![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।মনের অসুখ, মন আকাশ বৃষ্টির ভারে নুয়ে পড়েছে
চোখে বৃষ্টি নামার আগেই তুমি, বলো ভালোবাসি
অথবা চোখে তাকিয়ে বলো এ কাজল চোখে মানায় না বৃষ্টি
বলো, তুমি হাসো মন খুলে
ব্যস! চাই না কিছু আর, অভিমান ভেঙ্গে যাবে অনায়াসে।
২।
মন তো সবাই পড়তে জানে না,
আবার কেউ চোখ দেখেই মন পড়ে ফেলে;
আমি তাকালেই বুঝি তুমি কী চাও,
তখন বোবা দৃষ্টিতে চুপ, লিখি না কাব্য কথা আর।
৩। চিঠির ভাঁজে রেখে দিলাম মন
সে চিঠি পড়তে তোমার নিমন্ত্রণ;
মেঘের খামে লিখেছি সে চিঠি
শূন্যে রেখো তোমার উদাসী দু'দিঠি।
চিঠিখানা রেখে দিয়ো বুক পকেটে
ছন্দ আছে কাব্য আছে
মনটা দেখবো একটু ঘেঁটে
বুকে তোমার প্রেমের কাঁপন
এবার হও না একটু আপন।
৪। ততটুকুই চেয়েছিলাম
যতটুকু পেলে আমার আর চাহিদা থাকতো না
সিকি পরিমাণ যদি দিতে
চাইবার কিছু ছিল না আর।
চেয়েছো যা, দিয়েছি মন ওজার করে;
দিয়ে ঠকেছি, দেখেছি কৃতজ্ঞতাবোধ দূরের কথা;
আমাকে সেই তুচ্ছ তাচ্ছিল্যতার ডাস্টবিনেই
ফেলে রাখলে অনন্তকাল।
©কাজী ফাতেমা ছবি
২৫-০৩-২০২৪
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা