![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
হাত বাড়িয়ে ডাকছি তোমায়, এসো আমার পিছু
আমি ছাড়া তোমার বাপু-আর আছে কী কিছু?
প্রেমের মন্ত্র দেব ফুঁকে, বন্ধ করো আঁখি,
পারবে না আর দিতে সখা- ভালোবাসায় ফাঁকি।
কোথায় যাচ্ছি বলবো নাকো, পিছন আমার এসো,
বলছি কথা রঙবাহারী-একটুখানি হেসো;
মুখটি তোমার গোমরা কেন, হাসি গেল কোথায়?
ইচ্ছে করে তোমায় বাঁধি-সবুজ প্রেমের সুতায়।
সবুজ প্রেমে বয়স কমে, এই জানো কি তুমি?
বর্গা চাষী হবো প্রেমের,দাও না বুকের জমি;
বুক জমিতে প্রেম নিড়ানি- আলতো করে দেব,
আমায় নিয়ে তুমি এবার, একটু না হয় ভেবো।
দিন দুপুরে ঘুমাচ্ছো খুব, স্বপ্ন দেখছো আমায়?
মনের বাড়ী দেব ভরে-প্রেমের কাব্যনামায়?
কাব্যনামায় সুর তুলেছি, ভালোবাসা বাজে,
আমারই সুর তুমি রেখো, নিত্য বুকের ভাঁজে।
এসে দাঁড়াও আমার পিছন, চমকে আমায় দিয়ো,
আমি তোমার প্রিয় হবো-তুমি হয়ো প্রিয়;
এসো হাঁটি গাছের ছায়ায়, ভালোবাসা বিলাই,
মনের সাথে মনের রঙটি-আজকে না হয় মিলাই।
মনের ঘরে রঙবাহারী,রঙে রঙিন সাজাই,
ইচ্ছে করে মনের তারে-প্রেমের বাজনা বাজাই;
ভালোবাসার সময় এখন, যেয়ো নাকো ফিরে,
ভালোবেসে বসত গড়ো-এবার মনের নীড়ে।
কী জানি কী ছলাকলা, হায় বুঝি না তোমার,
চাচ্ছি আমি ভালোবাসো-আমাকে বেশুমার;
ভালোবাসা দাও না এঁকে, মন দেয়ালে এসে;
ইচ্ছে করে প্রেমের জলে,এবেলা যাই ভেসে।
যত্ন নেব মনের তোমার, বাসবো ভালো আরও,
মন দেয়ালে প্রেমের চিহ্ন-নাও না এঁকে গাঢ়;
ভালোবাসি যদি বলি শুনবে কর্ণ পেতে?
আমার জন্য আনবে বন্ধু-বেলীর মালা গেঁথে?
©কাজী ফাতেমা ছবি
২৯-০৬-২০২২
=ভালোবাসার কাব্য-৮=
২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু লেখাতেই প্রেম উতলে পড়ে। বাস্তবে এত প্রেম নাই প্রেমের মানুষও নাই হাহাহাহা
মনের ঝাল মিটাই লেখালিখি করে
থ্যাংকিউ সো মাচ
২| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রেমের মন্ত্র আমায় একটু ফুঁকে দেওয়া যানা না আপা?
প্রেমের কবিতা খুবই সুন্দর হয়েছে।
৩০ শে জুন, ২০২৫ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুঁকে দেবনে একদিন ।
থ্যাংকিউ সো মাচ
৩| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৯
অরণি বলেছেন: প্রেমের কবিতা সুন্দর হয়েছে।
৩০ শে জুন, ২০২৫ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অরণি দি
ভালো থাকুন
৪| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৫
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসার সময় এখন, যেয়ো নাকো ফিরে,
ভালোবেসে বসত গড়ো-এবার মনের নীড়ে।
ভালোবাসার বসত ছবি'র নীড়েই বাঁধুক , এই কামনা করছি।
বেশ গদগদ প্রেম দেখছি
চমৎকার চমৎকার।
৩০ শে জুন, ২০২৫ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর সময় নাই ভালোবাসার বসত গড়ার। মন মিললে মেলা নাইলে একলাই ভালা
হাহাহা লেখাতে প্রেম বেয়ে পড়ে মনিরাপা
থ্যাংকিউ সো মাচ
৫| ২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
অপলক বলেছেন: কি করলাম জীবনে... আহা ! এরকম দু চারটে লাইনও মাথা থেকে বের হয় না আমার।
কবিতায় ভাল ছন্দ আছে। শব্দের, সম্ভার আছে, এক ঘেয়েমি প্রয়োগ নেই।
৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই পারবেন। আগে লিখতে বসেন।
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
৬| ২৯ শে জুন, ২০২৫ রাত ৮:৫০
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।
৩০ শে জুন, ২০২৫ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপা
আপনাকে প্রথম পাতায় এক্সেস দেয় নাই এখনো
৭| ২৯ শে জুন, ২০২৫ রাত ১১:৫৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: Click This Link
ইহা আপনার জন্য আপা।
৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: গানটা সুন্দর। তাহসানের গান আমার বেশী শোনা হয়নি
অনেক ধন্যবাদ
ভালো থাকুন
৮| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর কবিতা। এই কবিতাতে পুরুষের প্রতি প্রেম। আগের কবিতাতে (এই তো নারীর জীবন) পুরুষের প্রতি যত অভিযোগ। কবির মনের আসল ভাব বোঝা কঠিন হয়ে গেল।
৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কবিদের মন বুঝা কঠিন আসলে। কল্পনা জগতে বাস করে কবিরা।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:১০
সামিয়া বলেছেন: ও আল্লাহ এত প্রেম!!!