নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফুলের মৌসুমে ফুলের ছবি=

২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩

০১। ফুলের মৌসুমে ফুলের ছবি দিলাম। এগুলো বিভিন্ন সময়ে তুলেছিলাম। অনেক অনেক ছবি এখনো গুগল ফটোতে জমা আছে। ভাবছি আস্তে আস্তে সব ব্লগে রেখে দেব। নইলে জায়গা খালি পাবো না। অনেক ফুলের নাম মনে থাকে না। কিছু ফুলের নাম মনে থাকে। এগুলো স্যামসাং এস নাইন প্লাসে মোবাইলে তোলা।



=ফুল না, গাছ দিয়ো=
ফুল লাগবে না বন্ধু, গাছ দিয়ো;
হয়ে যেয়ো মানুষ তুমি প্রিয়।

০২। =নীল ফুলই তো দিবে, তাই না?
বিরহের রং নীল, বিষাদেরও রংও নীল
তুমি তো তাই দিবে, নীলে নীল করে দাও দিল;
চাই না অন্য কিছু নীল রং ফুল হলেও চলবে এবেলা;
মন তো মিললো না আর, বসলো না তাই মেলা।



০৩। =যার বাড়ির সামনে ফুল আছে=
একটি বাড়ি তখনই সৌন্দর্যে হয় পরিপূর্ণ
যখন বাড়ির উঠোনে রয় ফুলের বাগান
যেখান দিয়ে হেঁটে গেলেই মৌমাছিরা গুন গুন সুরে হয় ঘূর্ণ;
সে বাড়ির প্রতি রয়ে যায় এক অলীক টান।



০৪। =গোলাপী গোলাপে সাজিয়ে দিয়ো মন বাগান=
গোলাপের কাঁটা আছে, আছে ঘ্রাণ;
একটি তরতাজা গোলাপ পেতে মন হরদম করে আনচান;
গোলাপী গোলাপ এনে দিতে হবে না, মন উঠোনে দিয়ো চারা বপে,
মনখানা তোমার মনে দেব অনায়াসে সঁপে।



০৫। =কত রঙের গোলাপ=
কত রকম গোলাপের বাস এখানে
সাদা, গোলাপী, অথবা নীল;
কিছু গোলাপের আছে সুঘ্রাণ;
কিছু গোলাপের ঘ্রাণ অল্প, কিছু গোলাপ বর্ণিল।



০৬। =ফুলের নাম জানি না=
ও গোলাপ রঙের ফুল, আমি যে জানি না তোর নাম;
করিস না আমার দুর্নাম
তোকে কী বলে ডাকি বলে দিস তুই,
ও ফুল তুই কী বেলী গোলাপ জুঁই?



০৭। =ফুলগুলো ছিঁড়ে ফেল না=
গাছেই রয়ে যাক ফুলগুলো;
ছিঁড়ে করো না বৃক্ষদের এলোমেলো;
বৃক্ষরা ফুল ফুটায়, বিলায় আনন্দ;
অযথা ফুল ছিঁড়ে দিয়ো না হারিয়ে প্রকৃতির ছন্দ।



০৮। =জারবেরা কী তুই=
আমি তোর নাম জানি
তুই জারবেরা;
তুই গাছেই ঝুলে থাক, সেখানেই মানায়
তোকে তো যাবে না ছেঁড়া।



০৯। =তুই এত সুন্দর ক্যান গো=
এত সুন্দর রঙ তোকে কে দিয়েছে জানিস
দিয়েছেন আমার রব
তুই সুন্দর রং গায়ে ধারণ করে
জমিনে বসিয়েছিস সুখের উৎসব।



১০। =দুটো মন এক হল=
তোদের মত যদি দুটো মন হয় এক
প্রেম বলে তাকেই, বলে তাকে ভালোবাসা;
ভালোবাসা ভুলে গেলে বিরহ কয় তাকে;
বিরহের রং নীল, নীলে কী থাকে ব্যথা ঠাসা?



