![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এমন কথা বলো না কাউকে, শুনলেই সে কষ্ট পায়
এমন আঘাত করো না অন্যের পুরোনো ঘায়;
তুচ্ছ তাচ্ছিল্যতায় কাউকে রেখো না কখনো
বাজিয়ো না অযথা কারো মনের ব্যথার বেণু।
ঠোঁটের বুলিতে করো না, কাউকে অবেলা লাঞ্চিত
ভালো ব্যবহার হতে তাকে, করো না বঞ্চিত ;
মনে কষ্ট দিলে, সে কষ্ট হবে বুমেরাং
মানুষের সাথে হাসি মুখে কথা বলো বরং।
ব্যাঙ্গ করো না কাউকে, ব্যবহারে মানুষ হও সেরা
থাকো তুমি মানুষের দোয়ায় ঘেরা,
ঠাট্টা তামাশায় কাউকে করতে যেয়ো না ছোট
মন্দ লাগলে, বুলিগুলো রাখো মুখে অস্ফুট।
পরনিন্দায় ঢেকে আনে বিপদ নিজের জন্য
একদিন মানুষের কথায়
তোমার বুকও হতে পারে শুকনো অরণ্য;
করো না কাউকে হেয় প্রতিপন্ন
মন্দ বুলিতে হতে যেয়ো না আর বন্য।
নিজেকে সামলিয়ে নাও এখনি ঠিক
অশ্লীল কথাগুলো বলো না, জনতার সম্মুখে হেসে ফিক
এসব আমলনামায় পাপের পাল্লা হয় ভারি;
কিছু শুদ্ধতা জমাও এবার মনের বাড়ি।
মানুষ অমর হতে পারে, তার ব্যবহারে, কথায়
নিজের মনটারে বাঁধো এবার পবিত্রতার সুতায়
ধৈর্য ধরো, বলো অল্প, সেজে থাকো বোবা
দেখবে সময়গুলো ফুরফুরে মনোলোভা।
©কাজী ফাতেমা ছবি
২৩-০২-২০২৩
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর বাণী সম্বলিত কবিতা।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: দরকারী কথার সমাহার।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।