নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=একটু সৃজনশীল হও=

২০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৬


খেয়ে দেয়ে আরামসে ঘুম, এ জীবন বুঝি
খাও দাও ঘুমাও এ কর্ম রোজই,
টিকটকে ভিডিও, ফেসবুকের রিল,
তাতেই করছো সুখ ফিল?

সাজুগুজু, প্রাশ্চাত্যের ড্রেসাপ, হাই হিলে হাঁটা
ব্যস! এমন অহমে পূর্ণ জীবনে ঝাঁটা
নেই সংসার গুছানোতে মন
নেই সৃজনশীলতার রাজ্যে অনায়াসে ভ্রমণ।

দামি কসমেটিকসে সাজিয়েছো জীবন ডালি
বারান্দাটা পড়ে আছে খালি
মুঠোফোনে রেখো না চোখ, সময়টা কাজে লাগাও
কিছু কাজ হয়ে যাক শৌখিন, শখের ইচ্ছে মনে জাগাও।

বৃক্ষ তরু দিয়ে বারান্দা সাজাতে পারো
ফুল'রা হেসে উঠলে মন হতে পারে সুখে পোয়াবারো,
অযথা সিরিয়ালে দিয়েছো মন, সংসার গেল উচ্ছনে,
কী স্বাচ্ছন্দ্য বলো এই অগুছালো জীবনে!

বসে থাকলে ঘরের কোণে দিনভর,
অসুখে হয়ে রইলো দেহ জমি অনুর্বর,
কী করে আগাবে সম্মুখে এভাবে ভাসিয়ে জীবন তরী,
বার্ধক্য ধরা দিল ঐ, থামবে জীবন ঘড়ি।

রংহীন জীবন তোমার, দেহেরও রং বদলাবে,
বাকির খাতায় রেখে দিলে কর্ম, আর কী সময় ফিরে পাবে,
রিল, ভিডিও, চ্যাটিং, নেটিং এ সময় করে দিলে পার,
এই জীবনের কী মূল্য, নেই সৃজনশীল কোন কর্ম
তোমায় কে মনে রাখবে বলো আর!
©কাজী ফাতেমা ছবি
১৭-০৪-২০২৪

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

সামিয়া বলেছেন: বাস্তব

২১ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থাকো সবাইকে নিয়ে

২| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



কথামালা ভালো হয়েছে।

বোন,
আপনাকে কাঁচা আম দিয়ে টেংরা মাছের ঝোল আর বিন্নি চালের ভাতের দাওয়াত। সাথে সিলেটের মোহন লালের মিষ্টি।

২১ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিন্নি চাল চিনেন আপনি। অনেকেই চিনে না। আমার বাসায় কেউ খায় না। এরা ময়মনসিংহের। তাই আমারও খাওয়া হয় না। বাড়িতে গেলে আম্মা খাওয়ায়। দাওয়াতের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: একাধারে সতর্কবাণী আর পরামর্শের কবিতা, কিন্তু সময় এসব কথা শোনার, আছে ক'জনার?

"বার্ধক্য ধরা দিল ঐ, থামবে জীবন ঘড়ি" - অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জীবন ঘড়ি না থামা পর্যন্ত বোধহয় আর মানুষের সে কথা শোনার সময় হবে না।

"তোমায় কে মনে রাখবে বলো আর!" - কেউ না!

২১ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। অনেক দিন পর আসলেন আমার ব্লগে।

কর্মই মানুষকে দুনিয়ায় মনে রাখাতে সাহায্য করে। কিছু মানুষ দুনিয়াতে আইছে শুয়া খাওয়া ঘোরাঘুরি সাজুগজু এসব করার জন্যই যেন।

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.