নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার পাখিরে তুই=

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



আড়ে আড়ে তাকিয়ে তুই
পাশ কাটিয়ে যাচ্ছিস!
বেজার মুখে দেখে আমায়
মজা কি খুব পাচ্ছিস?

বদের হাঁড়ি পুড়ো মুখা
আসিস না তুই কাছে
ঘুষি খেয়ে ছেঁচা নাকে
কাঁদবি না হয় পাছে!

ভাবছিস মনে দেখছি তোকে
ভালোবাসি তোকে?
আরে গাধা বুঝিস না-নেই
স্নিগ্ধ হাওয়া বুকে!

যা-না বাপু হেঁটে হেঁটে
যেথায় খুশি সেথায়
তোকে দেখব আয়োজনে
ফুরসতটা সে কোথায়?

ভোরের হাওয়া মিষ্টি আবেশ
আরতো কিছু চাই না
মনের মতো মন যে আজো
বুকের মাঝে পাই না।

ডেকে ডেকে ভালোবাসি
বলতে মনে দ্বিধা;
চাইছি কেউ হোক ভালোবেসে
কাছে এসে ফিদা।

যেমন প্রেমী চাইছি আমি
তেমন তো তুই নোস রে
কখনো কি আমার জন্যি
পাগল একটু হোস রে?

ভালো যদি বাসিস আমায়
কাছে এসে বস্ না
মুখ ফিরিয়ে রইলি বড়
কথা কেনো কস্ না?

ভালোবাসি আমি তোকে
ভালোবাসার পাখি
চোখ ইশারায় ডাকি নাকো
মন ইশারায় ডাকি।

বুঝতে কেনো পারিস না তুই
ওরে অবুঝ পাগল
তোর জন্যিই তো রাখি খোলা
আবেগী মন আগল।
©কাজী ফাতেমা ছবি
০১/১২/২০১৬

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন আপু

০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নাফিস
ভালো থাকুন

২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ বেশ সুন্দর ও ছন্দময়।

০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭

সাইফুলসাইফসাই বলেছেন: খুব ভালো লাগলো এককথা চমৎকার

০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

কিরকুট বলেছেন: ঢং করতে ল্যাং খেয়েছে কবি
কাব্য রেখে ছন্দে তাই
মন দিয়েছে ছবি।

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন কবি ল্যাং খেয়েছে?

৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৭

জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু,একদিন দেখবে হুট করে চলে এসেছে তোমার ভালোবাসার পাখি।

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: এসব হাবিজাবি কেন লিখছেন? কি লিখছেন?

০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী লিখেছি কেন লিখেছি আপনাকে জিজ্ঞেস করে লিখতে হবে? আপনি কে? আপনি সাহিত্যিক লেখক? কবি?

কে আপনি ? আপনি আমার পোস্টে কখনো আসবেন না। আপনাকে এখানে কে আসতে বলেছে।

মাথা মোটা গর্দভ
দূরে গিয়া মুড়ি খান

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব হাবিজাবি কেন লিখছেন? কি লিখছেন? ভুল মন্তব্য। লিখাটি যথেষ্ট পরিমাণে সুন্দর ও উপভোগ্য।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন

সবার পছন্দ হবে সে জানি। কিন্তু এমন মন্তব্য করা উচিত না। যা পড়লে মন খারাপ হয়।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪

পবন সরকার বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.