নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=শব্দ সমুদ্দুরে ডুবে থাকি অহর্নিশ=

২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৮


সতত ডুবে থাকি শব্দের জলে, মন খারাপগুলো উড়ে যায়
শব্দের নদীতে ডুব সাঁতারে কেটে যায়, নির্ভাবনায় দিন;
অক্ষরে অক্ষরে কী যে মায়ার বেড়াজাল
আটকে থাকি মুহুর্তে, কবিতা না হোক তা
তবুও মায়ায় পড়ে যাই
তবুও সারি সারি সাজানো শব্দ ছুঁয়ে থাকি বেলা অবেলা,
এ কী সৃষ্টির অনাসৃষ্টি?

ব্যস্ততার পিছনে দাঁড়ি টেনে, ফিরে আসি কবিতার ঘরে,
এখানে রাখা যেনো, সাত রাজার ধন - হীরে মানিক
আঁচল ভরে কুঁড়াই; দিনশেষে আমি শব্দের সমাজ্ঞী,
অযস্র শব্দ মিলে হয় জীবন উপন্যাস,
যেখানে সুখ দুঃখ, সামাজিক,দেশত্ববোধগুলো জমা রাখি,
কবিতা নাই বা হলো-তাতে কী?

সময় কেউ তুলে দেয় না হাতে, সময়ের কাছে সঁপি না মন
এদিক ওদিক গুছানো, ব্যস্ত দিন অথবা ব্যস্ত রাতের
কিছুটা প্রহর একান্ত আমার-মন জমিনে শব্দ বোনার,
নিজেকে খুঁজি শব্দের মাঝে, নিজেকে হারাই শব্দ ডহরে,
কোথায় জমা রাখি আর কষ্ট
কষ্ট বিষাদ বুকে পুষে লাভ কীই বা শুনি?

এককণা অবসরও কেউ কেড়ে নিতে চায়,
অতঃপর আমি সেই বাঁধার পাহাড় ঠেলে
আপন সুখ হাতের মুঠোয় নিয়ে, বীনে সূতায় গাঁথি শব্দের মালা,
নৈঃশব্দের জগতে আমি আর শব্দ,
কারো কানে নাই বা বাজলো সুখ সুর অনুরণ;
শব্দ আঁকড়ে ভালো থাকার মুহূর্তগুলো একান্ত আমার,
শব্দ সাজিয়ে সারি সারি লাইন অথবা প্যারা
নাই বা হলো সে পরিপূর্ণ কবিতা,
ভালো থাকার এক গোপন ঔষধ খেয়ে বেঁচে থাকি
কেবল কবিতার হাত ধরে।
©কাজী ফাতেমা ছবি
১৯-০৬-২০১৯


মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ কবিতা।

২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

২| ২৫ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:১১

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার অনুভূতির প্রকাশ

২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নার্গিস আপা। ভালো থাকুন সবাইকে নিয়ে

৩| ২৫ শে জুন, ২০২৫ রাত ৮:১৩

নতুন নকিব বলেছেন:



শব্দের সাগরে ডুবে থাকা কবির অন্যরকম কাব্যকথা সত্যি মন ছুঁয়ে যায়। কবির ভাবনায় - কবিতা না হলেও শব্দের জাদুতে মনের কষ্ট উড়ে যায়, জীবনের সুখ-দুঃখ এক অনন্য মালায় গাঁথা পড়ে। ব্যস্ততার মাঝে নিজের জন্য ছিনিয়ে নেওয়া অবসরে শব্দই তাঁর সঙ্গী, ভালো থাকার গোপন ঔষধ। এই শব্দ-যাত্রা পাঠকের মনে জাগায় এক নির্মল আনন্দ।

২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য মাশাআল্লহ
জাজাকাল্লাহ খইর ভাইয়া

অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৪| ২৬ শে জুন, ২০২৫ রাত ২:১২

ডঃ এম এ আলী বলেছেন:



বা! অতি চমৎকার ছন্দময় কবিতা ।
কে বলে আপনার ভাবনায় আসা লেখাগুলি হয়না কবিতা! । প্রতিটি কথাথেই থাকে
খুবই গভীর ও মানবিক এক অনুভবের ছন্দময় প্রকাশ। ‌‌"ভাল থাকার এক গোপন ঔষধ
খেয়ে বেঁচে আছি কেবলি কবিতার হাত ধরে " এই কথা কটি আমারো ভাবনার জগতকে
নারা দিয়ে লিখিয়ে নিয়েছে নীজেরো মনে পড়া একই সুরে কিছু কথা -

সত্যিই কেবলি কবিতার হাতে বাঁচি

ঔষধের পথ আমি ছাড়িয়ে এসেছি
হাসপাতালের ঘ্রাণও ভুলে গিয়েছি
চিকিৎসার ছকে বাঁধা যে জীবন
সে জীবন আজ কবিতায় করি বর্ণন।

শরীর ক্লান্ত, মনেও নানাবিধ ঝড়
তবু এক আশ্রয় কেবল ছন্দের পর
প্রতিটি পংক্তি যেন স্নেহের ছোঁয়া
ভালোবাসা দিয়ে হৃদয়ে বোনা।

লাগেনা কোনো বড়ি, না ইনজেকশন
আছে শুধু ভাবনার কোমল মৃদু স্পন্দন
মনের গহীনে বসে থাকে যে সাথী
সে কবিতাই তো মোর হোমিওপ্যাথি।

ব্যথার রাতে কবিতার হাত
তুলে ধরে স্বপ্নের শান্ত বারাত
হৃদয়ের তৃষ্ণায় পিপাসার জল
কবিতাই আমার বাঁচার ফসল।

জীবন যদি হয় নীভু আলোয় দগ্ধ বাতি
তাহলে কবিতাগুলি সেই নিঃশব্দ সাথি
ঔষধ নয় সেরে উঠি ফজরে রোজ ভোরে
নতুন আলোয় সাজানো পথ বুনে ছন্দের সুরে।

অনেক শুভেচ্ছা রইল কবি ছবি’পুর প্রতি

২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কেমন আছেন ভাইয়া। সুস্থ হয়েছেন?

লেখাটা এত সুন্দর হইছে মাশাআল্লহ। পোস্ট হিসেবে দিলে অনেকেই পড়তে পারতো। অনেকেই আমার ব্লগে আসে না।

উৎসাহমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই ভাইয়া

আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। সুন্দর রাখুন ভালো থাকুন সবাইকে নিয়ে

৫| ২৬ শে জুন, ২০২৫ সকাল ৭:২৬

সামরিন হক বলেছেন: সুন্দর শব্দের ঝংকার।

২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সামরিন আপু
ভালো থাকুন সবাইকে নিয়ে

৬| ২৬ শে জুন, ২০২৫ সকাল ৯:০৮

সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর শব্দালঙ্কারে সুসজ্জিত কবিতা

২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর সুলায়মান ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ২৬ শে জুন, ২০২৫ দুপুর ১২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাব্যে শব্দের ঝংকার যেন সমুদ্রের ঢেউ।

২৬ শে জুন, ২০২৫ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন

৮| ২৬ শে জুন, ২০২৫ বিকাল ৫:২৩

জটিল ভাই ২.০ বলেছেন:
বরাবরের মতোই পুরাতন :(

২৬ শে জুন, ২০২৫ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুনগুলো ভাল্লাগে না :( কিত্তাম কন

আবার পুরোদমে ফিরে আসুন ব্লগে এটাই আশা রাখি

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.