নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। কলমি ফুল
তোমাকে আমার বারান্দার শুভ্রতা দিলাম,
মন হয়ে উঠুক তোমার শুদ্ধ
তুমি মুগ্ধ হও
মনের দুয়ার রেখো না আর রুদ্ধ।
আমার ছোট বারান্দা বাগানে এই ফুলগুলো ফুটেছিল। প্রতিদিনই কিছু না কিছু ফুল ফুটে। ঘুম থেকে উঠেই দখিনমুখী বারান্দায় চোখ রাখি। মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। উঠেই দেখি চড়ুই পাখিরা কিচিরমিচির করছে। কিন্তু সমস্যা হলো চড়ুই গুলো আমার ফুলের কলিগুলো খেয়ে ফেলে। ঠোঁটে করে নিয়ে যায়। কত গাছের পাতা ছিঁড়ি খেয়ে গাছগুলোকে বিশ্রি করে দেয়। বজ্জাতের বজ্জাত একেটা ব্লগের মামোগের মত।
০২। নীল বিরহ রং হলেও আমার প্রিয়,
রোজ একটা করে নীল ফুল দিয়ো।
=ফুলের নাম ব্লু ডেজ=
০৩। দেখতে অপূর্ব তাই না? হাতে তুলে ফুল সুন্দর উপভোগ করতে চাও;
ওতে কাঁটা আছে, দূর হতেই দেখ, নিজেকে আগে বাঁচাও।
=ফুলের নাম মিনি কাঁটামুকুট=
০৪। তাকিয়ো না আমার বাগানে যত্নের ফুলে
ঝলসে যাবে চোখ, ছিঁড়তে যেয়ো না ফুল ভুলে।
=ফুলের নাম হাইব্রিড লাল নয়নতারা=
০৫। ও পর্তুরাণী তুই কেন এত সুন্দর গো;
কী সুন্দর গোলাপী আভায় তুই আছি সেজে,
ছিঁড়ে তোকে, দেব নাকি খোপায় গুঁজে?
=ফুলের নাম পর্তুলিকা=
০৬। সাদা অথবা গোলাপী রঙে মাখা ফুলগুলো
তাকিলে থাকলেই সুখে মন এলোমেলো।
=ফুলের নাম পর্তুলিকা=
০৭। মেজেন্ডা রঙে সেজে আছিস তোরা
তোরা কী বন্ধু? এমন করেই থাকিস পাশাপাশি অনন্তকাল।
=ফুলের নাম পর্তুলিকা=
০৮। আহা তোদের রঙে সাজাই মন রোজ
তোরা তো রাখলি না মনের খোঁজ।
=ফুলের নাম হাইব্রিড লাল নয়নতারা=
০৯। কত যতনে তোদের ফুটাই, তোদের দিই সার বল
আমার মন তোরাই আনন্দে ভরিস, তোরা তো করিস না ছল।
=ফুলের নাম হাইব্রিড মেজেন্ডা নয়নতারা=
১০। পর্তুরাণী তুই তো গোলাপী রঙ বসন পরে আছিস
না মেজেন্ডা, তুই কি গোলাপী রং ভালোবাসিস
=ফুলের নাম গোলাপী পর্তুলিকা=
১১। হায় অপরাজিতা, তুই না নীল ছিল, এখন অন্য রং নিয়ে দাঁড়িয়ে আছিস সম্মুখ;
কত রঙে সাজাস নিজেকে, তোদের রূপ দেখতে রোজ, অপেক্ষায় রই উন্মুখ।
=ফুলের নাম ডাবল পাপড়ির অপরাজিতা=
১২। তোরা বন্ধু, তোরা সখি, থাকিস এভাবেই লেপ্টে দিনভর
তোদের দেখে মন যে হয় সুখে উর্বর।
=ফুলের নাম হাইব্রিড গোলাপী নয়নতারা=
অটঃ এক বেহায়া আইসাই কইবো একটা ছবির ফ্রেমও ঠিক হয়নি ।কবিতা ভালো হয়নি। মামোগ একটা
২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার সব পোস্টে নেগেটিভ মন্তব্য করে এক মাথা মোটা গর্দভ (মামোগ)
সে গাজী সাহেবের চেলা চামুন্ডা। নিজেরে জ্ঞানী ভাবে। ইসলাম বিদ্বেষী
২| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮
ভুয়া মফিজ বলেছেন: আরে...........কওয়ার দরকার নাই। গর্দভটারে আমি চিনি। আমার প্রথম মন্তব্যের ইমো দেইখা বুঝেন নাই?
