![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আপনজনেরা অপেক্ষার প্রহর গুনে
কার্ডিয়াক হাসপাতালের চেয়ারে বসে,
সব থেকেও যেন কী নেই
এক ঝাঁক শূন্যতা বুকে মানুষগুলো কী উদাস।
কেউ বা সিসিইউতে, কেউ আইসিইউয়ে
হাতে গাঁথা সেলাইনের মালা,
সাদা চাদর গায়ে শুয়ে অপেক্ষায় অনন্ত সুখ সন্ধানে
কারো আয়ূতে সুনামি, কারো টর্নেডো
কেউ বা পায় কেবল বৃষ্টির আভাস।
হাসপাতালের করিডোরে পা রাখলেই অনুভবে
জেগে ওঠে সুক্ষ্ম অনুভূতি
একেকটি মানুষ কতই না অসহায়
নিয়তির বেড়াজালে আটকে পার করে দেয় দিনরাত।
ডেটলের ঘ্রানে মুখরিত প্রাঙ্গন
এখানে হাসি আছে, আছে কান্নার রোল
আছে প্রিয়জন হারানোর ভয়,
অসুস্থ মানুষটাকে ঘিরে কিছু সম্পর্ক
ঠিক হওয়ার আকূতির সুরও আছে
আছে আন্তরিক সেবার কিছু উদাহরণ।
জীবনের এই সুখ দুঃখের প্রতিচ্ছবি মুখে নিয়ে
মানুষ ঘুরে বেড়ায় আজ হাসপাতালের করিডোরে।
©কাজী ফাতেমা ছবি
১৩-০৪-২০২৩
১৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবাইকে সুস্থ রাখুন
ফি আমানিল্লাহ
ধন্যবাদ ভাইয়া
২| ১৩ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
জুল ভার্ন বলেছেন: ফি আমানিল্লাহ।
১৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফি আমানিল্লাহ
ধন্যবাদ ভাইয়া
৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১২
নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে লেখা ফিকশন সিরিজ গল্প এ্যমবুশের ৫ম পর্ব "এ্যমবুশ ৫" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
১৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া পড়ার ইচ্ছে তো হয় কিন্তু সময়ই পাচ্ছি না। ব্লগে মাত্র আসলাম
৪| ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসপাতালে বোঝা যায় মানুষ কতটা অসহায়।
১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান। আপাতত ভাসুর ভর্তি আছেন বারডেমে। কী যে পেরেশানি।
ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: একদা আমিও হাসপাতালে ছিলাম। তখন আপনার কথাগুলো অনুভব করেছি।