নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=শুধু ফুলের ছবি=

২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০০

০১। =ভেবো না আমি ঝরা ফুল=
আমায় ঝরা ফুল ভেবো না,
আমি সদা সতেজ, সুন্দর;
মুখশ্রীতে হয়তো ঐশ্বরিয়া নই
সুন্দর আমার হৃদয় বন্দর।



০২। =আমি অন্ধকারের ফুল=
জীবন আমার সন্ধ্যায়, আধো আলো ছায়া,
তবুও বুকজুড়ে ধরার জন্য কী মায়া,
তুমি এসো আলো আঁধারীর পথ ভেঙ্গে,
ছুঁয়ে দিয়ো মন, একটুখানি ভালোবাসার
শিহরন পেতে চাই অঙ্গে।



০৩। =আমি পার্পল রং ভালোবাসি=
পার্পল রং শিম ফুল ছুঁয়ে দিই আঙ্গুলে,
আমার স্মৃতিতে হানা দেয় জারুল প্রহর,
ফ্রকে জমাতাম জারুলের পাপড়ি,
পড়ার টেবিলে রেখে মুগ্ধতায় হতাম আচ্ছন্ন;
সেই প্রহরগুলো খুঁজি এখন শিমফুলের পাপড়িতে।



০৪। =রক্ত জবা যেন হৃদয়ের রক্তক্ষরণ=
লাল রং ভয় পাই,যেন হৃদয়ের রক্ত ক্ষরণ;
আমি চাই না কষ্ট করতে বরণ,
চাই না রক্ত রং ফুল,
ফুল কেন রক্ত রং হলো, ভেবে পাই না কূল



০৫। =বিরহের রং কী বলতো?=
বিরহের রং নাকি নীল?
বেদনায় কি নীল হয়ে যায় দিল;
কী জানি, বিরহ করিনি কখনো অনুভব,
আমি বিরহ পাবো, এ অসম্ভব।



০৬। =মন যদি কখনো ঝরে যায়=
মাটি আঁকড়ে ধরবো, মন হলে বিমর্ষ
আমি ঝরা ফুল হবো, হারাবো তাবৎ হর্ষ
তবুও বলবো না ভালোবাসো আমায়
অভিমান ভেঙ্গে প্রেম তুলে দাও জীবন নামায়।



০৭। =গোলাপের পাপড়ি ঝরে যায় একদিন=
সুন্দর অনুভূতি দিয়ে গোলাপ ঝরে যায় একদিন
গোলাপের জীবনেও নেমে আসে দুর্দিন,
গোলাপের মত মনও ঝরে পড়ে অবহেলায়;
মন ভাসে তখন বিষাদের ভেলায়।



০৮। =কিছু চাই না গোলাপ দিয়ো=
চাই না কিছু, না হিরে হেম
দিতে পারো প্রেম
চাই না কিছু, চাই না মোহনীয় আলাপ
চাই দাও একটা মিষ্টি গোলাপ।



০৯। =মনে বারো মাস বসন্ত=
তোমার মন চৈত্র আমার মন বসন্ত
তুমি চুপচাপ, ফুরফুরে সদা আমার মন তো;
তুমি পাতা আমি ফুল,
আমি প্রজাপতি, তুমি মৌ পোকা, ফুটাতে চাও কথার হুল।



১০। =ফুটা ফুল দেখলেই মন হয় ফুরফুরে=
যদি বিষাদ ছুঁয় তোমায়, তুমি উঠোনে লাগিয়ো ফুল গাছ
যখন ফুল ফুটবে, বিষাদটুকু পালাবে
তুমি হেসে দেবে মুচকি,
ফুলের সাথে তুলতে চাইবে হাসি মাখা মুখ।



১১। =হয়েছি অভিমানি=
মুখ ফিরিয়ে রইলাম
মন দিলাম হাওয়ার কাছে নিলাম;
যদি আমায় চাও, অভিমান ভেঙ্গে ফেলো;
ভালোবাসো, উপহার দাও বেগুরী রং নাকফুল
ভালোবেসে করে দাও এলোমেলো।



১২। =ফুলের গায়ে কী সুন্দর রং=
আল্লাহ্ ফুলের গায়ে দিয়েছে রংবাহারী রং ঢেলে
ফুলের পাশে কী সুন্দর প্রজাপতি উড়ে ডানা মেলে,
আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করি আর করি কৃতজ্ঞতা স্বীকার;
তিনি মহাক্রমশালী, তিনি দয়াবান, তিনি নিরাকার।



১৩। =ফুলগুলো হলদে আলোয় ছাওয়া=
হলুদ আলো এসে পড়েছিল বুঝি সর্ষে ফুলের বুকে
ফুলগুলো হলুদ তাই,
হলুদ আলো ছড়িয়ে সর্ষে ফুল হাসে
আর মৌপোকারা হয় সুখে পাগল, মধু নেবে লুটে।



১৪। =বিরহ দিয়ো না=
আমি নীলচে অপরাজিত নই, মানুষ
উড়িয়ো না বুক আকাশে বিষাদ রং ফানুস
দিয়ো না আর বিরহ রং লেপ্টে জীবনজুড়ে
তুমি কেন কাছে থেকেও, থেকে যাও দূরে।



১৫। =শিউলি ফুটা ভোরে জেগে উঠো=
ঘুম ভেঙ্গে যায় যদি একদিন
এসো ভোরের গায়ে হাঁটবে বলে,
তোমায় নিয়ে যাবো শিউলি তলায়
যেখানে ঝরে আছে শিউলির দল,
শিউলির মালায় মন সাজিয়ে দেব তোমার।



