নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সাঁজ বাতিটা জ্বলে উঠুক মনের=

২১ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৮


তুমি যেন গোধূলীবেলা, নিমেষেই আঁধারে ঢেকে যাও
তুমি যেন ফাগুন হাওয়া, মনের তারে সাঁই সাঁই সুরে বাঁশি বাজাও
তুমি যেন সন্ধ্যার তারা, নির্নিমিখ তাকিয়ে দেখা যায় না;
আঁধারের সাথে সখ্যতা তোমার, আলোয় রাখো না আমার বায়না।

মনের জানলা খুলে দিয়েছিলে, আমি সুর তুলেছি
সে সুর তোমার কানে পৌঁছেছিল? হ্যাঁ পাল্টা সুর তুলেছো
আমি বিষাদ ভুলেছি;
তুমি হাওয়া হয়ে গেলে, মনের কিনার হতে গেলে দূরে,
বিষাদ বাজে মনের তারে, মন বাজায় বিরহ, বেসুর সুরে।

তুমি যেন জোনাক পোকা, মনের বাগানে জ্বলো
হাত বাড়ালেই নাই, কোথায় উড়ে যাও বলো?
তুমি কী ঝিঁঝি এখন, রাতের আঁধারে বসবাস?
অযথাই হয়ে গেলে আমার দীর্ঘশ্বাস।

তুমি কবি হয়ে উঠলে, আমি অনুপ্রেরণা,
তুমি পুরো নদী হলে আমি ঝরনা;
অস্তিত্ব নেই কারো মনে কেউ,
তোমারও কী মন নদীতে খুব দুপুরে বিষাদের ঢেউ?

তুমি কী শরতের কাশফুল, ছুঁয়ে দিলেই উড়ো হাওয়ায়,
উড়ে তো বসো না আর মন দাওয়ায়
তুমি শরতের মেঘ ছিলে, ঋতু ফুরোয় তুমি হও বিবর্ণ,
ভুলে যাও আমায় নিমেষে, মন করো যে ভেঙ্গে চূর্ণ।

তুমি অভ্র ছিলে আমার, অথবা হিমুফুল
হারিয়ে গেলে কবে যেন, আমি মনে রাখিনি এ ছিল ভুল;
সহসা মনে পড়ে যায় তোমায়, ভাবি কোথায় হারালে
কথা নেই কোনো আর, কোন সে স্বর্গের উদ্দেশ্যে পা বাড়ালে?
©কাজী ফাতেমা ছবি
২১/০৪/২০২২

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

জিনাত নাজিয়া বলেছেন: আপু এতো সুন্দর লিখেছ, রেখে দিয়েছি নিজের পেইজে যাতে বারবার পড়তে পারি।অনেক শুভকামনা তোমার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.