![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
নিত্যতই লেগে থাকে হট্টগোল, রাজপথে জায়গা নেই,
হাঁটতে গেলেই মানুষের ধাক্কায় হারাই খেই,
বিশৃঙ্খল নগরীর বুকে স্বার্থপরতার বসবাস;
এখানে মাটিতে পা ফেললেই বুকে মুহুর্মূহু দীর্ঘশ্বাস।
বাস, কার, রিক্সা, ভ্যা ন, ম্যা ক্সি জগাখিচুরি যত্রতত্র;
এখানে যেখানে সেখানে মানুষ ত্যা গ করে মলমূত্র;
ফুটপাতে নেই হাঁটার স্থান, দোকানপাট, দাঁড়িয়ে থাকে মানুষ
এখানে অশান্তির আখড়া, মানুষ ওড়ায় স্বার্থের ফানুস।
এখানে চলতে হয় নিয়ে বিতৃষ্ণা ঠোঁটে
নিত্যখ চলে বাকবিতন্ডা, রিক্সাওয়ালার ঠোঁটে মন্দ কথার খই ফুটে;
রাজপথে জ্যা মের লহর,
কী যে ব্যাস্ত আমার শহর।
সময়গুলো জ্যা মের পেটে,
কেউ দীর্ঘশ্বাস ফেলে খানাখন্দে হেঁটে;
মূল্যখবান সময়গুলো জ্যা ম খেয়ে হাসে বাঁকা ঠোঁটে,
ভিখারি হাজার.... হাত পেতে বসে, যদি একটি পয়সা জুটে।
এখানে কোথাও শান্তির নেই ছিটেফোঁটা,
ব্যাবসায়ীদের দূরাত্ম আকাশসম, কোন্ সে মোহে মানুষের
দিনরাত্রি এই শহরের বুকে হয় ছোটা?
বিষাদের জল চোখের কোণে, সে পড়ে না গড়িয়ে,
ঘামে ভেজা সময় রাখে বিতৃষ্ণা দিতে আলগোছে জড়িয়ে।
এখানে দুর্নীতির বুকে মন রেখে মানুষ খুঁজে কড়ি বিত্ত,
বেঈমানী মানুষের রক্তে মিশে গিয়ে আরও স্বার্থপর করে নিলো
স্বার্থপরদের চিত্ত;
টাকার পাহাড়ে বসবাস, বৃক্ষ নিধনে গড়ে মানুষ উঁচু প্রাসাদ বাড়ী,
এখানে একজনের চলতেই লাগে একটি গাড়ি।
মানুষ বাড়ছেই, মানুষে মানুষে গায়ে লাগে ধাক্কা, পায়ে লাগে পা
গ্রাম ছেড়ে এখানে আস্তানা গেঁড়েছে মানুষ, মন হয় ক্ষ্যাড়পা;
কবে পরিচ্ছন্ন হবে আমার শহর, কবে হবে নিরব শান্ত,
যেদিন শহর ডুবে যাবে জলের অতলে, সেদিনই মানুষ হবে ক্ষান্ত।
©কাজী ফাতেমা ছবি
২২/০৪/২০২২
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৫
Ahmed Arif বলেছেন: পুরান একজন
পাইলাম !!! 