নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
যাপিত জীবনের সিঁড়ি বেয়ে উপরে উঠি অথবা নামি অথৈ অন্ধকারের খোঁজে,
কত স্বপ্ন, কত সত্য কথন রোদে পুড়ে হয় ছাই,
এগিয়ে যাই বাস্তব উপলব্ধি মনে নিয়ে ব্যস্ততাকে বুকে তুলতে,
দিন আলোর আভায় মুখে আঁকা থাকে কত সুখ অসুখ, কেউ কী তা পড়ে?
প্রতিদিন আনমনা হই কোনো এক অবসরের ফাঁকে
কতকিছু ভাবি, কত কিছুর পরিকল্পনা ভেস্তে যায় বেলা ফুরোনোর সাথে,
মনে রাখি না অতীত ভাবনাগুলো আর;
মনের খবর কে জানে, কে অনুভব করে ভালোমন্দ অন্যের জীবনের?
মন কখনো হয়ে উঠে ডানা মেলা পাখি, কখনো মনের গতিপথ আটকে যায়
ফুরফুরে অবসরে মন উড়ে যায় অতীতে কখনো ভবিতব্যে,
মন উড়ুক করি না আর মানা,
কে জানে মন কোথায় কখন হারিয়ে যায়, ব্যথায় অথবা সুখের বুকে!
বালিশই প্রিয়, দু'দন্ড মাথা রেখে চোখ বন্ধ করে ভাবা যায় জীবন,
মুখ গুঁজে কিছু অশ্রুও দেয়া যায় বিসর্জন,
হৃদয়ের তাপ বিছানায় গড়ায়, অথবা সুখগুলো ওম পেয়ে মুখ লুকায় বুকে,
কে জানে মনের খবর, কে রাখে মনের খোঁজ,
কত হৃদয় পুড়ে ছাই, কত অভিমান পুষে মানুষ, সে জানে বালিশই কেবল।
ভাবনার অবসরে, বুক বেয়ে নেমে আসে এক দলা দীর্ঘশ্বাস, অথবা স্বস্তির নিঃশ্বাস
মুখ অন্ধকার নিশ্চুপ অথবা মিহি হাসি ঠোঁটে,
এটুকু কেবল মানুষের নিজের, এ অনুভূতিটুকু লুকিয়ে বুকে মানুষ
সুখ অথবা দুঃখঘরে ফের রাখে পা অনায়াসে।
হৃদয় সমুদ্দুরে বেদনার ফেনিল ঢেউ, কে মন রাখে সে ঢেউয়ে,
সুখ অথবা দুঃখের জোয়ার ভাটায়, মানুষ দুর্বল হয়ে মন ছেড়ে দেয় সময়ের হাতে
সময় নিয়ে যায় কখনো রঙবাহারী মোহ বাতিঘরে অথবা অথৈ অন্ধকারে,
সিদ্ধান্তহীনতায় ভুগে মানুষ পা পিছলে পড়ে যায় বিষাদের খাদে,
চতুর না হলে জীবনের বাঁকে বাঁকে কেবল বন্ধুর পথই রয়ে যায়।
©কাজী ফাতেমা ছবি
(২০-০১-২০২২)
২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন
২| ২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
এ পথের পথিক বলেছেন: সুন্দর
২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ পথিক
ভালো থাকুন সবাইকে নিয়ে
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৮
গেঁয়ো ভূত বলেছেন: গভীর উপলব্ধি!