নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কবিতায় তুচ্ছ মন্তব্য করো না কখনো=

০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩



©কাজী ফাতেমা ছবি

এই যে শাকপাতা, কচু ঘেচু অকবিতার বেড়াজালে বন্দি করি
জানি তো জানি, এ কিছুই হয় নি, যত্তসব ছাঁইফাঁস
তোমরা যারা একটু মাত্র একটু- শতভাগের একভাগ পছন্দ করো
এসব অকবিতার শব্দ, আহা সেটুকুনই সুখ আমার
তাই নিয়ে, মনে ফের শব্দের পাহাড় গড়ি,
জানো তো আমার কিছুই নেই, কেউ নেই শুধু কবিতা আছে
যার বুকে নিরবে আমার বাস।

কখনো বলো না এসব কী লিখে যাচ্ছো ছন্দ নেই, নেই তাল
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত কিছুই তো নেই শব্দে কিংবা লাইনে
যদি বলে দাও আহা এতে তো কাব্যিকতাও নেই,আমি ফুলাই গাল;
মানহীন শব্দের বুননে আর কী হতে পারে বলো...
মাত্রা তাল লয়, আমি কোথাও নেই, নেই কবিতার নীতি আইনে
আমার অকবিতা আমার বুকের ধন, আনন্দের ঢাল।

হয়তো কবি হয়ে উঠতে পারি নি,
অথবা লেখক বলে কেউ করবে না সম্বোধন, তাতে কী
আমাকে যতই অনুৎসাহ দাও তোমরা,
আমি কবিতার পিছু একটুও ছাড়িনি;
আমি বাস্তব লিখি, ঘটনা দুর্ঘটনা লিখি,
লিখি কল্পনাপ্রসূত কিছু প্রেমকাব্য অথবা ভালোবাসার কাব্য;
বড্ড আবেগী কিন্তু এসব ছাঁইফাঁস কবিতাগুলো নয় মেকি!
তোমরা যদি বলো ইশ! এসব কী, মুখ হয়ে যায় গুমরা
তবুও তোমরা যারা কবিতা ভালোবাসো থেকে যাবে সাথে কী?
যদি থাকো পাশে লিখে যাবো অযস্র কবিতা,
নিজেকে খুব সুখিও ভাববো।

আরে শুনো না, মেধা মননশীলতায় সবাই কী এক হয়?
স্মৃতিশক্তির জোরও নেই আমার, আমি নিঃস্ব;
কেনো যে লেখার সাথে পেতেছি মিতালী,
এখন কেবল ভয় আর ভয়
যদি লেখা ছেড়ে চলে যায় আমায়, ঝাপটে ধরবে
কিছু কষ্ট অদৃশ্য,
বিতৃষ্ণায় কাটিয়ে দিতে হবে অযস্র ক্ষণ-বুক লাগবে খালি
ভেতরবাড়ির দেয়াল তৈজসের হবে, হবে খুব ক্ষয়;
অবহেলায় তুচ্ছতায় তোমরা কী তাই বুকে গড়বে?
(০৮/১২/২০১৯)

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:




ভাতিজি,

কবিতা অনেক কঠিন জিনিস।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি চাচা। জানি জানি এসব জানি
ধন্যবাদ মনে করায় দেয়ার জন্য

২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মশিউর ভাইয়া
অনেক ভালো থাকুন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


তুচ্ছ মন্তব্য নিয়েও কবিতা লিখে ফেলেছেন দেখছি।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সারমর্ম
ভালো থাকুন অনেক অনেক

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: বাহ!!

তুচ্ছ তাচ্ছিল্য নিয়েই কাব্যিক ভাবনা ভাবলে আপুনি! :)

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু। একটা ইচ্ছে আমার তোমার সাথে দেখা করার। তুমি চাইলে দেখা হতে পারে।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর কবিতা!

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কুতুব ভাইয়া
ভালো থাকুন

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

বিষাদ সময় বলেছেন: ব্লগে অনেকের চেয়ে আপনি ভাল কবিতা লেখেন..... এ কবিতাটিও বেশ ভাল লাগলো।
যদিও আমি ভাল কবিতা বুঝিনা, তারপরও আপনার কবিতা গুলো পড়লে মনে হয় মেকি না, কথাগুলো খুব আন্তরিক। আমরা বেশীর ভাগ মানুষ দ্বৈত সত্ত্বা নিয়ে চলি। আমার মনে হয় আপনার মধ্যেও এটা আছে। একদিকে রক্ষণশীলতার বেড়াজাল আরেকদিকে প্রেম, ভালবাসার নিদারুণ আকুতি।
ভাল থাকবেন সব সময়।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। অনুপ্রেরণামূলক মন্তব্য। জাজাকাল্লাহ খইর
আপনিও ভালো থাকুন সবাইকে নিয়ে

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

শেরজা তপন বলেছেন: বাস্তবতার নিরিখে লেখা- শত সহস্র অ'কবির ভীড়ে দু'একজন জাত কবি যেমন খুঁজে পাওয়া দুষ্কর তেমনি সত্যিকারে পাঠক পাওয়াও ভাগ্যের ব্যাপার!

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া বর্তমানে কবির অভাব নাই যদিও পাঠক কম। তবে আমার আল্লাহর রহমতে কিছু পাঠক আছে এখনো আলহামদুলিল্লাহ

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

জেনারেশন৭১ বলেছেন:



কবিতা মানে একা কবির মনের কথা নয়, ইহাতে মানুষের হৃদয়ের ভাবনা, অনুভুতি থাকতে হবে; কবিরা হলেন মানুষের কন্ঠ, সমাজের কন্ঠ; কবিতায় মানুষ ভাবানাকে ভাষা দিতে হবে, সমাজের হয়ে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। ড: আলীর মত সমাজের উপর পিএইচডি করে বড়মিয়ার গুণগান করা কবিতা নয়; বড়মিয়া মানুষর কবিতার জন্য বসে নেই। আপনিও মানুষের কথা না'বলে বড়মিয়ার জন্য লেখেন, যাঁর কোন কিছু দরকার নেই!

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কাছে বড়মিয়ার সম্মান নাই তাই না। যিনি সৃষ্টি করেছেন তার গুণগান গাইবো না, তো কী মানুষের গুণগান গাইবো। তিনি সৃষ্টি করেছেন তাঁর বান্দা যেন তাঁর ইবাদত করে। তাঁর ইবাদতের জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন।

আলহামদুলিল্লাহ আমি মুসলিম সে জন্য গর্বিত। আমি আল্লাহকে ভালোবাসি। তার ইবাদতে মনোনিবেশ করার চেষ্টা করি। তাঁর উপর ভরসা করি কারণ তিনি আমাকে এই সুন্দর জীবন দিয়েছেন। আল্লাহ আপনাকেও হিদায়েতের পথে আনুনন।

ধন্যবাদ

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

করুণাধারা বলেছেন: যারা কবিতায় তুচ্ছ মন্তব্য করে, তাদের মন্তব্য তুচ্ছ জ্ঞান করে উড়িয়ে দেয়াই ভালো।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু ঠিক বলেছেন। জাজাকিল্লাহ খইর। ভালো থাকুন সবাইকে নিয়ে। ফি আমানিল্লাহ

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৪

জটিল ভাই বলেছেন:
আগের হলেও এই কবিতাটি ঠিক আছে ♥♥♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.