![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বেলাশেষের খেয়ায় এখানের রঙ ঢং সব ভেসে যাবে
ভেসে যাবে জীবন জুড়ে যত উচ্ছৃঙ্খলতা,
মোহ নেশায় আচ্ছন্ন হয়েছো, মৃত্যুর ভয়হারা,
একদিন অবেলায় পায়ের কাছে এসে বসবে মৃত্যু দূত।
নেচে গেয়ে, রূপ দেখিয়ে বনে গেছো টিকটকার
লাইকিতে ছেড়েছো কতই না রূপ ভিডিও
সে রূপের আগুনে পুড়িয়ে মারো নর অথবা নারী,
একদিন ঝলসে যাবে রূপের গরিমা।
যে স্বামী স্ত্রীকে বানিয়েছে রূপ বাজারের পণ্য
একদিন গলা টিপে ধরবে এসে যম
নিঃশ্বাস বন্ধ হওয়ার বেলা কেউ বাড়াবে না সাহায্যের হাত
যে স্ত্রীর রূপে ডুবে খনন করেছিলে পাপের পুকুর
সে পুকুরে ডুবিয়ে মারবে সময়।
কী উল্লাস, কোমর দুলিয়ে নৃত্য, গানের মিহি সুর
তুমি নারী ভুলে গেলে ইসলামের বিধান
নিজেকে মেলে ধরলে অনায়াসে বিশ্ব মাঝে,
রূপের সোঁদা গিলে খেলো অজস্র পুরুষ,
বাহবা পেলে কত, কুঁড়ালে প্রশংসা হাজার।
এই যে মোহ মায়া, এই রঙ তামাশায় ভরলে পাপে আমলনামা
যাবে না কেউ সঙ্গে কবরে
কী জবাব দেবে বল ফেরেশতাদের
কী দুঃসহ সময় এসে দাঁড়াবে সম্মুখে।
এত প্রশংসা কুঁড়ালে, নিজেকে প্রকাশ করলে নিত্যদিন
কোন সে লাভে জীবনের ক্ষেতে রুয়ে যাচ্ছো পাপের চারা
সে চারার ফসল যে আগুন হবে সে কী জানো,
একদিন রোগ সোগ ধরবে আঁকড়ে, অসহায় হবে
তখনো কী অনুতাপে রাখবে না মন?
©কাজী ফাতেমা ছবি
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৬
ডি এইচ তুহিন বলেছেন: খুব সুন্দর লিখেছেন
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ তুহিন ভাইয়া
ভালো থাকুন
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৭
জুল ভার্ন বলেছেন: এটাই বাস্তবতা। খুব সুন্দর লিখেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই সত্য। এর চেয়ে বড় সত্য কিছুই নাই
ধন্যবাদ ভাইজান
ভালো থাকুন
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯
এ পথের পথিক বলেছেন: ভাল লিখেছেন ।
মৃত্যু থেকে বাঁচার উপায় নেই তবুও তাকে ভুলে থাকার প্রচেষ্টা, কত আয়োজন ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে মনে করতে হয়। তবেই সঠিক পথে হাঁটা যায়
ধন্যবাদ পথিক ভালো থাকুন
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৯
ঢাবিয়ান বলেছেন: আপু, আমার পোস্টে গিয়ে একটা ভোট দিয়ে আসুন প্লিজ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ভাইয়া
ধন্যবাদ
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৭
সাইফ-১২০৯ বলেছেন: সত্য কথা মোহ মায়ায় কিছুই থাকেনা
নিজের জন্য আপন থাকি শুধু আমরা নিজেরাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে কিছুই নেই আমাদের জন্য যাহা সঙ্গে নিয়ে যাবো একমাত্র আমল ছাড়া
ধন্যবাদ সাইফ ভাইয়া
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা