![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
নিজ চেয়ারে বসে চোখ ঘুরিয়ে দেখি মানুষের আনাগোনা,
আহা রিটায়ার্ড পার্সন দেখে, মনে হয় বিষাদের স্বপ্ন বোনা;
বয়সের ভারে নুয়ে পড়া জীবন,
জরাজীর্ণতায় পূর্ণ যেন তার দেহ ভুবন।
আহা রিটায়ার্ড পারসন
অচিরেই ঝুলে যায় চামড়া, চোখে পড়ে ছানি,
এই টেবিলে বসেই কেউ কেউ ছড়াতেন আদেশের বাণী,
কারো দাপটে চুপচাপ অফিসপাড়া,
আবার কারো থাকতো আগে আগে বাড়ী ফেরার তাড়া।
কেউ কেউ দাপটের সাথে কর্মজীবনের ঘটিয়ে ইতি,
বয়স আর জরাজীর্ণতার সাথে বাড়িয়েছেন প্রীতি,
অথচ একদিন এখানে কাটিয়েছেন উচ্ছল সময়,
কাজের ফাঁকে জীবন ভাবনায় তন্ময়,
কেউ সুনামের সাথে কর্ম জীবন করে দিয়েছেন পার
আজ তাকিয়ে দেখি কী বিবর্ণ জীবন, ছিঁড়ে গেছে তার সুখের তার।
একদিন এখানেই কেউ কেউ ছিলেন মন্দ ব্যবহার আর হিংসায় মত্ত,
আজ তার দেহের জোর, ক্ষমতা সব, সময় করে নিয়েছে করায়ত্ত,
এখানে অতীতের মন্দ আচরণের কেউ আসলে প্রয়োজনে,
কেউ বাড়ায় না পা.... তাকে সম্ভাষণের আয়োজনে,
আবার বিগত ভালো আচরণের কেউ আসলেই
সবাই হেসে হেসে জানান স্বাগত,
সবার ঠোঁটে প্রসন্ন হাসি, যেন আছেন উনি সেই আগের মত।
ব্যবহার তো মূল্যবান অলংকার, কেউ বুঝে না, কেউ ধরে রাখে
ভালো মন্দ ব্যবহার, আচার আচরণ থেকে যায়.....এইতো কর্মফল
কেউ কেউ ভালো ব্যবহারের মাধ্যমে
কর্মজীবন শেষ করতে হয়েছেন সফল ।
খুঁড়িয়ে চলা জীবন আমার চোখের সম্মুখে হাজির,
একদিন আটকে দেবে উচ্ছলতা, বয়সের জিঞ্জির
আমি ভালো কী মন্দ, সে বলে দেবে সময়ের পাখি এসে,
কেউ কেউ বাসবে ভালো, রাখবে আমায় স্মরণে,
যদি জরাজীর্ণতার বুকে পা রেখে আসি অফিস পাড়ায়.....
কেউ কেউ কী ব্যস্ত হবে, আমায় বরণে?
কে জানে!
©কাজী ফাতেমা ছবি
১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপু। তোমার সাথে তো অনেক দিন কথা হচ্ছে না । ব্যস্ত নাকি। বছরের শুরু স্কুলে তো এত ব্যস্ততা নাই।
ভালো থাকো
ধন্যবাদ অনেক অনেক
২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১১
সাইফুলসাইফসাই বলেছেন: কত সুন্দর!
১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩
জিনাত নাজিয়া বলেছেন: মন খারাপ করোনা আপু,সবাই আমরা প্রকৃতির নিয়মে আবদ্ধ। অনেক সুন্দর লিখেছ, ধন্যবাদ। ভালো থেক।
১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ এটা তো সত্য। তবু মেনে নিতে মাঝে মাঝে কষ্ট হয়।
সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খইর
ভালো থাকো আপু
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০
shubh+r বলেছেন: খুবই সুন্দর
১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
৫| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৮
জটিল ভাই বলেছেন:
আঁধার শেষে আলো হাসে ♥
সাধারণ হয়নি ♥
জটিলবাদ ♥
১৪ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
৬| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: ফুরিয়ে গেছেন অনেক আগেই। এখন শুধু সময় দুনিয়া ছাড়ার।
১৪ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি ঠিক আছে ব্রিটিশ আমল থেকেই। আর আপনি দুনিয়া ছাড়বেন না
৭| ১৪ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৪
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই সুন্দর!
১৪ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন সবাইকে নিয়ে
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
শায়মা বলেছেন: কত শত ভাবনায় ডুবে যায় কবি মন তাইন আপুনি!!!