১৬। =সাদা মনে নীল ছড়িয়ো না=
সাদাসিধে দিল আমার, সেথায় ঢেলো না বিষ
তুমি ঢাললে বিষ, আমি হারাই দিশ;
তার চেয়ে ভালো তুমি বেলী দিয়ো অথবা সাদা অপরাজিতা
ফুল উপহার দিয়ে হতো পারো প্রাণের মিতা।



১৭। =গাঁদা ফুলে বসন্ত বসে আছে=
গাঁদা ফুটলেই দেখি বসন্ত বসে আছে
আমি যাই কাছে
বসন্ত পালায়, মনে ছড়ায় বিষণ্ণতা
নেমে আসে বুকে সুখের দৈন্যতা।



১৮। =জবার রং দেখো=
গোলাপী জবায় ছুঁয়ে দিয়ে দেখি দুলছে সে হাওয়ায়
আহা কী মুগ্ধতা এসে বসে মনের দাওয়ায়;
ভালো লাগে আমার মিহি হাওয়ায় মন ভাসাই,
ফুল আমায় হাসায়, আমিও গল্প বলে তারে হাসাই।



১৯। =গোলাপি জবার মত শাড়ী চাই=
এই বসন্তে গোলাপি রং শাড়ী দিয়ো
শুনছো প্রিয়,
দিয়ো গাঁদার বালা;
সাজিয়ো প্রেমে তোমার মন ডালা।



এক মাথা মোটা গর্দভ আমার পোস্টে সব সময় নেগেটিভ মন্তব্য করে। এবার যদি এমন মন্তব্য করে শায়মা আপুর মত লাত্থি দিয়া বিদায় করমু কইলাম। ধৈর্যের একটা সীমা আছে। তুই বেটা আমার পোস্টে আসিস কা। দাওয়াত দিছি। মন্তব্য বাড়াতে চাইলে আরও পোস্ট আছে সেখানে যা। গাধা কোথাকার।

মন্তব্য ১০ টি রেটিং +৯/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি কবিতা সবই দারুণ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একই অঙ্গে এত রুপ
আমি মুগ্ধ, বিমোহিত ।

........................................................
শীতে বোধহয় ফুলে অনেকের এলার্জি
তাই বুঝি লাইক আসতে দেরী হচ্ছে।
........................................................
কিছুদিন পূর্বে আমি গ্রামে অনেক দুরে বেড়াতে গিয়েছিলাম
অনেক ছবি তুলেছি,
অতএব এখন আর আপলোড করছি না ।


ছবি আপা যেন এভাবেই উড়ে যাচ্ছে, কবিতায় আর কবির ভাষায় উত্তর দিলাম না ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: দৃষ্টিনন্দন ফুল এবং সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

মাস্টারদা বলেছেন: সুন্দরে তো নাই কোনো যে সীমা।
অসুন্দরেও 'সেরা' আছে—
কুরূপে '-তম' নিকট কাছে–
অসুন্দর‌ও 'সবার–মতো' সোনা।

তা সে মরার মাঝে হোক না রে ভাই কাঁচা—
কিংবা কাঁচায় সুন্দরতর মরার 'চির-বাঁচা'!

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: প্রতিটি খুব সুন্দর লেখা ও ছবি, শিম ফুল আমার পছন্দের

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

জটিল ভাই বলেছেন:
সাধারণ নয়.....

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সামিয়া বলেছেন: ফুলগুলো খুবই সুন্দর। সঙ্গে মিষ্টি সব চিরকুটের মতন‌ কবিতা। পোস্টে অনেক ভাললাগা আপু।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৪

ডঃ এম এ আলী বলেছেন:




বাহ! সুন্দর হয়েছে অনুকাব্য মাখা ফুল নিয়ে গড়া কতকথা ।
আমি এখানে এই পোস্ট ও প্রচ্ছদের ছবিটির মধ্যমনি শুধু
একটি ফুল অপরাজেয় শক্তির প্রতীক আপরাজিতাকে নিয়ে
কিছু কথা বলে গেলাম কবিতার মত দেখায় কিছু কথায়;

অপরাজিতা, ফুল নামের মাঝে লুকায়
এক জীবনের গল্প আমাদের এ ধরায়
নীল রঙে সে আঁকে আকাশের গান
প্রকৃতির কাব্যে তার অফুরন্ত মান।

শাস্ত্রে তোমার কথা, বৈদিক বাণীতে,
দেবীর প্রতিমা, কিংবা পূজার স্মরণে
অপরাজেয় শক্তি দেবী দুর্গার রূপ
তোমি যেন সুন্দর প্রকৃতির বাহক।

কঠিন প্রতিকূলতা,খরা কিংবা তুমুল ঝড়
তবুও তুমি বাঁচো, তুমার শক্তি যে অপার
সবুজ পাতায় মোড়া, টিকে থাকার গান
তোমার জীবনী লিখে কবিকুল পায় মান।

বাংলার মাটিতে, গ্রামের কুটিরের পাশে
তুমি ফুটে থাকো, গৃহিনীরা নীরবে হাসে
কবি গুরুর কবিতায় ভালোবাসার টানে
ছবি’পুর কবিতায় ছবিহয়ে এখানে আনে।

তুমি শুধু ফুল নও এক দার্শনিক দর্শন
জীবনের সব ঝড়যাপ্টা কর পর্যবেক্ষন
মহানন্দে কবিকুল তোমায় করে স্মরণ
তাদের কাব্য পাঠে কারো হৃদয় হরণ।

তোমার নামেই মিলে শক্তির আশা
অপরাজেয় মনোভাব জীবনের ভাষা
প্রকৃতির কোলজুড়ে তোমার বসতি
অপরাজিতা, তুমিই জীবনের স্মৃতি।

শুভেচ্ছা রইল

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছবি কবিতা সবই দারুণ।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কেমন আছেন? প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.