে মন=
কী এক মিহি রঙ,গোলাপী রঙ নাম তার
সবুজের বুকে সে পাপড়ি মেলে কাঁটে সাঁতার;
মন আমার গোলাপী রঙে আজ আছে মিশে
আমিও ডানা মেলে দাঁড়াই, হারাই সুখের দিশে।
০৪। =একটি সূর্যমুখী যেন সকালের আলো=
তুমি কী ভোর দেখেছো?
চিনো কী ভোরের আলো?
কখনো মনে হলুদ স্বপ্ন এঁকেছো;
আচ্ছা সকালের আলো কী তোমার
লাগে ভালো?
সূর্যমূখী ফুলের রঙ চিনো? ভোরের আলোর সাথে আছে কী মিল?
হলুদ রঙ মন আমার...তুমি দুপুর আমি সকাল
সকাল ভাবলে মন, কী যে সুখ হয় দিলে ফিল।
০৫। =তুমি আমায় একটি বিকেল দেবে?=
বিকেল দাও আমায়, তোমাকে দেব ফুরফুরে একটি বেলা
যেখানে দাঁড়ালে ঠায়, মনে দেবে সুখের দোলা;
এক বিকেলে সবুজ মাঠে মন হারাবে, যেখানে মিহি রঙ ফুল ফুটে?
একটি স্নিগ্ধ প্রহর দেব তোমায়...তোমার বিষণ্ণতা যাবে
নিমেষেই টুটে।
০৬। =তুই অবহেলিত এক ফুল=
তুই নয়নের তারা, তুই অবহেলিত ফুল;
তুই মাটি ছাড়াও বেঁচে থাকিস, কী করে ভেবে পাই না কূল
তুই তোর সৌন্দর্য বিলাস অনায়াসে এখানে সেখানে,
তোকে যে পাই আমি সবখানে;
তুই আমার মত তুচ্ছ তাচ্ছিল্যেতায় বাস করিস
মনে তবু রঙিন স্বপ্ন হরদম গড়িস।
০৭। =নীল কেন বিরহ রঙ=
বেদনায় নীল হই কী না জানি না সে
হরদম বিরহকেই পাই পাশে;
নীল কেন পুড়ায় জ্বালায়
সুখ কেন আমি ছেড়ে পালায়।
নীল তো ভালোবাসার রঙ, নীল ভালোবাসি
সেই নীলই আবার কেড়ে নেয় ঠোঁটের হাসি।
০৮। =যদি ভালোবাসো আমায়=
গোলাপ দিয়ো
ও প্রিয়
যদি ভালোবাসো আমায় অল্প,
যদি বুকে জমা হয় প্রেমের গল্প;
রঙিন গোলাপ দিয়ো উপহার,
সে ফুল হোক তবে প্রেমের মনিহার।
০৯। =বুকের উঠোনে সুখ পাখিদের মেলা=
বুকের উঠোনে রুয়ে দিই সুখ ফুল
পাপড়ি মেলে সুখ ফুল'রা ফুটে,
অল্পতেই চোখে মুগ্ধতা পাই অতুল;
যত বিষাদ মনের, যায় নিমেষে টুটে।
১০। =ঘ্রাণে মাতাল একটি প্রহর আমার হউক=
এমন একটি প্রহর আমার হউক, যখন বসে থাকি কোথাও
গোলাপের ঘ্রাণ আসুক উড়ে, দীর্ঘশ্বাসগুলো হউক উধাও;
নাই বা থাকলো কেউ পাশে, এমন মূহূর্ত আমার কেবল;
আমি ফুলেল প্রহর চাই,সবুজ বাগান চাই, যেখানে ঘ্রাণ ছুটে আসে প্রবল।
১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া জি
২| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন দা
ভালো থাকুন
৩| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪
জুল ভার্ন বলেছেন: মুগ্ধতা।
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
৪| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪০
জটিল ভাই বলেছেন:
এই পোস্টটা খুবই আনন্দিত করলো ♥♥♥
১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জটিল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
বাহারী যতসব সুন্দর সুন্দর ফুলের ছবি সাথে ফুলের সাথে তাল মিলিয়ে সুন্দর কাব্য কথন । ফুলের ছবির সাথে
কাব্যিক গাথন দেখে ও তা পাঠে আমরা বেরসিক পাঠক হয়ে যাই বাক্যহারা , সুরহারা, ফুলের মাঝে ,ফুলের ভিতর
