নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ব্লগে ১৪ বছর=

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯



কেমন করে করে এই ব্লগে ১৪ বছর হয়ে গেল। মনে হয় অইতো সেদিনই। যে সময়ে এখানে সাইন ইন করেছি। তখন অনেক ব্লগ ছিল। বেশী জনপ্রিয় ছিল প্রথম আলো ব্লগ, প্রথম আলো ব্লগে খুব মজা হতো। কমেন্টে কমেন্টে আড্ডা হত। এই ব্লগে আমি কম আড্ডাই দিয়েছি। খালি পোস্ট করতাম । মন্তব্যের উত্তরও দিতাম না। কারণ অনেক ব্লগে বিচরণ করার কারণে।

• এজন্য আমার এমন হয়েছে :D
• মন্তব্য করেছি: ২৩৮১২টি
• মন্তব্য পেয়েছি: ২৭৭৯১টি

আসলে তখন তিনটা ফোরাম ছিল বেশ সরগরম। প্রজন্ম ফোরাম, আড্ডার আসর, রঙমহল এগুলাতে বেশী মজা হত। সামু ব্লগ প্রথম প্রথম আমার কবিতাগুলোকে প্রায়ই নির্বাচিত পাতায় নিয়ে যেত। তখন কেউ একজন মন্তব্য করেছিল কেন আমার পোস্ট নির্বাচিত পাতায় নেয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন যে আমি মন্তব্যের উত্তর দেই না তাই। তারপর থেকেই মন্তব্যের উত্তর দেয়া শুরু করেছিলাম। এখানে এসে কত সুহৃদ যুক্ত মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ। কত আপু পেয়েছি । ব্লগে আসলে সবাইকে কত আপন মনে হয়। কিছু আপুদের হারিয়ে ফেলেছি। শেষ পর্যন্ত করুণাধারা আপু ছিল এই আপুও আর আসে না। টিকে আছি আমি শায়মা আপু।

ওমেরা আপু, মুক্তা আপু, জুন আপু (জুন আপু মনে হয় মাঝে মাঝে আসে), মিরডডল আপুও কম আসে এখন, আসলেও আমার পোস্টে আপুর দেখা পাওয়া যায় না। জুনাইদ ভাইয়া (নীল আকাশ)আর আসে না। তারেক ফাহিম ভাইয়াও আগে আমার পোস্টে মন্তব্য করতেন। এখন আর দেখি না উনাকে। শাহাদাত ভাই (সত্যের ছায়া), লিটন ভাইয়া, লিলিয়ান আপু, মনিরা আপু। স্মরণ করছি খায়রুল আহসান ভাইয়াকে, স্মরণ করছি আহমেদ জি এস ভাইয়াকে। স্মরণ করছি কাজী আবু ইউসুফ রিফাত, এবং নেওয়াজ আলী ভাইয়াকে। ঢুকিচেপাও নাই আর। পদাতিক চৌধুরী ভাইয়া,স্মরণ করছি গরল, ইসিয়াক ভাইয়াকে। দুইজন প্রিয় মানুষ চিরতরে হারিয়েছেন, নুরু ভাইয়া আর নয়ন ভাইয়া আল্লাহ উনাদেরকে জান্নাতে ঠাঁই দিন। আরও অনেকেই আছেন এই মূহুর্তে মনে করতে পারছি না। বুড়া মানুষ স্মৃতিশক্তি কমে গেছে।

ব্লগ একদিন বন্ধ থাকলে মন খারাপ হয়। মনে হয় অনেক প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলবো। অনেকেই ফেসবুকে নাই, ব্লগ হারিয়ে গেছে উনাদেরকে হারিয়ে ফেলবো। ভুয়া মফিজ ভাইয়াও ফেসবুকে নাই। তিনিও ব্লগে আসেন না। আমরা আছি আপনাদের অপেক্ষায় মাঝে মাঝে আসবেন কিন্তু। হয়তো একদিন থাকবো না এখানে। স্মৃতির পাতায় আমার অখাদ্য কুখাদ্য লিখাগুলো পড়ে থাকবে । কেউ পড়বে, কেউ দোয়া করবে, কেউ রাখবে স্মরণে আমাকে।



