নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সময় বিষাদে পূর্ণ=

১৬ ই জুন, ২০২৫ বিকাল ৪:১৮



অসুখী সময়ের হাত ধরে আগাচ্ছি কেবল.....
গ্রীষ্ম পুড়ায়নি অল্প, ভুলে গেছি ঋতু,
কী এক স্বপ্নময় ভেলায় ভাসছি তো ভাসছি..
গ্রীষ্মের বুকে পা রেখে বর্ষা এলো, তাও রাখিনি খবর!

কোথায় যেন সুখ বাঁধা পড়ে আছে,
কোথায় যেনো ইচ্ছেগুলো গুমরে কাঁদছে একাকি,
সিদ্ধান্তহীনতায় কাটে দিন, কেটে যায় রাত....
সুস্থ দিনের তৃষ্ণায় কাতর, হাপিত্যেশ করে আছি বেঁচে।

আহা বর্ষা আহা কদমফুটা প্রহর,
গাড়ির কাঁচের পিছনে দাঁড়ানো ছোট মেয়েটির হাতে একগুচ্ছ কদম,
কোথায় হারিয়ে গেলো নিমেষে
আমার উচ্ছ্বলতা নিয়ে হলো উধাও!

কাগজের নৌকা জলের ধারায় ছেড়ে, কত সুখিই না ছিলাম একদিন
সব কিছু পিছনে ঠেলে সম্মুখে এসে দেখি সব মেকি!
মুখোশে ঢাকা মানুষের মুখ, কে সুখী, কে অসুখী যায় না বুঝা অল্প;
কবে যে ফুরিয়ে গেলো প্রজাপতি দিনের গল্প!

এবেলা দীর্ঘশ্বাস প্রহর, বিতৃষ্ণার ক্ষণ
ছুঁয়ে আছি বিষাদ, মনে জমেছে ক্লান্তির ঘাম,
এ জীবনের কী আর দাম!
দিশেহারা মন, চিঠি পেতে ইচ্ছে বড় আজ!

একশত দুই পৃষ্ঠার চিঠি কেউ লিখতো যদি আমায়
হলুদ খামে রোদ্দুরের ঠিকানায় পাঠাতো তা
মেঘ হরকরা নিয়ে আসতো,
ভুলে যেতাম আতঙ্ক সময়, ভুলে যেতাম ভয় সকল,
খাম খুললেই ঝরে পড়তো বর্ষা,
ঝরে পড়তো কদম পাপড়ি, ঝরে পড়তো সুখ আবেগ!

ভালোবাসার এক চিঠি মন্ত্রমুগ্ধ করে রাখতো কিছুটা সময় আহা;
বেহায়া মন কিছু পেতে হয়ে আছে উন্মুখ,
কিছু আশা,ভালোবাসা, কিছু আশ্বস্ততা আর আবেগ,
কিছু ভরসা,
সবই আছে অথচ কিছুই যেন নেই, সব এলোমেলো;
সব হারিয়ে আজ যেন জীবন দুর্বিসহ !
©কাজী ফাতেমা ছবি
১৬-০৬-২০২০

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা ।

১৭ ই জুন, ২০২৫ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু ভালো থাকুন

২| ১৬ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা খুব ভালো লাগলো

১৭ ই জুন, ২০২৫ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৩| ১৬ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

বাকপ্রবাস বলেছেন: ১০২ পৃষ্ঠা!!!!! চিঠি তাও আবার আকাশের ঠিকানায়..............

১৭ ই জুন, ২০২৫ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আর করা। বাস্তবে তো কেউ দিবে না
সব কাল্পনিক
ধন্যবাদ আপনাকে

৪| ১৬ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

নজসু বলেছেন:




“সময় বিষাদে পূর্ণ” — নামেই যেন কোন এক একাকী কবির নিঃশ্বাসে কষ্টের ছবি আঁকা।
প্রতিটি ছন্দে সময়ের বিষণ্ণতা, হারানোর হাহাকার, আর এক গভীর নিঃসঙ্গতা ঝরে পড়ে।
এই কবিতা শুধু পড়ে শেষ হয় না—এটা অনুভব করতে হয়, একদম হৃদয়ের ভিতর দিয়ে।
নিঃসন্দেহে এক গভীর আবেগে মোড়ানো শিল্পকর্ম!

খুব সুন্দর লিখেছেন প্রিয় আপা।

১৭ ই জুন, ২০২৫ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। নেক হায়াত দান করুন।

জাজাকাল্লাহ খইর ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৫| ১৬ ই জুন, ২০২৫ রাত ৮:০৮

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর প্রকাশ ।

১৭ ই জুন, ২০২৫ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ্আপু
ভালো থাকুন সবাইকে নিয়ে

৬| ১৬ ই জুন, ২০২৫ রাত ১০:০৩

Sulaiman hossain বলেছেন: যার ভিতরে কোনো কষ্ট তার মধ্যে কোনো সৌন্দর্য নেই,জীবন যখন যে অবস্তায়ই থাকুক না কেন, ধৈর্য সহকারে সব প্রতিকূলতা মোকাবেলা করুন।কষ্ট সহ্য করা হৃদয়ে একসময় এমন এক আনন্দের ঢেউ খেলে যা অন্যরা পায়না।
কাব্যিক ছন্দে সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন প্রিয় আপু।আল্লাহ আপনাকে ভালো রাখুন নিরন্তর,সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.