নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইচ্ছে করে ঘুরে বেড়াই=

২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:১২


এই উষ্ণতায় ইচ্ছে করে ঘুরে বেড়াই নদীতে সমুদ্দুরে
বালুচরে হেঁটে বেড়াই,
ঢেউয়ে থাকি বসে, জল এসে ছুঁয়ে দিক আমায়,
হিম হাওয়া এসে ভাসিয়ে নিয়ে যাক সুখের সপ্ত আসমানে।

এই বৈশাখে ইচ্ছে করে পুকুরে দিই ডুব সাঁতার
বসে থাকি ঘাটের পৈঠায়
ঢেউয়ে জল এসে ছুঁয়ে দিক পা,
উষ্ণ বেলায় হিম জল উড়িয়ে নিক এক সমুদ্দুর উষ্ণতা।

এই গ্রীষ্মের হাওয়ায় ইচ্ছে করে ঝর্না ধারায় স্নান সেড়ে নিই
দাঁড়িয়ে থাকি ঠায়
ঝর্নার কলকল ধারার জলছাট এসে ছুঁয়ে দিক দেহ
যত বিতৃষ্ণা সব হারিয়ে যাক নিমেষে।

এই অতি উষ্ণতা বেলা পাহাড়ের কাছে যাই ইচ্ছে করে
দাঁড়িয়ে শুদ্ধ অক্সিজেন গিলি
পাহাড়ের হাওয়া কেড়ে নিয়ে যাক অশান্তি যত
হাওয়ার তোড়ে ভাসুক সকল উত্তাপ।

এই আগুন দিনে ইচ্ছে করে সারি সারি বৃক্ষের নিচে হাঁটি
একাকি নির্জনে ছায়ার মায়ায় আটকে থাকি
ইচ্ছে করে পায়ে বাজাই শুকনো পাতার নূপুর
ছায়ায় হারিয়ে যাক বৈশাখের তাবৎ গরম।

খোলা মাঠে ডানা মেলে দাঁড়াই,
ইচ্ছে করে সাঁই সাঁই হাওয়ায় গরম উড়াই
নগ্ন পায়ে দূর্বাঘাসের স্পর্শ নিয়ে গায়ে লাগাই সুখ শিহরণ,
ইচ্ছে করে ঘর ছেড়ে পালাই, ঘরে যে বন্দি আছে একটি গ্রীষ্ম;
একটি বৈশাখ আর এক সমুদ্দুর হাঁসফাঁস গরম।
©কাজী ফাতেমা ছবি
২৩/০৪/২০২৪

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো লাগার মত একটি কবিতা।

২| ২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৫০

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.