নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। =প্রকৃতি দিয়েছে অনেক=
হয়তো কৈশোরে কেউ ছিল মনে
যে হারিয়ে যায়, তাকে খুঁজে কী লাভ,
আমার মনে কেউ নেই এবেলা
অতীতের গল্প অতীতেই দিয়েছি জলাঞ্জলি।
এখানে সুখ নিয়ে বাঁচি,
আমার যা প্রাপ্তি তাই নিয়ে ভাবি,
অল্পতেই সুখী হতে চাই, মুগ্ধতা কুঁড়াই
প্রকৃতি আমায় করেনি অবহেলা কিঞ্চিত।
২।=আহা সোনালী অতীত=
এখনো দুরন্তপনার দিনগুলো মনে রাখি
আহা কী ডানপিঠে সময়গুলো আমার
ছিপে তোলা পুটির নাচন, রূপালী সময়গুলো
আমার বড্ড প্রিয়,
পাখির খাদ্য খোঁজা, বিকেলে বউছি কানামাছি
আর আকাশে হেমন্তের হাওয়ায় ঘুড়ি উড়িয়ে
ভাবতাম এই যে আমার স্বপ্ন এই আকাশ ছুঁলো;
অতীতের সুখগুলো মনের জোর দেয় বাড়িয়ে এবেলা।
৩। =যায় দিন ভালো=
সময়গুলো ডাকলেও আর আসবে না কাছে
যা যায় তা ফিরে আসে না,
যায় দিনগুলো সত্যিই ভালো, মায়ায় মাখানো
আসে দিন এক ঝাঁক দুঃখ নিয়ে আসে।
আগত আলোগুলোতে আলপিন থাকে গাঁথা
অযথাই হৃদয় খুঁচিয়ে করে রক্তাক্ত,
কত শত ঝঞ্ঝাট এসে কাঁধে করে ভর,
বয়সের তোড়ে ভেসে যায় বিগত সুখগুলোও ।
৪। =ক্ষমা চাইলে তিনি করবেন ক্ষমা=
নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস টেনে রোজ সকালে
ভাবনায় আনি প্রভুর প্রতি কৃতজ্ঞতা;
যেটুকু সময় আরও পাবো, হয়তো অনুতাপে পুড়ে
ক্ষমা চেয়ে ক্ষমা পেতে পারি এটুকু বিশ্বাস গড়ে উঠে মনে।
একেকটি সকালের আলো দিয়ে জীবনকে সাজাই নতুন করে
গুছিয়ে নেয়ার বায়না যদিও মনে থাকে
তবুও আলসেমীর খাতায় নাম তুলে রাখি আমার,
ফের সকালের আলো পার করে দেই, আসে স্বপ্নময় রাত।
৫। =হৃদয় পটে এঁকে রেখেছি রবের নাম=
হৃদয় পটে এঁকে রেখেছি আল্লাহর নাম
সে পট কারো দখলে দিতে চাই না আর,
মনের গোপন ঘরে কেবল আল্লাহর নামের তছবি
জপে যাই কী দিন কী রাত।
তার দয়া না পেলে জীবনের মূল্য কী আর
যেটুকু দিয়েছেন তাতেই তুষ্ট,
চাই না তিনি সহসাই হন রুষ্ট;
বাঁচবো না একদিন, যাবো খালি হাতে,
সময়ের পিঠে যে হয়েছি সওয়ার।
©কাজী ফাতেমা ছবি
১৪-১১-২০২২
১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন
২| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮
মেহবুবা বলেছেন: অনেকের কথা আপনি লিখে দিয়েছেন।
১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭
জটিল ভাই বলেছেন:
শেষ প্যরার প্রথম লাইনে "মূল্য হয়ে গেছে মূল্যা"। পোস্ট সাধারণ নয় ♥♥♥
১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিক করে নিচ্ছি
ধন্যবাদ অনেক অনেক
৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪০
শায়মা বলেছেন: অতীর সব সময় বড় সুন্দর! শত কষ্টের হলেও সুন্দর!
১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আমার বর্তমানের চেয়ে অতীত বেশী সুন্দর ছিল । এখানে বিষাদ নামে জীবনে প্রতিনিয়ত। তখন বুঝতে পারি আলহামদুলিল্লাহ আগে কত ভালো ছিলাম
থ্যাংকিউ সো মাচ আপু
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৮
শেরজা তপন বলেছেন: এতোগুলো কবিতা কি একদিনে লিখেছেন?
পাখির খাদ্যত খোঁজা, বিকেলে বউছি কানামাছি এই খাদ্যত অর্থ কি?
১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে আরও ৫ টা ছিল। হ্যাঁ একদিন মানে আধাঘন্টার মত সময় লাগে এসব ছাঁই ফাস লিখতে
মিসটেকের ভুল হয়া গেছে গা। ঠিক করিয়াছি জনাব
ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক
৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
সব লেখা ও কবিতা্ই সুন্দর । তবে পোস্টের ২ নং অনুকাব্যের নীচে থাকা ছবিটি আমার মনে ধরেছে ।
নিঃশব্দে ঘুমিয়ে আছে ছোট্ট এক পরী, মেঘের বিছানায়। আকাশের তারা যেন তাকে পাহারা দিচ্ছে।
চারপাশে নরম আলো ছড়িয়ে স্বপ্নের রাজ্যে যেন এক টুকরো মায়ার ছবি। এই চিত্র যেন বলে,
নির্মলতার মাঝে শান্তি খুঁজে নাও, যেখানে পৃথিবী থেমে যায়, আর কল্পনা পাখা মেলে।
শুভেচ্ছা রইল
১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মানুষের কল্পনাশক্তি কত সুন্দর
জাজাকাল্লাহ খইর ভাইয়া ভালো থাকুন
৭| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৬
shubh+r বলেছেন: মানুষের কল্পনা শক্তি তার লেখার খোরাকি জোগায়। আপনার কল্পনা শক্তি আকাশের মতো বিশাল। তাই লেখা গুলি বৈচিত্রপূর্ণ।
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্য। জাজাকাল্লাহ খইর। আল্লাহ নেক হায়াত দান করুন
ভালো থাকুন সকাল
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
সাইফুলসাইফসাই বলেছেন: ছবিগুলো আর লেখা খুব সুন্দর