নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
একদিন কাঁচা তেতুলে দাঁত রেখে লুটতাম এক সমুদ্দুর তৃপ্তি,
রোজ দুপুরে কাঁচা আম ভর্তা কাঁচা লংকায় ইশ!
কই সে নেশা! কর্পূরের মতই গেলো উবে,
তবে চায়ের নেশাটা কি থেকেই যাবে? হয়তো না।
একদিন সুখের নদীতে ভেসে বেড়াতাম স্বাধীন ডানা মেলে
ভাবিনি কখনো একদিন ডুবে যাবো ব্যস্ততার অতলে,
স্বাধীনতার ডানা ভেঙ্গে যাবে কল্পনায়ও আসেনি,
ইচ্ছে মাফিক চলা বলার পিছনে সময় টেনে দিয়েছে যতি।
নেশা কেটে যায়, সুখগুলো দুঃখ হয়,
আনন্দও হয়ে যায় নিরানন্দ,
ইচ্ছেরা হয় অনিচ্ছা,
চায়ের নেশা থাকুক অটুট, এটুকু চাই।
কী বিতৃষ্ণা জীবনজুড়ে, ভাবিনি সুখের তৃষ্ণায় হবো কাতর,
কী এক ঘোর অমানিশার করাল গ্রাসে আমি হয়ে
যাই নিমেষেই নিঃশেষ,
অথচ একদিন তাড়াতাড়ি বড় হওয়ার ছিল কী আকাঙ্ক্ষা।
চায়ের কাপে ঠোঁট রেখে, কখনো আনমনা হই,
ভাবি বিগত দিনের সুখ স্মৃতিগুলো,
স্মৃতির পটে যে উচ্ছলতার ছবি আঁকা ছিলো
সে ধুলোয় মলিন, আবছা... মুছে যায় যায় অবস্থা।
চা ফুরিয়ে যাওয়ার পরও ভাবনারা আমায় গিলে ফেলে,
ভাল্লাগে না কিছু আর,
কীসের অভাব অনুভূত হয় মন মাঝে, অনুভবে পাই না খুঁজে!
কিছু বেদনার ভার যায় না সওয়া;
যায় না কওয়া কাউকে যে, এ ব্যথায় আমি যাচ্ছি ডুবে।
©কাজী ফাতেমা ছবি
০৫/০১/২০২২
চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
চায়ের কাপে টুংটাং সুর-৩
চায়ের কাপে টুংটাং সুর-৪
চায়ের কাপে টুংটাং সুর-৫
০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু নিরামিষ মানুষের লাইজ্ঞা বর্তমান সুন্দর করতে পারি না কিত্তাম
তবুও বর্তমান সুন্দর। অতীত আরও বেশী সুন্দর ছিল । আন্তরিকতা ছিল
২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা ক্রমেই আরো ত্যাজদীপ্ত হয়ে উঠছে।
০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চিন্তুা ভাইয়া
ভালো থাকুন
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন? কেন লিখেছেন?
আমি চাঁদগাজী/সোনাগাজীর মতো সাহসী হলে স্পষ্ট করে বলে দিতাম- গরুর রচনা। অথবা বলতাম 'গার্বেজ'।
০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাথা মোটা গর্দভ,
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০
শায়মা বলেছেন: বর্তমান আসল সুন্দর!!!
তবুও আমরা অতীত ভালোবাসি!!!
সুন্দর কাব্য!