এখানে এই বাড়ীতে আমরা আছি একই সাথে
প্রিয় মানুষেরা একে অন্যের কাছাকাছি
ধরে আছি অদৃশ্য হাতে;
কেউ রেগে গিয়ে হেরে যায়, কেউ তর্কে যায় জিতে
কেউ ঝগড়ায় দেয় মন,মন্তব্য তিতে।

এখানে এই ব্লগ বাড়ীতে আছি আমরা
আছি লিখায় গল্পে আড্ডায় মাতোয়ারা
আনন্দ হাসি আর দুঃখ, কিছু সুখ মেখে
এখানে আসছি, কিছু স্মৃতি যাচ্ছি রেখে।

কেউ ছড়াচ্ছি বিদ্বেষ, কেউবা কপি পেস্টে রাখছি হাত
বাক বিতন্ডা আর খুঁনসুঁটি, কেউ বা কাউকে
কথা দিয়ে দিচ্ছি আঘাত,
কেউ আবেগী মন নিয়ে এখানে এসেছিল
সেই মন কেউ কটু কথা করে দেয় এলোমেলো।

পড়ছি কিছু উদ্ভট কথা, উদ্ভট মানুষের মন
দেখছি কী করে কবিতায় কেউ ছড়াচ্ছে সুখ শিহরণ
কেউ গল্প, কেউ বা ছড়ায় ছড়াচ্ছে প্রতিভা
কিছু জ্ঞানী মানুষ ছড়াচ্ছে...তাদের মেধার বিভা।

ভালো লাগে এখানে,এখানে আসি তাই রোজ
কেউ হয়তো বাসে না ভালো
আবার অনেকেই রাখে মনের খোঁজ,
আমরা তো অমর নই, অযথা যেন না বাড়াই কারো প্রতি কারো ক্ষোভ
সবার সাথে হৃদ্যতা রাখতে চাই
সবাই বন্ধু অথবা বোন হতে মনে যে লোভ।

কবি হতে কেউ আসেনি, লেখক হতেও হয়তো না আসেনি কেউ
তবে কেন হেয় করতে হয়....
তার বুকে কেন হবে তুলবো কষ্টের ঢেউ;
যোগ্যতা অথবা মেধা যেমন যার, লিখুক না মন খুলে
আমরা এক পরিবার, হিংসা বিদ্বেষ না হয় যাই চিরতরে ভুলে।

সময় নেই আর, দিন ছোট, সময় খুব পাওয়া যায় হাতে। সবাই ভালো থাকুক। সুন্দর ভাবে ব্লগিং করুন। বিদ্বেষ ছড়াবে না এখানে। মিলেমিশে থাকার আনন্দ অনেক। একে অন্যের পিছনে লেগে কী লাভ। শুভ ব্লগিং।

মন্তব্য ৬২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

এম ডি মুসা বলেছেন: তবুও এই নিয়ে পথচলা। আগামী দিন গুলো হোক সতেজ প্রাণবন্ত।

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মুসা ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪

এম ডি মুসা বলেছেন: সময় ফুরিয়ে যায়
বহে যায় ঘনকাল,
যতটুকু দিয়ে যায়
তার চেয়ে নিয়ে যায়।

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সময় ফুরিয়ে যায়। আর এখন কেন যেন মনে হয় সময়ে বরকত নাই। অটোমেটিক চলে যাচ্ছে দিন।

ধন্যবাদ আবারও

৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫

রবিন.হুড বলেছেন: ব্লগ নিয়ে আপনার অভিব্যক্তি সুন্দর। আপনার লেখাও রুচিশীল।

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন সবাইকে নিয়ে ফি আমানিল্লাহ

৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫

এ পথের পথিক বলেছেন: প্রথম পাতায় লেখার সুযোগ কত দিন পর পেয়েছিলেন ?

