![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ভালো যা দেহের জন্য, খেতে বিস্বাদ বড়
যা নয় ভালো, অস্বাস্থ্যকর খাই, করি দেহে রোগ জড়ো;
শত রোগের যন্ত্রণা সয়ে নিতে পারি,
পারি না সইতে রসনার লোভ,
লোভের পিছন পারি না টানতে দাঁড়ি।
ঝালে ঝোলে আহা সাদা ভাত স্বাদ কী যে
যাই সকাল দুপুর রসনার জলে ভিজে
খেয়ে নিই পেট পুরে, রাখি না পেট খালি,
বলি ডায়াটে রাখবো মন, সে আশা রোজ গুঁড়েবালি।
খেয়ে নিই ডালপুরি, সিঙারা.....কুড়মুড়ে তেলে ভাজা
দিন ফুরোলে রাত, রাতেই পাই সাজা
পেট ব্যথায় কাতরাই
ব্যথার জলে সাঁতরাই।
ওয়াদাতে রাখি ঠোঁট, সুস্থ এবার হয়ে গেলে
স্বাস্থ্যকর খাবার খাবো সব ভাজাপোড়া ফেলে;
সুস্থতার আলো দেহে উঠলেই জ্বলে,
ডুবি ভাসি সাঁতরাই ফের রসনার জলে।
দীর্ঘশ্বাস ফেলি, এ মন ব্ড্ড বেহায়া
দেহের জন্য নেই একটুও মায়া;
মন যা চায় তাই যদি করে ফেলি
কী করে সুস্থতার আকাশে ডানা মেলি।
রবের নিকট এই প্রার্থনায় ফের রাখি ঠোঁট
বলি ও মাবুদ স্বাস্থ্যকর খাবারেই যেন মজা করি লোট
তুমি মনটারে দাও ঠিক করে, রসনার লোভ দাও কমিয়ে
অতি ঝাঁকজমকপূর্ণ খাবার দেখলেই যেন লোভ রাখি দমিয়ে।
©কাজী ফাতেমা ছবি
২০-০২-২০২৪
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪১
জুল ভার্ন বলেছেন: জীবন যখন যেমন- আলহামদুলিল্লাহ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৬
শায়মা বলেছেন: ভেবেছিলাম ডিমপোচটা আমার মত ক্লে দিয়ে বানিয়েছো!
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাঙ্গালীর রসনা বিলাস নিয়ে সুন্দর কবিতা। আমাদের সমাজে লোভের কারণেই অনাচার আর জুলুম। শেখ হাসিনা আর তার দলের লোকেরা ক্ষমতা আর টাকার লোভে হাজার হাজার মানুষ খুন করেছে। বিএনপি ক্ষমতার লোভে ভারতকে তেল মারছে এখন। ব্যবসায়ীরা টাকার লোভে দুর্নীতি করছে। লোভে পড়ে কেউ পরকীয়া করছে, দুর্নীতি করছে। খাবারের লোভ আরও ভয়ংকর। আমাদের দেশের মুসলমানেরা রসূলের (সা) অনেক সুন্নত মানেন কিন্তু পরিমিত আহারের সুন্নতটা আমরা সচেতনভাবে এড়িয়ে যাই।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৪
এম ডি মুসা বলেছেন: ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯
সামিয়া বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন কবিতায়, ভালো লাগলো।