নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=খন্ড কাব্য ৫-৭=

২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৭



৫। বুক ছিঁড়ে গেছে দুই যুগ আগে
সেখানে এফোঁড় ওফোঁড় সেলাই দিচ্ছো
সে সুঁইয়ের সুতা ছিল কাঁটাতারের
যন্ত্রণা নেভানোর কোন দায় ছিল না
যন্ত্রণা বাড়িয়ে দেয়ার জন্যই তো আছো পাশে।

হিসেব মিললো না আর,
ভালোবাসা মমতায় তো বেহিসেবি ছিলাম
আর তুমি ছিলে প্রেমের বেলায় কৃপণ
তুচ্ছ তাচ্ছিল্যতার ব্যাপারে ছিলে বড্ড ধনী।

কী পেলে ? হারালে বা কী, ভেবেছো?
সময়গুলো হারালে, হারালে মিহি প্রেম
আহ্লাদী ভালোবাসা, আবেগ হারালে
বিবেক হারিয়ে; কেনই বা আর খুঁজবো
তোমার চোখে প্রেম।

৬। চলে যেতে পারতাম, যাইনি, পিছুটানে বাঁধা ছিলাম
সয়ে নিই, সয়ে নিচ্ছি, সইবো....
এ জীবনে নাই বা পেলাম ভালো থাকার উপকরণ
পরকালে পাবো কিছু হয়তো;
মহান রব কপালে এঁকে রেখেছেন যা
তাতেই তুষ্টি রাখি মনে।

বুকের ক্ষত কেউ না দেখুক, তিনি দেখেন
তাঁর কাছেই যত আবদার
ইচ্ছে অনিচ্ছার ভিড়ে হারিয়ে তাঁর কাছেই ফিরি বারবার
একদিন সুখগুলো উড়ে এসে বসবে বুকের শাখে হয়তো।

৭। যতটুকু পেয়েছি, যতটুকু যেতে চেয়েছি
না পাইনি, তবুও ফিরতি পথে হেঁটে এসে দেখি
প্রাপ্তিও কম নয় এই জীবনে;
মনের স্বস্তি কখনো পেয়েছি, বেশীই হারিয়েছি,
তবুও সুখ সুখ ভাব রেখে মনে হাঁটি
যদি কিছু পাই সে আশায়।

চাওয়ার পরিমাণ কমই তো ছিল
কম হতেও কম, আরও কম, না তাও পাইনি
ছোট ছোট আশাগুলো হলো গুঁড়ে বালি;
আগে আবদারগুলো শুনাতাম
এবেলা আবদার সে, রেখে দেই বুকের পরতে পরতে।
২৫-০৩-২০২৪

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৮

নকল কাক বলেছেন: অসাধারণ কবিতা।

আমার নতুন ছোট গল্প "ধাওয়া" পড়ার জন্য আমন্ত্রন রইল।

০৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কাক। অবশ্যই পড়বো। ভালো থাকুন

২| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৯

নকল কাক বলেছেন: আরেকবার বিরক্ত করলাম আপনাকে

আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।

০৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: না বিরক্ত হবো কেন। অবশ্যই পড়বো। এভাবে লিংক দিয়ে যাবেন। আমি সময় করে পড়বো ইংশাআল্লাহ

এতদিন ছুটিতে ছিলাম ব্লগে আসি নাই।

৩| ০২ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৫

এইচ এন নার্গিস বলেছেন: বাহ খুব সুন্দর লাগলো ।

০৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু

৪| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:১৫

নকল কাক বলেছেন: আমার লেখা সাইফাই এ্যকশন গল্প "ক্যু-২" পড়ার জন্য আপনাকে আমন্ত্রন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৯

নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "আমজাদ শেখ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ :)

৬| ০৬ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৭

এ পথের পথিক বলেছেন: বিষম বেদনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.