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মনে আছে। বেশী সময় লাগেনি। নিয়ম কানুন পড়িনি তখন অথবা তেমন করে মন্তব্যও করিনি। কেবল পোস্টই করতাম। তবুও এডমিন/মডুরা আমাকে প্রথম পাতায় সুযোগ দিয়েছিলেন। ধন্যবাদ পথিক
অনেক ভালো থাকুন।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আরো ১৪ বছর লিখে যাবেন এই প্রত্যাশা করি।

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন
শুভ ব্লগিং

৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

মিরোরডডল বলেছেন:





ছবিপু, তোমার ছবি ব্লগ আমার অনেক ভালো লাগে।
পানি কতটা স্বচ্ছ সেটা বলতে পারছি না কিন্তু তোমাকে পানির মতো তরল এবং সহজ সরল মনে হয়।

১৪ বছরের বালিকা, তোমাকে অভিনন্দন!
২৮ বছরের পূর্ণ যুবতী হয়ে ওঠো, এই প্রত্যাশা।


১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মূল্যায়ন । কৃতজ্ঞতা অনেক আপু। সবার মত আমি এত মেধাবী না। তবুও সহজ জীবন যাপন করতে চাই কিন্তু পারা যায় না। আশে পাশে কুঠিল মানুষের বসবাস। দোয়া করো। মন যেন কুড়ির ঘরেই থাকে।

তোমরা ভালো থাকো এখানে, ব্লগ হয়ে উঠুক আনন্দময়। শুভ ব্লগিং

৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ এবং আপনার জন্য শুভকামনা।

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
অনেক ভালো থাকুন
শুভ ব্লগিং

৮| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১

প্রামানিক বলেছেন: শুভেচ্ছা জানই

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৯| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮

এম ডি মুসা বলেছেন: ভালো লাগার দ্বন্দ্ব হীন মানুষ আপনি ব্লগে। আপনাকে আমি অন্য কোথাও না পেলে এখানে বেশি পাই। আপনি এখানে মনে রাখা একটা নাম। আপনার লেখা সামনে আসলে পড়তে মিস হয় না

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা জানাই মুসা ভাইয়া। এতটুকু সম্মান জীবনে অনেক বড় পাওয়া। জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন সবাইকে নিয়ে

১০| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

ফেনা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় মানুষ।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআপনাকেও অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো
ভালো থাকুন সবাইকে নিয়ে
পাশেই থাকুন
শুভ ব্লগিং

১১| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম প্রিয় বোন।
আপনার এবং আপনাদের মতো বেশ কিছু অমায়িক, আন্তরিক ভাই বোনের জন্য শত কাজের ভীড়েও এই ব্লগ মায়ায় জড়িয়ে আছি।
অনেকে আসেন না। কেউ চিরতরে চলে গেছেন। পদাতিক ভাইকে আমি ভীষণ মিস করি।
আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ব্লগীয় পথচলা আরও সুন্দর হোক।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাইয়া আমিও কিছু আন্তরিক মজাদার মানুষদের জন্য এখানে আসি রোজ। অনেকেই চলে গেছেন। গিয়ে কী হবে। থাকলে কী হয় কন দেখি। হারিয়ে গেলে তো আর খুঁজে পাওয়া যায় না

ধন্যবাদ অনেক অনেক ভালো থাকুন

১২| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন আর শুভেচ্ছা রইলো

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেন ভাইয়া
ভালো থাকুন

১৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৪

আজব লিংকন বলেছেন: ১৪ বছরে পদার্পণে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ছবি আপা।
আগামীর জন্য শুভ কামনা। সামনে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দেবেন এই আশা রইলো।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আজব লিংকন
ভালো থাকুন সবাইকে নিয়ে
পাশে থাকুন ব্লগে থাকুন
শুভকামনা সব সময়

১৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন ❤️

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৬

শায়মা বলেছেন: তুমি আর আমি ১৭ ই আগস্ট তাই টিকে আছি তাইনা????