হারিয়ে গিয়ে নিরস বাক্যে ফুলের ও প্রকৃতি নিয়ে বলে যাই নিরস গদ্যময় কত কথা । সারা বেলাতো কাটে ঘরে
বাইরে ফুলের বাগানে তাদেরি পরিচর্যায় । যাহোক, এখানে পোষ্টে থাকা প্রতিটি ফুল নিয়েই বলে গেলাম কিছু
কথকতা ।
১. পোষ্টের প্রথম ফুলটি নিয়ে কথকথা
এটি এক সৌন্দর্যের পরাকাষ্ঠা, প্রকৃতির অমল রঙের তুলিতে আঁকা এক অপূর্ব ক্যানভাস। এই উজ্জ্বল গোলাপি
ফুলটির পাপড়ির নকশা যেন এক রঙিন খেয়ালে ভরা। প্রতিটি পাপড়ি এমনভাবে সাজানো যে, মনে হয় প্রকৃতি
নিজে এর প্রতিটি স্তরে তার মায়া মিশিয়ে দিয়েছে। সূর্যের কিরণে উজ্জ্বল হয়ে ওঠা এই ফুলটি যেন কালের বুকে
চিরকালীন এক সৌন্দর্যের ছাপ রেখে দিয়েছে। যেন এই ফুলটি বলছে, "আমাকে দেখো আর হারিয়ে যাও
প্রকৃতির গভীর ভালোবাসায়।"
২. দ্বিতীয় লিলিয়াম ফুলটি নিয়ে কথকতা
এই ফুলটিকে দেখে মনে হয় প্রকৃতির হাতে আঁকা এক সুন্দর ক্যানভাস। তার পাপড়িগুলো যেন সূর্যোদয়ের মতোই
উজ্জ্বল, আর গোলাপি রঙে লালচে আভা যেন তার শোভার প্রতীক। যেন কোন প্রেমিক তার ভালোবাসার সকল
আবেগ এই ফুলে ঢেলে দিয়েছে। প্রতিটি বিন্দুতে লুকিয়ে আছে গোধূলির স্পর্শ, যা ফুলটির নিঃশব্দ সৌন্দর্যকে
আরও প্রগাঢ় করে তুলেছে।এই ফুলটির দিকে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজে হাসছে, প্রশান্তি ছড়াচ্ছে, আর
চুপিচুপি বলছে—‘এই পৃথিবীটা এখনো সুন্দর’।
৩. তৃতীয় ফুলটি নিয়ে কথকথা
ফুলটি যেন প্রকৃতির কোমল ভালোবাসার ছোঁয়া, যার প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে রঙিন প্রার্থনা। এর সুবাসে
জড়িয়ে থাকে স্নিগ্ধ ভোরের মিষ্টি মায়া আর আলোয় ভাসা এক মুগ্ধকর আহ্বান। ফুলটি নিজের ক্ষুদ্রতাকে যেন
মহিমায় পরিণত করেছে, যেন বলে, "যে ক্ষণিকের, সেও সুন্দর হতে জানে।"
৪. এই সুর্যমুখী ফুলটি নিয়ে কথকতা
এই ফুলটি যেন প্রকৃতির গহীন মনের এক শান্ত অথচ স্পন্দিত স্বপ্ন। প্রতিটি পাপড়িতে সে আঁকে নীরবতা আর রঙের
গল্প, তার সুবাসে মিশে থাকে নিস্তব্ধতার সুর। এর কোমলতায় খুঁজে পাওয়া যায় জীবনের অনন্ত মাধুর্য, আর এর
সৌন্দর্যে মিশে থাকে এক অদৃশ্য মাধবীর টান। মনে হয়, এই ফুলটি নিজেই যেন এক অমলিন কবিতা, যা সময়ের
ওপারে বসে ধীরে ধীরে তার নিজের সুরে নিজেকে গাইছে।
৫. এই ফুলটি নিয়ে কথকথা
এই ফুলটি যেন প্রকৃতির এক নীরব কাব্য—নির্মল, মায়াবী। তার পাপড়ির কোমল পরতগুলোতে লুকিয়ে আছে
আলোর হাসি আর রঙের মিষ্টি সৌন্দর্য। বাতাসের ছোঁয়ায় তার দোলার ছন্দ যেন কোনো স্নিগ্ধ সুর। এ ফুলের দিকে
তাকালে মন যেন হারিয়ে যায় অন্য এক স্বপ্নিল জগতে, যেখানে সবকিছু মধুর, শান্ত; কোনো তাড়না নেই, নেই
কোনো অবসাদ। শুধু নিখাদ সৌন্দর্যের মায়াবী ছোঁয়া, হৃদয়ের গহীনে শান্তির এক অনাবিল বার্তা।
৬. এই ফুলটি নিয়ে কথকতা
নয়নতারা, তোমার ঐ কোমল পাপড়িগুলি যেন আকাশের শান্তি নিয়ে নেমে এসেছে ধরার বুকে। তোমার রঙে মিশে
