নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=খন্ড কাব্য ৫-৭=

২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৭



৫। বুক ছিঁড়ে গেছে দুই যুগ আগে
সেখানে এফোঁড় ওফোঁড় সেলাই দিচ্ছো
সে সুঁইয়ের সুতা ছিল কাঁটাতারের
যন্ত্রণা নেভানোর কোন দায় ছিল না
যন্ত্রণা বাড়িয়ে দেয়ার জন্যই তো আছো পাশে।

হিসেব মিললো না আর,
ভালোবাসা মমতায় তো বেহিসেবি ছিলাম
আর তুমি ছিলে প্রেমের বেলায় কৃপণ
তুচ্ছ তাচ্ছিল্যতার ব্যাপারে ছিলে বড্ড ধনী।

কী পেলে ? হারালে বা কী, ভেবেছো?
সময়গুলো হারালে, হারালে মিহি প্রেম
আহ্লাদী ভালোবাসা, আবেগ হারালে
বিবেক হারিয়ে; কেনই বা আর খুঁজবো
তোমার চোখে প্রেম।

৬। চলে যেতে পারতাম, যাইনি, পিছুটানে বাঁধা ছিলাম
সয়ে নিই, সয়ে নিচ্ছি, সইবো....
এ জীবনে নাই বা পেলাম ভালো থাকার উপকরণ
পরকালে পাবো কিছু হয়তো;
মহান রব কপালে এঁকে রেখেছেন যা
তাতেই তুষ্টি রাখি মনে।

বুকের ক্ষত কেউ না দেখুক, তিনি দেখেন
তাঁর কাছেই যত আবদার
ইচ্ছে অনিচ্ছার ভিড়ে হারিয়ে তাঁর কাছেই ফিরি বারবার
একদিন সুখগুলো উড়ে এসে বসবে বুকের শাখে হয়তো।

৭। যতটুকু পেয়েছি, যতটুকু যেতে চেয়েছি
না পাইনি, তবুও ফিরতি পথে হেঁটে এসে দেখি
প্রাপ্তিও কম নয় এই জীবনে;
মনের স্বস্তি কখনো পেয়েছি, বেশীই হারিয়েছি,
তবুও সুখ সুখ ভাব রেখে মনে হাঁটি
যদি কিছু পাই সে আশায়।

চাওয়ার পরিমাণ কমই তো ছিল
কম হতেও কম, আরও কম, না তাও পাইনি
ছোট ছোট আশাগুলো হলো গুঁড়ে বালি;
আগে আবদারগুলো শুনাতাম
এবেলা আবদার সে, রেখে দেই বুকের পরতে পরতে।
২৫-০৩-২০২৪

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.