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম। থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকুন
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার বাগানের ফুলগুলো
আামি দেখতে পারি না কেনো?
কবি আপা
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝতে পারলাম না। কেন যে দেখতে পান না। সবাই তো দেখছে। আপনি মোবাইল না পিসি থেকে দেখতেছেন ভাইয়া?
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪০
শায়মা বলেছেন: মামোগ মানে কি!!!!
যাইহোক লাল মেজেন্টা নয়নতারা?
কি সুন্দর!!!! আগে দেখিনি .....
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মামোগ=মাথা মোটা গর্দভ
হ্যাঁ লালও আছে মেজেন্টাও আছে
কিন্তু এগুলাতে বেশীদিন বাঁচাতে পারি না। মরে আবার কিনি।
ধন্যবাদ আপু
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
মিরোরডডল বলেছেন:
থ্যাংকস ছবিপু। এই পোষ্টটা ভালো লাগলো।
সবগুলো ফুল খুব সুন্দর, কিন্তু এতো কালারফুল ফুলের মাঝে অপরাজিতাকে কেমন যেনো মলিন মনে হচ্ছে।
যদিও তুমি গান শোন না কিন্তু এই দলছুট অপরাজিতার জন্য একটি গান।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অপরাজিতার কালারটা খুবই সুন্দর। একদম মায়াবি। আর এখানে সবগুলো ফুল তার চেয়ে উজ্জ্বল রং এজন্য তাকে একটু মনমড়া লাগছে। গানটা আসে না। অফিসে সব বন্ধ হওয়াতে ইউটিউব ভিডিও আসে না।
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকো আপু
৬| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
নজসু বলেছেন:
সুন্দর ছবির সাথে সুন্দর কবিতা।
আমি একে বলবো ছবিতা।
ছবিতা অনেক সুন্দর হয়েছে বোন।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর সুজন ভাইয়া
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৭| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর সুন্দর ফুল সাথে মিল করে ছন্দময় কথামালা। এরা কোন কাননের ফুল?
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: তুমি কোন্ কাননের ফুল, তুমি কোন্ গগনের তারা। তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা॥ এগুলা ছবি কাননের ফুল গো ভাইয়া ছবি কাননের ফুল
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন স্বপরিবারে
৮| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: ৭. ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭০
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর সুন্দর ফুল সাথে মিল করে ছন্দময় কথামালা। এরা কোন কাননের ফুল?
কুটনা ভাইয়ু!!! কুটনামী করে করে বুদ্ধি গেছে! এসব ছবি কাননের ফুল......
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো ভাইয়া কটুনা কবেত্থন। না মোটেও না
ভাইয়া কুটনা না। ইয়েস এগ্লা ছবি কাননের ফুল
৯| ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
জুল ভার্ন বলেছেন: ফুলেল শুভেচছা ❤️
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন
১০| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৭
সাইফুলসাইফসাই বলেছেন: ফুলগুলোর সৌ্ন্দর্যে মুগ্ধ
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
১১| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব কিছু মনমুগ্ধকর।
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন
১২| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: আমি তো পিসি থেকে দেখি এবং লেখি
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন:
১৩| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: গোলাপ নাই?
১৪| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: না এখন দেখতে পাই সবার ছবি ত দেখতে পাই কিন্তু আপনেটা
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে
ধন্যবাদ আপনাকে।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯
করুণাধারা বলেছেন: এত এত সুন্দর সুন্দর ফুল! খুব ভালো লাগলো দেখতে!