হা হা হা অনেক অনেক ভালোবাসা।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ একদম ঠিক
আমরা বেহায়া। যাবো না ব্লগ ছেড়ে

থ্যাংকিউ সো মাচ আপুন।

১৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৯

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ছবি আপু।
আপনারা নিয়মিত বলেই এখন ও ব্লগে উঁকিঝুঁকি দেই।
ভালোবাসা।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু মনিরা আপু

আবার নিয়মিত হউন। নিয়মিত হলে অনেক কবিতা লিখা হয়ে যাবে।
ভালো থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে

১৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:




বর্ণিল ও ছবিময় ১৪ বছর পুর্তিতে অভিনন্দন ।
বছরের হালখাতাময় লেখাটিতে থাকা কথা ও কবিতার প্রতিটি ছত্রে রয়েছে সামুর এই ভার্চুয়াল পরিবারকে
নিয়ে আঁকা একটি প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, তর্ক, আনন্দ, দুঃখ, এবং ভুল বোঝাবুঝি সবই একসাথে
মিশে রয়েছে।
লেখাগুলি শুধু একটি ব্লগ প্ল্যাটফর্ম নয়, বরং মানবিক সংযোগ, আবেগ, এবং একসাথে থাকার অনুভূতির কথা
বলে দিয়েছে ।

আপনি খুব সুন্দর করে জীবনের ক্ষণস্থায়ীত্বকে স্মরণ করিয়ে দিয়েছেন, আপনার সাথে সুর মিলিয়ে আমারো বলতে
ইচ্ছে করছে -
আমরা তো অমর নই, আমাদের এই জীবন ক্ষণস্থায়ী,
কেন তবে হিংসার শিখা জ্বালাই বারবার ঠুনকো দায়ে?
মন খুলে লিখুক সবাই, থাকুক সর্বদায় হৃদ্যতার তলে,
স্মৃতির পাতায় জমুক ভালোবাসার বহ্নিশিখা কেবলি ।

আমাদের প্রতিটি মুহূর্ত যেন সুন্দর ও অর্থবহ হয় , আপনার এই আহ্বানটি হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে একটি
সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য অত্যন্ত মূল্যবান এবং সময়োপযোগী। আমরাও আপনার সাথে সুর
মিলিয়ে বলতে পারি -
এক পরিবার, একতা থাকুক হৃদয়ের অন্তঃস্থলে,
মুছে যাক দ্বন্দ্ব-বিরোধ, সব হিংসা চিরতরে।
এই ব্লগ বাড়ি হয়ে থাকুক সবার প্রিয় আশ্রয়,
ভালোবাসা বুনে যাক, দিন শেষে সবাই যেন
একসাথে রয় , কাওকে নিয়ে কিছু বলার আগে
ভালবাসা আর সৌহার্দের বন্ধন যেন ছিন্ন না হয়
সেই কথাটি ভাবুক নীজ মহানুভবতার সাথে ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য লিখে পোস্ট করলাম কিন্তু হলো না। কেমনডা লাগে বলেন।

প্রথমেই ধন্যবাদ জানাই ভাইজান

আপনি অনেক সুন্দর মন্তব্য করেন। সে মন্তব্যের উত্তর কীভাবে দেব ভেবেই পাই না। কৃতজ্ঞতা রইলো। দোয়া রইলো সুস্থতার
অনেক ভালো থাকুন

১৮| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনিইতো আমাদের ছবির মতো কবিতাগুলে উপহার দিয়ে যাচ্ছেন। শুভ কামনা নিরন্তন।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর। আপনাদের মত কিছু সুহৃদ পাঠক আছেন বলেই এসব ছাঁই ফাঁস পোস্ট করতে সাহস পাই।

ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ

১৯| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৯

ভুয়া মফিজ বলেছেন: আপনে কইলেন, আরও অনেকেই আছেন এই মূহুর্তে মনে করতে পারছি না। বুড়া মানুষ স্মৃতিশক্তি কমে গেছে।
আর মিড কইলো, ১৪ বছরের বালিকা, তোমাকে অভিনন্দন! ২৮ বছরের পূর্ণ যুবতী হয়ে ওঠো, এই প্রত্যাশা।
বিষয়টা খুবই গোলমালের!!!! :P

যাউকগ্যা, আমি ১৪ বছরের বালিকা বইলা আপনেরে খুশী করবার পারুম না। কেমন কেমন জানি লাগে!!! B:-)
তয় অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম। আল্লাহ আপনেরে সকাল-সন্ধ্যা আরো আরো কবিতা লেখার তৌফিক দান করুন। :)