১১।
=আমি তোকে হিমু ফুল ডাকি=
আমি তোকে হিমু ফুল ডাকি
রেগে যাস না যেন, তুই হিমু ফুল
ফুটে থাকিস এক মাস
ঝরে যাস না, করিস না ভুল।



১২। =তুই কী বাঁধাকপি=
তোকে খাওয়া যায় নাকি;
নাকি খাবে বলে সুন্দর বিলিয়ে দিচ্ছিস ফাঁকি?



১৩। =তুমিও এভাবেই থাকো=
পাশাপাশি প্রেম হয়ে ফুটো তুমি
ঝুলে থাকে মনের ডাল ধরে
গল্প কথায় পার হয়ে যাক অজস্র ক্ষণ
তুমি এবেলা সুখ সুর তুলো মন ঘরে।



১৪। =মনমানসিকতা এক না হলে, হয় না প্রেম=
কাছাকাছি পাশাপাশি যায় না থাকা অনন্তকাল
মন না মিললেই পড়ে ভালোবাসার অকাল;
পাশাপাশি প্রেম হয়ে কে আর ফুটে;
একটি বাঁকা কথাতেই মন যায় নিমেষেই টুটে।



১৫। =আমি ফুলের রং বুঝি না=
দেখে যাও, এই ফুল, এ রঙে এক জামা দিয়ো
এবারের ঈদে উপহার দিয়ো প্রিয়।



১৬। =কোন গোলাপ ঘ্রাণ ছড়ায় বলো?
লাল গোলাপ, নাকি সাদা
রাখলাম এ ধাঁধা
কোন গোলাপ ঘ্রাণ ছড়ায়
বলো কোন গোলাপ মায়ায় জড়ায়?



১৭্। =লাল গোলাপ দিলাম=
রেখে দিয়ো বালিশের নিচে
স্বপ্ন ঘুমে বিভোর হবে গোলাপের ঘ্রাণে,
গোলাপ চুপসে যাবে তবুও ঘ্রাণ ছড়াবে
দেখে নিয়ো কেমন মুগ্ধতা ছড়ায় প্রাণে।



মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৫

সাইফুলসাইফসাই বলেছেন: ফুলের সৌন্দর্যে জুড়িয়ে গেলে মন
কয়টা ফুল জীবনে হয় আপন।

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ভাইয়া

২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ যতসব ছবি!

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
অনেক ভালো থাকুন

৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: কোন ফুল দেব তোমায় কোন ফুলে ঢুলে মন
এতো ফুল চারদিকে ঝুলে আছে প্রেম এখন

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকুন সবাইকে নিয়ে

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৩

জুল ভার্ন বলেছেন: লেখাও ফুলের মতো সুন্দর!

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: বরাবরের মতোই চমৎকার মন ভালো করা সব ছবি ।

আহাঃ , আহারে ;) যেমন মনের সাথে সাথে মনের মিল - কভু হয়নি কেন এক জীবনে?
আত্মার সঙ্গীর (খুজতেছি জীবন ভর - পাইনি এখনো । যা পেয়েছি ভুল করে,যা চেয়েছি তা পাইনি ) সাথে :(

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনের সাথে মন না মিললে সব শান্তির ইতি

থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৬| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২

এ পথের পথিক বলেছেন: মাশাআল্লাহ্‌ । চমৎকার হয়েছে ছবি ।

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ভাইয়অ

৭| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:



ফুলগুলির নামগুলো দিলে আরও ভালো হতো।

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । পরের বার ছবি দিলে নাম দেয়ার চেষ্টা করবো ইংশাআল্লাহ
অনেক ভালো থাকুন

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,



এ যেন "ফুলে ফুলে ঢলে ঢলে......"
ফুলের মৌসুমে আপনার জন্যেও এই ফুলটি -------
-

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীল অপরাজিতা। এটার ডবল লেয়ার পাপড়িও খুব সুন্দর। আমার অবশ্য এই অপরাজিতা আছে। আজও একটা ফুটেছে দেখছি বারান্দায়

ধন্যবাদ ভাইয়া অনেক ভালো থাকুন

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ফুলের মৌসুমে দিতে হয় ফলের ছবি।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৮

জটিল ভাই বলেছেন:
ছবির চেয়েও ছবি সুন্দর! ♥♥♥

২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অশেষ ধন্যবাদ অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.