নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
চব্বিশ হলো স্মৃতির আয়নায় জমা এক সুখচ্ছবি;
চব্বিশ হলো নতুন আলোর উদিত এক উজ্জ্বল রবি।
চব্বিশ হলো নতুনরূপে দেশ ফিরে পাওয়ার আনন্দ;
চব্বিশ আমার, আমাদের ন্যায়ের পথে চলার নতুন ছন্দ।
চব্বিশ এক গণ অভ্যুত্থানের বিরল ঘটনা,
চব্বিশ জুড়ে আফসোসদের অযথা কত কিছু রটনা।
চব্বিশ আমার প্রিয় হয়ে থাকবে চিরকাল;
চব্বিশ দিয়েছে আমাদের এক অদ্ভুত নতুন সকাল।
চব্বিশের জুলাই, কত মায়ের বুক ফাটা কান্না, কত বোন হারিয়েছে ভাই
চব্বিশে কত মেধাবী হারিয়েছে অঙ্গ, তার সীমা নাই;
চব্বিশ শিখিয়েছে একতা, বেজেছে ঐকতান
চব্বিশেই বেজেছিল বিজয়ের কলতান।
চব্বিশ বুঝিয়ে দিয়েছে, আল্লাহ ছাড় দেন, দেন না ছেড়ে
চব্বিশের এক হায়েনা নিয়েছিল শত মানুষের জান কেড়ে;
চব্বিশ তাকে করেনি ক্ষমা,
চব্বিশ নিয়েছিল প্রতিশোধ, টেনে নিয়েছিল কাছে তারে ঘৃণার নর্দমা।
চব্বিশ নিয়ে গেল ভোট চুরির কারিগর
চব্বিশের চার আগস্ট দেশের মানুষ ছিল উজাগর;
চব্বিশের পাঁচ আগস্ট ঘটবে কী! অপেক্ষার হয়েছিল অবসান;
চব্বিশ অমর হয়ে থাকবে, চব্বিশেই হয়েছিল স্বৈরাচারীর পর্যবসান।
চব্বিশ এলো এ কোন নতুন বার্তা নিয়ে, জানতেও পারিনি
চব্বিশে কী ঘটবে কেউ স্বপ্নেও ভাবিনি,
চব্বিশের পাঁচ আগস্ট, দুপুরবেলা যখন, দেখি তার পলায়ন দৃশ্য,
চব্বিশের বিকেলে স্বৈরাচারের পালানোর দৃশ্য, আহা জেনে গেল বিশ্ব।
#জঠিল ভাইয়া নতুন লিখা দিছি
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই। ভালো যেন হয়। আল্লাহ যেন আমাদের হিফাজত করেন। দেশটা সুন্দর হউক এমনটাই কামনা করি
২| ০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১১
বাকপ্রবাস বলেছেন: চব্বিশ এল চব্বিশ গেল মাঝে গেল আপায়
সেই বেদনায় মাথা ব্যাথা কাজ হয়না নাপায়
০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সামনে যে কী হবে। আপায় তো তার মত কতগুলারে হায়েনা বানায় রাইখা গেছে
ধন্যবাদ
৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩২
কামাল১৮ বলেছেন: জামাত শিবিরের অপশাসন হতে মুক্তি চাই।২৫সে ফিরে আসুক গনতন্ত্র।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
আমি সাজিদ বলেছেন: স্বৈরাচার মুক্ত দেশ পেয়ে সবাই খুশি আমরা। গনতান্ত্রিক ধারা যেন বজায় থাকে। সাবেক প্রধানমন্ত্রীর মতো আর কেউ যেন নিজেকে বা নিজেদের গনতন্ত্রের একমাত্র এজেন্ট মনে না করে।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের দেশের জন্য এটা অস্বাভাবিক না। এক স্বৈরাচার গেলেও হাজার স্বৈরাচার তৈরী আছে স্বৈরাচারী করার জন্য । দেশের জন্য ভয় লাগে। আমাদের দেশের মানুষ স্বার্থপর। দেশ নিয়ে ভাবে না। মানুষ নিয়ে ভাবে না।
ধন্যবাদ সাজিদ ভাইয়অ
৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৩
সাইফুলসাইফসাই বলেছেন: ২৫শে হবে দেশে উন্নতি, গোপনে করবে হাসিনা ক্ষতি
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। ভয়ই লাগে
ধন্যবাদ আপনাকে
৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: জামাত শিবিরের অপশাসন হতে মুক্তি চাই।২৫সে ফিরে আসুক গনতন্ত্র।
সহমত।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: গণতন্ত্র ফিরে আসুক এই আশা সবার।
৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৩
আজব লিংকন বলেছেন: আনন্দ সুখ সমৃদ্ধি বয়ে আসুক আপনার জীবনে।
নতুন বছর কাটুক আনন্দে..
হ্যাপি নিউ ইয়ার ২০২৫
০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার জীবসেও সুখ আসুক
সুস্থ ও নিরাপধ থাকুন
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭
স্প্যানকড বলেছেন:
দেখেন ২৫ কি নিয়ে অপেক্ষা করছে? শুভ কামনা রইলো।