নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভুলে যাচ্ছি কত কিছু=

২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২



ভুলে যাচ্ছি মমতার ঋণ, বাবার আদর
ক্রন্দনরত দিন, বৃষ্টির ঝুম আওয়াজ
ভুলে যাচ্ছি কত কিছু দিন দিন
বিছানো ছিল কোথায় যেন স্নেহের চাদর।

ভুলে যাচ্ছি দেহের শক্তি, সরল মন
কঠিনের মাঝে ডুবে ধীরে
ভুলে যাচ্ছি খোয়াই নদীর উত্তাল ঢেউ
সেই দিনকার মেঠোপথে মেঘবালিকাদের ভ্রমণ।

বৈশাখি ঝড় উঠলেই সেই আযানের সুর
ভুলে যাচ্ছি অল্প অল্প
ঝড়ে আম কুঁড়ানোর সেই দৃশ্যপট
ভুলে যাচ্ছি শীতের উঠোনে সেই সোনা ঝরা রোদ্দুর।

আমের বোলের মৌ মৌ ঘ্রাণ
ভুলে যাচ্ছি মৌচাক হতে মধু সংগ্রহের দৃশ্য
ভুলে যাচ্ছি কাছের মানুষগুলো
ভুলে যাওয়া নাম স্মরণ করতে এবেলা আনচান প্রাণ।

ঝিঙের মাচায় লাল ফড়িঙয়ের উড়াউড়ি
হলুদ ফুলেদের ভিতর মৌ পোকাদের মধু গুঞ্জরন
ভুলে যাচ্ছি ক্ষেতে লাঙল দিয়ে গরুর মাটি উর্বর সেই দিনগুলো
ভুলে যাচ্ছি নাটাই হাতে মাঘের বিকেলে উড়ানো সেই রঙিন ঘুড়ি।

গাঁয়ের মায়ায় মাখানো পথ ঘাট
ভুলে যাচ্ছি পুকুর জলে সাঁতার কাঁটার সেই উদাস দুপুর
ভুলে যাচ্ছি বিন্নি ভাত, আমন, মাঘে পিঠা পুলির রসনা
আহা ভুলে যাচ্ছি হাওয়ায় দুলানো সেই দিগন্ত জোড়া সবুজ মাঠ।

ভুলে যাচ্ছি লেইস ফিতা, লেইস ফিতার হাক ডাক
চমচম, কাচ ভাঙ্গায় কেনা মুড়ির নাড়ু
ভুলে যাচ্ছি মাটির কলসে পুকুর হতে কাঁখে করে জল আনার মুহূর্ত;
কত কিছু ভুলে যাচ্ছি অনায়াসে,
ভুলে যাচ্ছি মধুময় সেই দিনগুলো,
ভুলে যাচ্ছি বর্ষার থই থই জলে রঙবাহারী মাছেদের সাঁতারকাটা ঝাঁক।
©কাজী ফাতেমা ছবি
২২/০১/২০২৪

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

জুল ভার্ন বলেছেন: আমাদের শৈশব কাব্যগাথা। ❤️

২| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

জটিল ভাই বলেছেন:
সব ভুলে গেছি বলেই,
ভুলে গিয়েছি বাঁচতেই!

৩| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২

এ পথের পথিক বলেছেন: শৈশব মনে করিয়ে দিলেন :(

৪| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন

৫| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা লেখা আর পোষ্ট দেওয়া ভুলে যাইয়েন না।

৬| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

সাইফুলসাইফসাই বলেছেন: আমি খেলেছি কত রকম খেলা/ হাসি-খুশিতে কেটে যেতো বেলা
সবসময় ভালো লেখেন- সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.