নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ফুরিয়ে যাওয়া সময়গুলোতে কী রেখেছি জমা, সুখ?
না কী এক সমুদ্দুর বিষাদ?
নাকি সাত পাহাড় দীর্ঘশ্বাস?
বিতৃষ্ণা তেরো নদী
নাকি বিষণ্নতা পনেরো খাল?
সুখ তো ছিল গা ছুঁয়ে, শান্তি কী ছিল?
কত প্রাপ্তির ঢেউ জীবনজুড়ে,
কত হাসি কত আনন্দ জমা আছে বুকের তাকে তাকে,
তবুও অপ্রাপ্তিগুলো যেন আকাশ সম।
যা চাইনি, পাই তা'ই পাই দু'হাত ভরে
চাইনি যা, তা'ই পাই বুক পিঞ্জরে,
যা চাই, যা পেলে আমি শুদ্ধ হতে আরও শুদ্ধতম হতে পারতাম
পাই নি এক বিন্দু,
যা চাই, তার মূল্য বড় কম, তা-ও পাই নি সিকি রত্তি।
ধৈর্যের সীমা বছরের পর বছর পেরিয়ে যায়,
দীর্ঘশ্বাসের লহর মুহুর্মুহু বুকের নদীতে,
কাকে বলে রাখি এসব অলীক দুঃখবোধগুলো,
বছর ঘুরে আসে বছর,
একই রকম হেলার মরা ফুলে সাজানো জীবন।
পালটে যায় না বছর পাল্টালেই ভাগ্য রেখা,
বদলে যায় না, জীবন যাপন, ঠিক একই রকম,
জীবন যেমন এস্কেলেটর, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে অপ্রাপ্তিগুলো,
স্থির হয় না বিতৃষ্ণার সিঁড়ির ধাপ।
তবুও নতুন দিনের আহ্বানে এগিয়ে যাই আশা নিয়ে
হয়ত বিতৃষ্ণা যাবে সব, সহনশীল হবে আমাদের জীবন যাত্রা,
তবুও ভাবি নতুন করে গাইবো জীবনের গান,
সব দ্বিধা দ্বন্দ্ব পড়ে থাক চব্বিশে
সব বিতৃষ্ণা, জেদ হিংসা, বিদ্বেষ অহম পড়ে থাক চব্বিশেই,
পঁচিশ আসুক, পালটে যাক জীবন,
অহম হিংসা পুষতে চাই না আর;
চাই শুধু পঁচিশ নিয়ে আসুক এক ফোঁটা সম্মান,
এক বিন্দু ভালোবাসা, আধা রত্তি প্রেম আর
সোয়া সিকি ভালো ব্যবহার, চাই না আর কিছু।
©কাজী ফাতেমা ছবি
৩১/১২/২০২১
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুরু হয় নাই বছর কিন্তু
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৯
জটিল ভাই বলেছেন:
কিন্তু পোস্টের ছবিতো নতুন বছরের
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগত জানাইছি। এটা একুশের লিখা, চব্বিশ পঁচিশ কারেকশন কইরা দিছি
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১
ফেনা বলেছেন: কিছুই যায় আসে না। আবার অনেক কিছুই।
কিছু মানুষের জন্য স্মৃতিচারণ ছাড়া ত আর কিছুই নয়।
লেখায় ভাল লাগা।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ! তা ঠিক। তবে চব্বিশ বাংলাদেশের মানুষের কাছে অমর হয়ে থাকবে।
ধন্যবাদ ফেনা। অনেক ভালো থাকুন
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৮
জটিল ভাই বলেছেন:
তাইলে "ভার্সন ২৪" লিখা দিতেন
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা । একটু সময় পাইছি তাই দিছি...। লিখতে হলে আসলেই বহুত সময়ের প্রয়োজন আগের মত ভালো কিছুই পারি না
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: যায় যায় যায়।
বোন, নতুন পুরাতন মিলেই
জীবন চলে যায়।
আর তাইতো পুরাতন বছরের জরাজীর্ণতাকে পাশে রেখে আপনার জন্য রইলো নতুন বছরের প্রাণঢালা শুভেচছা।
শুভ নববর্ষ ২০২৫।
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া নতুন পুরাতন মিলেই জীবন চলে যায়
শুভেচ্ছা আপনাকে
ভালো থাকুন
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
২০২৫!
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ২০২৫
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০১
আমি সাজিদ বলেছেন: শুভেচ্ছা আপা।
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
ভালো থাকুন
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৫
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক সুন্দর লেখা বোন
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৯| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন নতুন লেখা দিন।
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দিছি আজ ভাইয়া
ধন্যবাদ ভালো থাকুন
১০| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৭
জটিল ভাই বলেছেন:
নতুন বছরের শুরুতেও পুরাতন লিখা!