| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কাজী ফাতেমা ছবি
	সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
  
 সম্মুখে বসে আছো..... যেন এক পাথরের পাহাড়
চোখে মুগ্ধতা নেই, ঠোঁটে নেই মিহি হাসি;
কী হাহাকার বুকে জমাও কে জানে, কী চাও;
রান্না বান্নার সংসার?
নাকি খাওয়া ঘুম আর টিভির চ্যানেলে চোখ রাখার মুহূর্ত?
বিকেল যেন আজ নিথর, থমকে আছে সময়
তুমি ক্যাকটাস হয়ে বসে আছো পাশে
ছুঁয়ে দিলেই রক্তাক্ত মন, এমন গুন থাকার চেয়ে হতে যদি নির্গুন
তোমাকে পড়তে পারতাম অনায়াসে মুগ্ধতা মনে নিয়ে এক রাশ।
এত সংকীর্ণ মন নিয়ে বিকেল চুরি করতে এসেছো?
যাও না ফিরে, এসো না আর প্রেমের ডাকে
যদি কথারাই যায় ফুরিয়ে, কী শুনবো তবে?
পাথরের আওয়াজ তো বুক ভেঙ্গে দেবে, তবে চুপই থাকো।
দুরত্ব বাড়াও আরও, ভেবে নেব আছি কাছাকাছি
একদম হাহাকার, সুখের হাপিত্যেশ রোদনের মতই
থাকো দীর্ঘশ্বাস হয়ে
থাকো ব্যথার কুন্ডুলি হয়ে বুকের বামে।
০৩-০৬-২০২৪
 
১৬ ই জুন, ২০২৫  সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য । ধন্যবাদ আপনাকে
২| 
১৫ ই জুন, ২০২৫  দুপুর ২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার এই কবিতাটা মোটামুটি মানের হয়েছে।
 
১৬ ই জুন, ২০২৫  সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ধন্যবাদ
৩| 
১৫ ই জুন, ২০২৫  বিকাল ৩:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ হয়েছে; পড়তে মজা লাগছে।
 
১৬ ই জুন, ২০২৫  দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৪| 
১৫ ই জুন, ২০২৫  বিকাল ৩:৩৫
ইয়া আমিন বলেছেন: যেন এক দীর্ঘ নিঃশ্বাস...
বুকে চেপে থাকা কষ্টের হাহাকার, অব্যক্ত অভিমান, আর ভালোবাসার অপূর্ণতা একসাথে ঝরে পড়েছে শব্দে শব্দে।কিছু মানুষ সামনে থেকেও অনেক দূরের হয়…
চোখে খুঁজে পাই না আশ্রয়, শুধু খরস্রোতা শূন্যতা।
তবু কষ্টগুলো বুকে নিয়ে চুপচাপ ভালোবেসে যাই,
কারণ সম্পর্ক মানেই তো সবসময় মুগ্ধতা নয়,
কখনো তা নিঃশব্দ যুদ্ধ।।”
 
১৬ ই জুন, ২০২৫  দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা যদি সবাই বুঝতো। তবে জীবন সুন্দর হতো।
ধন্যবাদ আমিন সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০২৫  দুপুর ২:৩৮
রানার ব্লগ বলেছেন: লোকে বলে দুরত্ব প্রেম কমায়। আসলেই? আমার তো কেবল পরান খানা হাউমাউ করে।