নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফেলে এসেছি গাঁয়ের আকাশ=

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮



ফেলে এসেছি মায়া মমতা, আদর স্নেহ
ফেলে এসেছি চিরচেনা আকাশ
ধুলো উড়া পথ, জলে ভরা পুকুর
আর ঘাসফুল,প্রজাপতি প্রহর।

চেনা আকাশে ছিল শুভ্র মেঘেদের ভিড়
ছিল পাখিদের উড়াউড়ি
ছিল কিছু কালো মেঘও
আর ছিল স্বচ্ছ আলোর আস্ফালন।

নিয়ে এসেছি দীর্ঘশ্বাস,
মা বাবার জন্য চোখে জল
নিয়ে এসেছি দুশ্চিন্তা সমুদ্দুর
আর নিয়ে এসেছি কিছু আকুতি
তাদের কাছে আবার ফেরার।

রেখে এসেছি আল্লাহর ভরসায়
বুড়ো মা বাবা,
আর মিহি ঘ্রাণ তাশীদ বাবাই’র
আর মৃদু হাসি মুখ তায়িব্যার।

ঝিরিঝিরি কুয়াশার নাচন ফেলে এসেছি
ঝুপ ঝাড়ে বুনোফুল
হাসনাহেনার ঘ্রাণে মাতাল সময়
এবেলা বড্ড হাঁসফাঁস উতলা মন আমার।

ইচ্ছে করে ফিরে যাই চেনা পথে
চেনা আকাশে রাখি চোখ
পুকুর পাড়ে বসে থাকি আনমনা
ইচ্ছে করে মায়ের আঁচলের নিচে থেকে যাই অনন্তকাল।
©কাজী ফাতেমা ছবি
১৬-০১-২০২৪


নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)
আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৭(আকাশ ভালোবেসে
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৮(আকাশ ভালোবেসে)
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৯(আকাশ ভালোবেসে)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ফেলে আসা দিনগুলি - আহা কতই না মজার ছিল ।

ঘাস-গুল-ফড়িং-প্রজাপতির সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে থাকা গায়ের মেটোপথে হেটে গিয়ে বুনোঝাড়ে বইচি ফল কুড়িয়ে খেয়ে ঝাপ দিয়ে পুকুরে পড়ে সাতরে-ডুবাতে ডুবাতে চোখ লাল করে বাড়ী ফিরা।

আহা সে যে আমার নানা রংগের দিনগুলি।

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার নানা রঙের দিনগুলো। গ্রাম এখন আগের মত নাই। আমাদের মত ডানপিঠে না কেউ। সবাই ঘরেই বসে থাকে সারাদিন

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতাও সুন্দর ছবিও সুন্দর নিশ্চয় আমাদের আপাও সুন্দর। B-)

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আমি বিশ্বসুন্দরী হাহাহাহা ;)

থ্যাংকিউ সো মাচ

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪

এ পথের পথিক বলেছেন: ছবি ও কবিতা দুটোই সুন্দর

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন অনেক অনেক

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর অনেক ভালো থাকুন

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

জটিল ভাই বলেছেন:
একদমই সাধারণ নয়।
নাড়ির টান অমনই হয়!

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
গত বৃহস্পতিবার রাতে গেছি গতকাল রাতে ফিরছি
দুইদিন ছিলাম গ্রামে
আলহামদুলিল্লাহ

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০২

জুল ভার্ন বলেছেন: রবি ঠাকুরের ভাষায় "ফিরে চল্‌, ফিরে চল্‌, ফিরে চল্‌ মাটির টানে--
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে॥
যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে,
ডাক দিল যে গানে গানে॥"

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রাম আসলেই ভালো লাগার জিনিস। যদি গরমের দিন কারেন্ট না নিত ইশ কী যে ভালো লাগতো। সব সুবিধা পেয়েও না পাওয়ার মত।

ধন্যবাদ ভাইয়াজি

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিন বুলায়া মেহমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.