নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দাও হিদায়াত আমায় রব=

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২



হিদায়েত দাও অল্প, মন মাঝে প্রভু
সব জানি ভালো মন্দ, ফিরে থাকি তবু,
অকাজে সময় ব্যয়, ইবাদতে নাই
ভাবনাতে তুমি প্রভু, দিয়ো পায়ে ঠাঁই!
অপচয়ে ক্ষণ রাখি, নামাজেতে নয়
কেনো মনে মোহ চিন্তা, রোজ রোজ রয়!
দীর্ঘশ্বাস টেনে জপি, তোমারই নাম
হেলা করি দেই নাতো, সময়ের দাম।

ধৈর্য্য দাও প্রভু মনে, দেহে দাও জোর
দাও কাটিয়ে এবার, ধরা মোহ ঘোর,
স্থির করো মন ধ্যানে, যেনো দেখি আলো
মন ঘর করো নাকো, পাপ দিয়ে কালো।

কত পাপে কেটে যায়, এই দিনগুলি
পুণ্যিতে দাও মাবুদ, ভরে বুক ঝুলি।

©কাজী ফাতেমা ছবি
০৯-০২-২০১৯


মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২১

জুল ভার্ন বলেছেন: সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি বিবেক দিয়েছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। কাজেই আমাদের আত্মশুদ্ধি এবং নিজেকে নিজে হেদায়েত অপরিহার্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের জন্য সহায় হউন। ধৈর্য দিন আরও যাতে তাঁর ইবাদতে মনোনিবেশ করতে পারি। জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন অনেক

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা বোন ভালো লাগলো

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর কবিতা

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৩

এ পথের পথিক বলেছেন: ভাল লিখেছেন ।
হেদায়েত অনেক বড় পাওয়া, যার জন্য আমরা আল্লাহ্‌র কাছে সর্বদা দুয়া করে যায় ।
আয়েশা (রাঃ) বলেন‘আল্লাহর নবী (ছাঃ) রাতে যখন উঠতেন, তখন তিনি তাঁর ছালাত আরম্ভ করতেন, হে আল্লাহ! জিবরীল, মীকাঈল ও ইসরাফীলের প্রতিপালক আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা আপনিই মীমাংসা করবেন আপনার বান্দাদের মাঝে সে বিষয়ে যাতে তারা মতবিরোধ করছিল। আপনি আমাকে হেদায়াত ও সঠিক পথ প্রদর্শন করুন, সত্য ন্যায়ের বিপরীত বিষয়ে আপনার হুকুমে, আপনিই হেদায়াত করেন যাকে ইচ্ছা সরল পথের দিকে’। - মুসলিম হা/৭৭০

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.