![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ভালোবাসা ছড়ানো পাতায় পাতায়, সবুজাভ স্নিগ্ধ প্রহর আমার
এখানে উঁকি দিলেই মুগ্ধতারা চুয়ে পড়ে টুপটাপ;
ধূসর রঙ প্রজাপতিরাও এখানে রঙিন ডানায় উড়ে,
কেবল অনুভূতির দোর দিতে হয় খুলে, চোখগুলো রাখতে হয় ঘূর্ণ,
অবশেষে মুগ্ধতারা লুটিয়ে পড়ে চোখে।
ক্লান্তির বুকে মাথা রেখে আর কত শুয়ে থাকবে বলো!
এবেলা এসো, ডানা বেঁধে দেই পিঠে, তুমি উড়ো, প্রজাপতি হও
দেখো ভালোবাসারা পাতা হয়ে ঝুলছে গাছের ডালে ডালে,
এখানে চোখ রাখলেই তুমি উচ্ছ্বাস পাবে,পাবে কিছু স্নিগ্ধ প্রহর।
আমি ছুঁয়ে থাকো, অনুভবের জানালায় একবার আমায় ভাবো
চোখের আয়নায় উঁকি দিয়ে দেখো, এখানে কেবল স্বস্তি প্রহর
নিঃশ্বাস টেনে ছেড়ে দিলেই ভুলে যাবে সব ভ্রান্তি;
ফিরে পাবে বুকের বামে অথৈ শান্তি। সে কী চাও না?
ধীরলয়ে এসো, দাঁড়াও পাশে, ধরো হাত, বলো ভালোবাসি
আমি তোমায় দেবো এক ঝাঁক দোয়েল সময়, প্রজাপতি প্রহর
আর ফড়িঙয়ের ডানায় স্নিগ্ধ বিকেলের মিষ্টি রোদ্দুর;
সেখানে মন রাখলেই হারিয়ে যাবে, ফিরে যাবে সেই সেই বেলা..
যেখানে ফরিঙয়ের লেজে বাঁধা ছিলো তোমার দুরন্তপনার সূতো।
কাজ নিয়ে ব্যস্ত থাকা মানুষ তুমি, কখনো প্রজাপতির উড়োউড়ি দেখেছো?
না দেখেছো মুগ্ধ চোখে জলের আয়নায় আঁকাবাঁকা আকাশ ছবি?
একদিন এসো ঠিক সন্ধ্যে ফুরোলেই, কোনো এক শান্ত নদীর তীরে
যখন প্রজাপতিরা ঘুমিয়ে পড়ে নিশ্চুপ, তুমি আমি ভরা জোছনায় বসবো পাশ ঘেঁষে
জলের আয়নায় চাঁদের লুকোচুরি প্রেম দেখে শিখে নেবো
কী করে সময় খুঁজে নিতে হয়, বুঝে নিতে হয় আপনজনের মন,
কীভাবে ভালোবাসতে হয় চাঁদ আর জলের মত, শুনো-দূরে থেকেও কাছে থাকা যায়
সুখ শিহরণ গায়ে মাখা যায়, সে আর কবে যে শিখবে তুমি?
©কাজী ফাতেমা ছবি
১২-০৫-২০১৯
১২ ই মে, ২০২৫ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাইয়া
ভালো থাকুন
২| ১২ ই মে, ২০২৫ বিকাল ৫:২৭
যামিনী সুধা বলেছেন:
কত হাজার কবিতা লিখলেন?
১২ ই মে, ২০২৫ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: তা দিয়া কী করবেন। মেডেল দিবেন। না নোবেল দিবেন
আপনার দিনকাল কেমন যাচ্ছে? সবাইকে নিয়ে ভালো আছেন তো?
৩| ১২ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৩
যামিনী সুধা বলেছেন:
মেডেল দেবো।
৪| ১২ ই মে, ২০২৫ রাত ১০:০৬
শায়মা বলেছেন: আপুনি সুন্দর কবিতা!!
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৫ বিকাল ৪:০৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা