![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
খেয়ে দেয়ে আরামসে ঘুম, এ জীবন বুঝি
খাও দাও ঘুমাও এ কর্ম রোজই,
টিকটকে ভিডিও, ফেসবুকের রিল,
তাতেই করছো সুখ ফিল?
সাজুগুজু, প্রাশ্চাত্যের ড্রেসাপ, হাই হিলে হাঁটা
ব্যস! এমন অহমে পূর্ণ জীবনে ঝাঁটা
নেই সংসার গুছানোতে মন
নেই সৃজনশীলতার রাজ্যে অনায়াসে ভ্রমণ।
দামি কসমেটিকসে সাজিয়েছো জীবন ডালি
বারান্দাটা পড়ে আছে খালি
মুঠোফোনে রেখো না চোখ, সময়টা কাজে লাগাও
কিছু কাজ হয়ে যাক শৌখিন, শখের ইচ্ছে মনে জাগাও।
বৃক্ষ তরু দিয়ে বারান্দা সাজাতে পারো
ফুল'রা হেসে উঠলে মন হতে পারে সুখে পোয়াবারো,
অযথা সিরিয়ালে দিয়েছো মন, সংসার গেল উচ্ছনে,
কী স্বাচ্ছন্দ্য বলো এই অগুছালো জীবনে!
বসে থাকলে ঘরের কোণে দিনভর,
অসুখে হয়ে রইলো দেহ জমি অনুর্বর,
কী করে আগাবে সম্মুখে এভাবে ভাসিয়ে জীবন তরী,
বার্ধক্য ধরা দিল ঐ, থামবে জীবন ঘড়ি।
রংহীন জীবন তোমার, দেহেরও রং বদলাবে,
বাকির খাতায় রেখে দিলে কর্ম, আর কী সময় ফিরে পাবে,
রিল, ভিডিও, চ্যাটিং, নেটিং এ সময় করে দিলে পার,
এই জীবনের কী মূল্য, নেই সৃজনশীল কোন কর্ম
তোমায় কে মনে রাখবে বলো আর!
©কাজী ফাতেমা ছবি
১৭-০৪-২০২৪
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
সামিয়া বলেছেন: বাস্তব