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন। বর্তমানে অনেক ফুল ফুটে আছে বারান্দায়। আরেকদিন ছবি দেব ইংশাআল্লাহ
ভালো থাকুন আপুন
১৬| ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৪
আরইউ বলেছেন:
কাজী,
ছবিগুলো খুব সুন্দর লাগছে। পর্তুলিকা ফুলটি কত সুন্দর! আগে কখনো দেখেছি বলে মনে পরছেনা।
ভাল থাকুন!
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কত রকমের যে পর্তুলিকা আছে বাপরে। সব কালার লাগালে বারান্দায় জায়গা হবে না। একেকটার একেক সৌন্দর্য মাশাআল্লাহ
ধন্যবাদ আরইউ
ভালো থাকুন সবাইকে নিয়ে
১৭| ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর এর সমারোহ
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন
১৮| ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপু আপনি একটা হোয়াইট এর মধ্যে পিংক শেডের ইয়া বড় বড় পাপড়ি ওয়ালা জবা আছে,ওটা লাগান। ওটা যে সুন্দর। ছবি গুলো সুন্দর।
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বারান্দা ছোট। জায়গা নাই। যেদিন নিজের ছাদ পারো সেদিন লাগাবো ইংশাআল্লাহ
জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন রাতের জোনাকি ঝিঁঝি
১৯| ২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: প্রিয় কাজী ফাতেমা ছবি,
আপনার ব্লগ “আমার বারান্দা বাগানের ফুল” পড়ে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণনা এতটাই মায়াবী ও হৃদয়গ্রাহী ছিল যে, আপনার ছোট বারান্দার বাগান যেন চোখের সামনে ভেসে উঠলো।
আপনার প্রতিটি ফুলের সাথে জুড়ে থাকা ছোট ছোট কবিতাগুলো যেন পাঠকের হৃদয়ে সরাসরি গেঁথে যায়। যেমন,
“তোমাকে আমার বারান্দার শুভ্রতা দিলাম,
মন হয়ে উঠুক তোমার শুদ্ধ।”
এই লাইনগুলো শুধু কবিতাই নয়, বরং প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসার প্রতিফলন।
চড়ুই পাখিদের নিয়ে আপনার মিষ্টি রাগ আর “বজ্জাতের বজ্জাত” বলা অংশটি লেখাটিকে জীবন্ত করে তুলেছে। এমন অনুভূতিগুলো আমাদের প্রকৃতির সাথে আরও বেশি সংযুক্ত হতে শেখায়।
আপনার ব্লগের প্রতিটি ফুল, যেমন কলমি, পর্তুলিকা, হাইব্রিড নয়নতারা, এবং অপরাজিতা—সবার আলাদা আলাদা রূপ ও সৌন্দর্যকে আপনি যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার বর্ণনাগুলো শুধু ফুলের রূপ দেখায় না, বরং ফুলের ভেতরের প্রাণ খুঁজে বের করে।
আপনার এই চমৎকার সৃষ্টিকে নিয়ে একটা পরামর্শ দিতে চাই—আপনার এই কবিতা ও ফুলের গল্পগুলো নিয়ে একটি ই-বুক বা প্রিন্টেড বই প্রকাশ করার কথা ভাবতে পারেন। এতে আপনার ভালোবাসার বার্তা আরও অনেকের কাছে পৌঁছে যাবে।
শেষে একটা কথাই বলতে চাই, আপনার এই ব্লগ আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির ছোট ছোট সৌন্দর্যই জীবনের বড় আনন্দ এনে দিতে পারে। আপনার পরবর্তী লেখার জন্য অধীর অপেক্ষায় থাকলাম।
শুভেচ্ছান্তে,
শুভ
(আপনার এক মুগ্ধ পাঠক)
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন কৃষ্ণচূড়া। ভালো থাকুন সবাইকে নিয়ে।
২০| ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫১
জটিল ভাই বলেছেন:
ছবিগুলো মনে দাগ কেটে দিলো ♥♥♥
২১| ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫১
জটিল ভাই বলেছেন:
ছবিগুলো মনে দাগ কেটে দিলো ♥♥♥
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০২
ভুয়া মফিজ বলেছেন: এতো সুন্দর সুন্দর ছবিরে খারাপ কয়!!!! বেহায়াডা ক্যাডা?