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি বুড়া হইলেও মিডের কথামত আমি চৌদ্দুই মনে করি :) কারণ মনের বয়স কমে না। এখনো প্রেমের কবিতা লিখতে থাকি হাহাহ। চৌদ্দ না কইতে পারেন অনন্ত কুড়ি কইয়েন । নাইলে খেলতাম না থুক্কু। আমিন আমিন ছুম্মা আমিন। আমি কিন্তু ফেসবুকে ফ্রেন্ড হয়া গেছি :)

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন স্বপরিবারে সিগারেট ছাড়া

২০| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৫৯

মিরোরডডল বলেছেন:





সামুতে ছবিপু ১৪ বছর পূর্ণ করল।
মানে কিশোরী বালিকা :)

ভূম বুঝবে না এটাই স্বাভাবিক, কারণ সে আট বছরের নাবালক :)

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুম বুঝবে না মেয়েদের যে বয়স বাড়ে না। আমরা বুড়া হই না। দেহ আশি মন তো কুড়িই থেকে যায়

থ্যাংকিউ সো মাচ আপু ভালোবাসা নিয়ো
সুস্থতার দোয়া রইলো

২১| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার আগামীর পথচল হোক আরো মসৃণ আরো সুন্দর।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর মশি ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২২| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভেচ্ছা ছবি আপু।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সৌরভ ভাইয়া। আপনিও কম আসেন এখন ব্লগে

নিয়মিত হউন আবার
সবাইকে নিয়ে ভালো থাকুন

২৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর স্মৃতিচারণ, সুন্দর ছবি এবং সুন্দর কবিতা।
ব্লগে চৌদ্দ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। অনেকের মাঝে আমাকেও স্মরণ করেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ।
ডঃ এম এ আলী বলেছেনঃ বর্ণিল ও ছবিময় ১৪ বছর পুর্তিতে অভিনন্দন - তিনি আমার কথাটিই বলেছেন।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে। আপনার লেখাগুলো কী বই ছাপাবেন? সাফল্য কামনা করি। ব্যস্ত সময় হয়ে উঠুক ফুরফুরে

ভালো থাকুন ভাইজান।

২৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮

বাকপ্রবাস বলেছেন: কোথাও যাবার যায়না না পেলে ভাবি ব্লগতো আছে সেখানে যাই............. ১৪বাছরিক শুভেচ্ছা

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ আসলেই । ফেসবুক তো অফিসে খোলা যায় না। তাই প্রথমেই ব্লগ খুলে রাখি ভাল্লাগে। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

২৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

মেহবুবা বলেছেন: শুভকামনা, জীবন সুন্দর হোক।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু জাজাকিল্লাহ খইর
ভালোবাসা নিন
ভালো থাকুন সবাইকে নিয়ে।

২৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫

আমি সাজিদ বলেছেন: অভিনন্দন।

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাইয়া
ভালো থাকুন
পাশেই থাকুন
শুভ ব্লগিং

২৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

জটিল ভাই বলেছেন:
অভিনন্দন ♥♥♥
আমি তবে আপনার ৭ মাসের ছোট =p~

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছোট থাকাই ভালো
আমি মুরুব্বি

থ্যাংকিউ সো মাচ

২৮| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

সুখে শান্তিতে থাকুন ব্লগে ও বাস্তবে।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মাইদুল ভাইয়া
ভালো থাকুন

২৯| ২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

রাকু হাসান বলেছেন:

অনেক দিন । শুভকামনা রইলো ।

২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাকু ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৩০| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৪

স্প্যানকড বলেছেন:

কিছু শব্দ রক্ত এবং ধমনীতে করে ঘুরঘুর
গোধুলির আলোতে উড়ে নিঃসঙ্গ কবুতর


অভিনন্দন। ভালো থাকবেন।


২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই স্প্যান আপনি কম আসতেছেন যে কী হইছে?
কবিতাও দেখতে পাচ্ছি না ।

এমন করেন কেন ? ব্লগ ছাড়বেন না কিন্তু।

ধন্যবাদ আপনাকে

৩১| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

এসো চিন্তা করি বলেছেন: বগ্লের মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটে , অনেক কিছু জানা যায় আপু

২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই। ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.