আছে সূর্যের আলো আর শিশিরের স্বচ্ছতা, যেন প্রতিটি পাপড়ির কোণায় কোন এক অপার্থিব গল্প বুনে রাখা।
তুমি অনন্ত ঔজ্জ্বল্যের প্রতীক হয়ে, চারপাশকে অনাবিল করে দাও। তুমি যে এভাবে নিঃশব্দে প্রস্ফুটিত, তার
মাঝেই আছে তোমার সৌন্দর্যের এক নীরব কাব্য—তোমার সৌন্দর্যের মতোই মায়াবী, নিস্তব্ধতা ভরা।
৭. এই নীল ফুলটি নিয়ে কথকতা
নীল ফুলটি যেন এক স্বপ্নের খেয়াঘাট, যেখানে নীল আকাশের কোমলতা মাটির বুকে নেমে এসেছে। তার পাপড়িতে
জড়ানো এক রহস্যময় স্নিগ্ধতা, যেন শান্ত স্রোতে ভাসমান এক আভিজাত্য। এই ফুলটি আকাশের সাথে প্রতিশ্রুতি
বেঁধেছে - মাটির থেকে মুক্তি পাবার নয়, কিন্তু আকাশের রঙ ধারণ করবে চিরকাল।
৮. এই গোলাপ ফুলটি নিয়ে কিছু কথকথা
রঙিন গোলাপ, তুমি যেন এক রহস্যের চুম্বক, তোমার পাপড়ির রঙে যেন প্রেমের গভীরতম সুখ,
বর্ণের এই খেলা, যেন মেঘের মাঝে রঙধনু, তুমি দূর আকাশে ছোঁয়াও ভালোবাসার মধুর স্বপন মুহুর্মুহু।
তোমার সৌরভে বাতাসও হয় মোহময় ভারী, কেমন করে জাগাও তুমি মনের গহীনে স্বপ্নের বাহারি,
তুমি প্রেমের প্রতীক, তুমি রহস্যের ইশারা, তোমার রঙে রাঙে জীবন, ভালোবাসার হিমেল ধারা।
৯. এই সুখ ফুলটি নিয়ে কথকথা
সুখ ফুলটি যেন জীবনের অমূল্য রত্ন, এক চিরন্তন শান্তির প্রতীক। তার কোমল পাপড়িগুলি সূর্যের রশ্মিতে রাঙানো,
যেন প্রতিটি বিকেলেই এক নতুন আশা জাগায়। ফুলের মাঝে যেভাবে জীবনের সুখ-দুঃখ মিশে থাকে, তেমনই এর
রঙিন ভাবনায় ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অনুভূতি, এক মধুর ধ্বনি। এই সুখ ফুলের সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে
করে, যেন কোনো এক অনুভূতির ভেতর শান্তির শ্বাস নিতে থাকা সময়ের মতো।
১০. এই ফুলটি নিয়ে কিছু কথকতা
পদ্ম পাপরিসম ফুলটি যেন প্রকৃতির এক অপরূপ সঙ্গীত। তার পাপড়িগুলির নরম রূপ আর কোমলতা, যেন বাতাসে
ভাসমান কোনো সুরের মতো মুগ্ধতা ছড়ায়। এই ফুলের মধ্যে যেমন থাকে শান্তির মৃদু আহ্বান, তেমনি এক অদৃশ্য
শক্তির প্রতিফলন, যা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। তার শ্বেত রঙ আর হালকা গন্ধ মনকে প্রশান্তি দেয়,
যেন জীবনের প্রতিটি মুহূর্তে খুঁজে পাওয়া যায় একটুকু শান্তি ও সৌন্দর্য।
সুন্দর সুন্দর ফুলের সুন্দর ছবি , সাথে নীজ অন্তরের সাথে মিল রেখে কাব্যগাথা নিয়ে দেয়া পোস্টটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: একজন সত্যিকারের কবি, লেখকের দ্বারাই এত সুন্দর করে ফুলের বর্ণনা দেয়া যায়। মারহাবা।
ফুল নিয়ে প্রতিটি কথকতা মাশাআল্লাহ। সুন্দর গুছিয়ে লিখেছেন। এমন ভাব ফুটাতে হয়তো আমি পারি না। এখান থেকেও কিছু শিখার আছে। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া। স্বপরিবারে ভালো থাকুন এই কামনা ও দোয়া করি।
জাজাকাল্লাহ খইর ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০০
মায়াস্পর্শ বলেছেন: মনোমুগ্ধকর।