নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=হয়তো কখনো আমরা প্রেমে পড়বো=

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:০০


পোস্ট দিছি ২২/১২/২১

©কাজী ফাতেমা ছবি

কোন এক সময় হয়তো প্রেমে পড়বো আমরা
তখন সময় আমাদের নিয়ে যাবে বুড়ো বেলা,
শরীরের জোর হারিয়ে একে অন্যের প্রেমে না পড়েই বা কী;
তখন সময় আমাদের শেখাবে বিষণ্ণতার পাঠ।

হয়তো এখনও আমাদের শরীরে অহমের জোর আছে
আছে পায়ে পায়ে একা চলার শক্তি,
সে শক্তি যেদিন হবে নিঃশেষ,
মনে হয় ঠিক তখনই আমরা প্রেমে পড়ে যাবো।

এখন হাওয়া লাগিয়ে গায়ে, একা পার করে দিতে পারি অজস্র ক্ষণ,
প্রেমের কী প্রয়োজন অথবা ভালোবাসারও নেই দরকার,
এখন হাসি ঠাট্টাতে মশগুল হতে পারি আড্ডাতে, চায়ের আসরে;
একদিন সব আসর ধূসর হবে আর আমরা হাত ধরে বসে থাকবো একা।

ঘরকুনো আমরা প্রেমে না পড়েই বা কী হবে,
কোথাও যাওয়ার আর থাকবে না স্থান, দেবে না আর কেউ সময়,
ঠিক তখনই আমরা প্রেমে পড়বো, শুনাবো অতীতের সুখ সুর ঝংকার;
প্রেমে পড়তে বাধ্য তখন আমরা।

এই যে বর্তমান, যাচ্ছে নিরামিষ, নেই মনে একফোঁটা প্রেম
নেই ভালোবাসার ছোঁয়া, যে যার মত হেঁটে যাই উল্টো পথে,
ধৈর্যের বুকে পা রেখেই আমাদের বর্তমান ফুরোবে
ভবিষ্যতের সিঁড়িতে পা রেখে আমরা খুঁজবো নতুন জীবন,
আমাদের মনে প্রেম মেলবে ডানা।

তখন কী আর রোমাঞ্চ জাগবে মনে?
নাকি হাত ছুঁয়ে দিলেই প্রেমের শিহরণ জেগে উঠবে শরীরে,
ফুরিয়ে গেলে সব, আসে না আর ফিরে, প্রেমে পড়বোই বটে
তবে সে প্রেম বড্ড শুকনো,
হাতে নিলেই শুকনো পাতার মত;
হুড়মুড় করে বেজে উঠবে হঠাৎ বিদায়ের ধ্বনি।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: খুব চমৎকার

০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহাচমৎকার একখানা কবিতা লিখলেন।

০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনাদিকালের মোহহীন আবেদন জাগবে মনে প্রেমে পড়তেই হবে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সুজন ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: বুড়ো বয়সে প্রেমে পড়ার বিষয়টা ভাবা হয় নি। তবে আমার ধারনা আমি খিটখিটে টাইপ বুড়া হবো , তাই বুড়ো বয়সে প্রেমে পড়ার সম্ভাবনা শূন্যের কোঠায় :P তবে কবিতা ভালো লেগেছে। বুড়ো বয়সে প্রেমময় ভাবনার দোল খেতে খেতে কিছুটা হাসলাম আর কি :`> !

০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছেলেরা তাদের জোয়ান বয়সে বউরে বেশী জ্বালায় । আর বুড়া হইলে পীরিত বাড়ে। তখন মেয়েদের প্রেম টেম লাগে না কিছু। এমনিতে তাদের অনেক ভালো কাটে নাতি নাতলদের নিয়ে। আর বুড়োরা একাপড়ে যায় তখন। দেখ বাছাধন কত ধানে কত চাল হাহাহা

ধন্যবাদ ভাইয়া

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭

নজসু বলেছেন:



মানুষ বুড়ো হয়ে যায়। ভালোবাসা কখনও বুড়ো হয়না।
তাই প্রেম থাকে চির নবীন, চির তরুণ।
মৃত্যুর পরেও প্রেম হয়তো থাকে অমলিন।

ধন্যবাদ প্রিয় আপা। ভালো লাগা।

০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী জানি। ভালোবাসা ছেলেদের জন্য মনে হয় ফিরে আসে। মেয়েরা বুড়ো বয়সে নাতি নাতনী নিয়া ভালোই থাকে। পুরুষদের অহংকার তখন শেষ । ভেংগে গুড়ামচা।

থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা হারাম।
হারাম বিষয় নিয়ে কবিতা লেখাও হারাম নিশ্চয়ই?

০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তরে আমার পোস্টে আইতে না করছি না । বাধ্য হয়ে তুই কইলাম
তুই আমার পিছে লাগছস ক্যারে বে.......

দুইন্যার পোস্ট পইরা আছে সেগুলোতে যা হা..।রাম..দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.